এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

জাহাঙ্গিরপুরীতে তৃণমূলকে ঢুকতে বাধা দিল্লি পুলিশের

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে জাহাঙ্গিরপুরীতে ঘটনাস্থলে ঢুকতে বাধা দিল্লি পুলিশের। তৃণমূল নেতৃত্বের সঙ্গে বচসায় জড়ায় দিল্লি পুলিশ। দিল্লির জাহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনায় গোটা বিষয়টি খতিয়ে দেখতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই টিম শুক্রবার পৌঁছয় দিল্লিতে। পাঁচ জনের এই দলে রয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, অর্পিতা ঘোষ, অপরুপা পোদ্দার, শতাব্দী রায়। প্রথমে দিল্লির তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে যায় ওই দল। তারপর সেখান থেকে রওনা দেয় জাহাঙ্গিরপুরীর দিকে।

কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘এসে দেখলাম, এলাকাটা চারিদিক থেকে ব্যারিকেড করে ঘিরে রেখেছে । পুলিশ মানুষকে মানুষ মনে করছে না। পুরো এলাকা বন্ধ করে রেখেছে । স্থানীয় এক মহিলা ও শিশুদের সাহায্য এলাকায় ভেতরে চলে গিয়েছিলাম। পেছনের রাস্তা দিয়ে গিয়েছিলাম  সেখানে।’ পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ তোলেন এদিন তৃনমূল নেতৃত্ব। ঘটনাস্থল থেকে যে তথ্য তাঁরা পেয়েছেন তা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন তাঁরা। এদিন দিল্লিতে ঘটনাস্থলে যাওয়ার আগে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে এসেছি আমরা। কী ঘটেছে তা মানুষের সঙ্গে কথা বলে জানবে এই টিম। সেই মত এদিন জাহাঙ্গিরপুরীতে ঢুকতে গেলে বাধা পান পুলিশের কাছ থেকে।

উল্লেখ্য উত্তর-পশ্চিম দিল্লির জাহাঙ্গিরপুরীতে  (TMC Jahangirpuri) বেআইনি নির্মাণ ভাঙার নামে প্রশাসনের ‘গা-জোয়ারি’ মনোভাব নিয়ে অভিযোগ তুলেছে বিরোধীরা। বেছে-বেছে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের সম্পত্তিকেই নিশানা করা হয়েছে বলে অভিযোগ। বিজেপি নেতৃত্বাধীন দিল্লির প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এর পর শুক্রবার সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর সিদ্ধান্ত নেয় জোড়াফুল শিবির। এই ঘটনায় ইতিমধ্যেই জাহাঙ্গিরপুরীতে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিজেপি বিরোধী দলগুলি। সিপিএম নেত্রী বৃন্দা কারাত, হান্নান মোল্লাদের পাশাপাশি আপ ও কংগ্রেসের নেতা-নেত্রীরাও জাহাঙ্গিরপুরীতে গিয়ে সরব হয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩ মাসের ভোট গেরোয় নতুন নাম নথিভুক্তকরণ বন্ধ স্বাস্থ্যসাথীতে, বিপাকে বহু পরিবার

ভোট বড় দায়, বামেদের মুখে ঝামা ঘষে মমতার লক্ষ্মীর ভান্ডারের পাশে বৃন্দা

শ্লীলতাহানি কাণ্ডে রাজভবনে ৩ কর্মীর বিরুদ্ধে দায়ের এফআইআর

কেন এত সময় লাগছে? মানিকতলা উপনির্বাচন নিয়ে কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আচার্য জগদীশ চন্দ্র বোস রোড থেকে উদ্ধার ১২ লক্ষ টাকা ,গ্রেফতার ২

অভিজিতের প্রার্থী পদ বাতিলের দাবি শশী পাঁজার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর