এই মুহূর্তে




গার্ডেনরিচে ৯০ শতাংশেরও বেশি নির্মাণ নিয়ম বহির্ভূত

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই কলকাতার(Kolkata) গার্ডেনরিচ(Gardenreach) এলাকায় নির্মীয়মাণ বহুতল ভেঙে ১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে। আগামী দিনে এই ধরনের ঘটনা ঠেকাতে কলকাতা পুরনিগমের(KMC) তরফে দফায় দফায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যাতে শহরের বুকে কোথাও আর বেআইনি নির্মাণ(Illegal Construction) যেন মাথা না তোলে। কিন্তু এখন কলকাতা পুরনিগমের বিন্ডিং বিভাগ জানতে পেরেছে গার্ডেনরিচের ৯০ শতাংশেরও বেশি নির্মাণ নিয়ম বহির্ভূত ভাবে তৈরি হয়েছে। পুরনিগমের নিজস্ব সমীক্ষাতেই উঠে এসেছে যে, শহরের ১৫ নম্বর বরো এলাকার অন্তর্গত গার্ডেনরিচের ১৩৩ থেকে ১৪১ নম্বর ওয়ার্ডের ৯০ শতাংশেরও বেশি নির্মাণই অবৈধ! এই বিপুল অবৈধ নির্মাণের কথা স্বীকার করে নিয়েছেন শহরের মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও(Firhad Hakim)। তবে তিনি এই ঘটনার জন্য কাঠগড়ায় তুলেছেন ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে। তাঁর দাবি, ‘গার্ডেনরিচের সব বেআইনি নির্মাণগুলি সব বাম আমলে তৈরি হয়েছে। আমরা তো সেগুলি ভেঙে দিয়ে বাসিন্দাদের বার করে দিতে পারি না। নতুন করে যাতে বেআইনি নির্মাণ না হয়, সে বিষয়ে আমরা কঠোর ভূমিকা নিয়েছি।’

প্রসঙ্গত, ১৯৮৩ সাল পর্যন্ত এই ১৫ নম্বর বরো তৎকালীন মেটিয়াবুরুজ পুরসভার অধীনে ছিল। ১৯৮৪ সালে তা কলকাতা পুরনিগমের সঙ্গে মিশে যায়। বহুতল ভেঙে পড়ার পরে কলকাতা পুরনিগমের বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের কাজে স্বচ্ছতা ফেরাতে SOP জারি করে পুরপ্রশাসন। সেখানেই বলে দেওয়া হয় যে, প্রতিটি ওয়ার্ডের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারেরা ঘুরে ঘুরে বেআইনি নির্মাণ রুখতে নজরদারি চালাবেন। কোথাও বেআইনি নির্মাণ চোখে পড়লেই দ্রুত পদক্ষেপ করতে হবে। ইঞ্জিনিয়ারেরা সেই বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার পাশাপাশি, পুর আইনের ৪০০ ধারায় কাজ বন্ধের নোটিস দেবেন। আর এই নির্দেশ মেনেই ঘুরে ঘুরে সমীক্ষা চালাতে গিয়েই উঠে এসেছে গার্ডেনরিচের বুকে এই বিপুল সংখ্যক অবৈধ নির্মাণের তথ্য। দেখা যাচ্ছে ১৫ নম্বর বরোতে যে সব বাড়ি বা বহুতল রয়েছে, বেশির ভাগ ক্ষেত্রেই সেই সব নির্মাণে যথাযথ নিয়ম মানা হয়নি। সাধারণত যে কোনও নির্মাণের ক্ষেত্রে LBS বা Licensed Building Surveyor’র ছাড়পত্র লাগে। অথচ গার্ডেনরিচের বুকে সমীক্ষায় নামা কলকাতা পুরনিগমের আধিকারিক থেকে ইঞ্জিনিয়াররা দেখতে পেয়েছেন যে, সেখানে রাজমিস্ত্রিরাই LBS’র ভূমিকা পালন করেছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিধাননগরের ময়লা ফেলার জন্য পাথরঘাটায় নতুন ডাম্পিং স্টেশন হবে, ঘোষণা ফিরহাদের

দিঘায় মমতার উদ্যোগে জগন্নাথ মন্দির তৈরিকে স্বাগত অখিল ভারত হিন্দু মহাসভার

‘এক দেশ, এক ভোট মানব না’ ফের হুঙ্কার মমতার

পাইকারি বাজারে আলুর দাম কমলেও মানিকতলা বাজারে বেশি দামে বিকোচ্ছে কাঁচামাল

ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, নতুন তারিখ কবে?

লাগামছাড়া গতিতে ‘রেড অ্যালার্ট’, রেষারেষি রুখতে ‘চাবিকাঠি’ থাকছে পরিবহণ দফতরের হাতে

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর