এই মুহূর্তে




‘ভোটের কার্নিভালে আসুন, জনতার দরবারে বিচার হোক’, চ্যালেঞ্জ ডাক কুণালের

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: দেশের দুই রাজ্যের বিধানসভা ভোটের সঙ্গেই হবে বাংলার(Bengal) ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন(Bye Election)। মঙ্গলবার সেই দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন(ECI)। বাংলায় ১৩ নভেম্বর হবে ভোটগ্রহণ আর তার ফলাফল ঘোষিত হবে ২৩ নভেম্বর। বাংলায় যে ৬টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে তার মধ্যে একুশের ভোটে তৃণমূল(TMC) জিতেছিল ৫টি, বিজেপি(BJP) জিতেছিল ১টি। এবারে তৃণমূল এই ৬টি আসনেই জিতে গেলে রাজ্য বিধানসভায় তাঁদের মোট বিধায়কের সংখ্যা হবে ২২২। সেই উপনির্বাচনের প্রাক্কালে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh) এদিন অর্থাৎ বুধবার বেলার দিকে একটি ট্যুইট(Tweet) করলেন যা কার্যত বামেদের পাশাপাশি আন্দোলনরত সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। সেই চ্যালেঞ্জ এই দুই পক্ষ গ্রহণ করবে কী করবে না সেটা সময়ই বলবে। তবে কুণালের এই ট্যুইট নিঃশব্দে হজম করা বেশ চাপের হয়ে যাবে বাম ও আন্দোলনকারী চিকিৎসকদের কাছে।

আরও পড়ুন, কৃষ্ণনগরে তরুনীর দগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় আটক বন্ধু ও তার বাবা-মা

কেন কী লিখেছেন কুণাল এদিন তাঁর ট্যুইটে? কুণাল লিখেছেন, ‘ভোটের কার্নিভালে আসুন। মুখে তো অনেক হল। এবার জনতার দরবারে বিচার হোক। চ্যালেঞ্জ করছি, আসন্ন উপনির্বাচনে ৩/৪ জন উস্কানিদাতা সিনিয়র ডাক্তার বা অতিবিপ্লবী নব্য নেতা কোনও জুনিয়র ডাক্তার সিপিএমের প্রার্থী হয়ে দেখান। ফেসবুকে, মিডিয়ায় সরকার বিরোধিতার সব ডায়লগ, সরাসরি মানুষের সামনে দিন প্রার্থী হিসেবে। সিপিএমকেও বলব, নিজেরা শূন্য হওয়ার পর এখন যাদের মুখোশের আড়ালে করছেন, ক্ষমতা থাকলে সেই গোঁসাই, বাঁড়ুজ্জে, চিমটাদের প্রার্থী করে লড়াই করুন। মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় লড়াই কেন, মানুষের কাছে আর একবার নিজেদের ওজনটা যাচাই করুন। কেন্দ্রের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, হয়ে যাক ভোটের কার্নিভাল।’ ভুললে চলবে না রাজ্য বিধানসভায় বাম আর কংগ্রেস দুই শক্তিই তাঁদের অস্তিত্ব হারিয়ে বসে আছে। একুশের ভোটে দুই দল জোট গড়ে লড়লেও জনতার দরবারে তাঁরা চূড়ান্ত ভাবে প্রত্যাখান হয়েছেন। কার্যত মুছে গিয়েছেন। এখন আর জি কর আন্দোলনকে আঁকড়ে ধরে আবার ঘুরে দাঁড়াতে চাইছে বামেরা।

আরও পড়ুন, আর জি কর হাসপাতালের আশেপাশে বেআইনি জমায়েত নয়, নিষেধাজ্ঞা বাড়ল আরও ১৫দিন

অস্বীকার করার উপায় নেই যে, আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে এবার এই উপনির্বাচন রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ। লোকসভা নির্বাচনে তৃণমূল এ রাজ্য থেকে ২৯টি আসন জিতেছিল ঠিকই কথা, কিন্তু তখন আর জি কর কাণ্ড হয়নি। সেই কাণ্ডের পরে কলকাতা জুড়ে দিনের পর দিন ধরে মিছিল হয়েছে, সভা হয়েছে, রাস্তা অব্রোধ হয়েছে, কর্মবিরতির ঘটনা ঘটেছে, আর এখন তো অনশনের নাটক চলছে। কার্যত সিপিএমপন্থী ডাক্তাররা এখন কাজে যোগ না দিয়ে আন্দোলনে নেমে পড়েছেন। আর এখনই উপযুক্ত সময় হয়েছে এটা দেখার যে এত আন্দোলনের নিট রেজাল্ট ঠিক কী হতে চলেছে। ডাক্তারদের আন্দোলনের প্রভাব কি ইভিএমে পড়বে নাকি ভোটব্যাঙ্ক এখনও অটুট থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের? তৃণমূল যদি পুনরায় জয়ী হয়, তাহলে সবথেকে বেশি ধাক্কা খাবে এই সরকার বিরোধী আন্দোলন। তাই বিরোধীদের কাছে এই উপনির্বাচন এখন অগ্নিপরীক্ষার সমান। কুণালও তাই সময় বুঝে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। গতকালই তিনি জানিয়ে দিয়েছেন, ৬টি আসনেই তৃণমূল জয়ী হবে। জানিয়েছেন, ‘এবারের উপনির্বাচনে তৃণমূল ৬টি আসনেই জিতবে। আর ৬টি আসনেই সিপিএম তৃতীয় বা চতুর্থ স্থানে থাকবে। ৬টা শূন্য পাবে সিপিএম। যারা ইদানিং মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে লাফাচ্ছে, সেই সিপিএম, লিখে রাখুন, ৬টাতেই আবার তৃতীয় বা চতুর্থ।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

 আরজি কর কাণ্ডের তদন্ত কত দিনে শেষ হবে? সদুত্তর দিতে পারল না সিবিআই

আরজি করে ‘গণধর্ষণ’ হয়নি, হাইকোর্টে ফের জানাল CBI

ভুয়ো কাস্ট সার্টিফিকেট কাণ্ডে নয়া মোড়, শাস্তিমূলক পদক্ষেপ নিল নবান্ন

তৃণমূলের শিক্ষক নেতার বরখাস্তের আদেশ প্রত্যাহার ডিভিশন বেঞ্চের

উপাচার্যের পদ থেকে অপসারণ, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সরানো হল ভাস্কর গুপ্তকে

খাদিম-কর্তা অপহরণ মামলায় বেকসুর খালাস আখতার হোসেন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর