এই মুহূর্তে




প্রতিমা নিরঞ্জন-পর্ব ঘিরে চূড়ান্ত সতর্কতা, নজর থাকছে শোভাযাত্রাতেও, নিষিদ্ধ ডিজে

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: পাঁজি বলছে দশমী(Bijaya Dashami) পড়ে গিয়েছে গতকালই। আজ একাদশী। কিন্তু আমজনতা সেই পাঁজির হিসাব দেখে চলছেন না। তাদের কাছে এদিনই দশমী। মাকে বিদায় জানানোর দিন। আরও একটা বছরের প্রহর গোনার পালা শুরু দিন। কলকাতায়(Kolkata) এ দিন সকাল থেকেই গঙ্গার ঘাটে ঘাটে শুরু হয়ে গিয়েছে প্রতিমা নিরঞ্জনের পালা। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পুলিশ(Police) এবং কলকাতা পুরনিগমের(KMC) কড়া নজরদারি চোখে পড়ছে। জলে পড়ার সঙ্গে সঙ্গে কাঠামো এবং পুজোর উপকরণ সরিয়ে ফেলার কাজ চলেছে নিরন্তর। যদিও পুলিশ-প্রশাসন সূত্রের খবর, এদিন বিকেল থেকেই শহরের বেশির ভাগ বারোয়ারি দুর্গা প্রতিমার বিসর্জন হওয়ার কথা। গতকালও অবশ্য বিকালের দিকে কিছু প্রতিমা নিরঞ্জন হয়েছে। তবে সেই সব প্রতিমা মূলত কিছু বাড়ির পুজোর(Durga Puja) প্রতিমা। লালবাজার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত পর্যন্ত শহরের ২৫০টি দুর্গা প্রতিমা নিরঞ্জন হয়েছে।

আরও পড়ুন, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে সরব ভাগবত

আগামী মঙ্গলবার পর্যন্ত গঙ্গার ঘাট এবং জলাশয়গুলিতে নিরঞ্জনের বন্দোবস্ত থাকছে। সেদিনই রেড রোডে রয়েছে কার্নিভাল। সেখানে যোগ দিতে যাওয়া প্রতিমা তার পরে ওই দিনই বিসর্জন দেওয়া হবে। এ বার প্রতিমা বিসর্জনের জন্য শহরের ৬৯টি ঘাট প্রস্তুত রাখা হয়েছে। যার মধ্যে গঙ্গার ঘাটের সংখ্যা ২৪টি। বাকিগুলি পুকুর বা জলাশয়। ২৯টি ঘাটে থাকছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। তাঁদের সঙ্গে থাকছে নৌকা যাতে নদীবক্ষে বা জলাশয়ে প্রয়োজন মতো দ্রুত নজরদারি চালানো যায়। এ ছাড়া, বাজেকদমতলা ঘাট এবং রিভার ট্র্যাফিক পুলিশের জেটিতে মোতায়েন থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দল। প্রতিটি দলে ৬ জন করে সদস্য থাকছেন। বাজেকদমতলা ঘাট এবং রিভার ট্র্যাফিক পুলিশের জেটিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিও রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে ১৪টি ঘাটে ২ জন করে মহিলা পুলিশকর্মী থাকছেন। গুরুত্বপূর্ণ ৭টি ঘাটে নজর-মিনারের মাধ্যমে চলবে নজরদারি। মজুত রাখা হচ্ছে ৪টি কুইক রেসপন্স টিম। স্পিড বোট এবং জেট স্কি-র মাধ্যমেও টহল চলবে।

আরও পড়ুন, মন্দির-মসজিদ এক উঠোনেই, দুর্গাপুজোর সঙ্গেই চলছে নামাজ পড়া

এবারে বিসর্জনের শোভাযাত্রায় যাতে কেউ বড় সাউন্ড বক্স এবং ডিজে নিয়ে না যান, তা নিশ্চিত করতে বলা হয়েছে প্রতিটি ক্লাব ও বারোয়ারিকে। এ ব্যাপারে কড়া নজরদারিও শুরু হয়েছে। ঘাটগুলি এবং সংলগ্ন রাস্তায় মোতায়েন করা হয়েছে হাজারের বেশি অতিরিক্ত পুলিশকর্মী। যা আগামী মঙ্গলবার পর্যন্ত মোতায়েন থাকবে।  গঙ্গায় জোয়ারের সময়ও অনেক পুজো কমিটির লোকজন বিসর্জন দিতে নামেন। ফলে দুর্ঘটনা ঘটে। জোয়ার ভাটার সময় তাই গঙ্গার ঘাটে ঘাটে মাইকিং করে প্রচার চালানোর ব্যবস্থা থাকছে। নিমতলা, বাজেকদমতলা, গোয়ালিয়র ঘাট ও বিচালিঘাটে ৪টি বোট থাকছে যাতে জলে প্রতিমা ফেলার পর কাঠামোগুলি সরিয়ে ফেলা যায়। কোনও দুর্ঘটনা ঘটলে যাতে দ্রুত উদ্ধারকাজ করা যায় সেজন‌্য ডিসি কমব‌্যাটের নেতৃত্বে উদ্ধারকারী টিম থাকছে। ১৫টি গুরুত্বপূর্ণ ঘাট, যেখান থেকে বেশিরভাগ প্রতিমা বিসর্জন হয়, সেখানে বসানো হয়েছে অতিরিক্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা। জল পুলিশের কটি রেসকিউ টিম তৈরি থাকছে। প্রত্যেকটি ঘাটে একজন করে ইন্সপেক্টরের আওতায় মোতায়েন থাকছে পুলিশের টিম, যার নজরদারি করবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ডিসিরা। ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন, ‘গণইস্তফা’ সরকারের কাছে কোনও গ্রাহ্য পদত্যাগ নয়, সাফ জানালেন আলাপন

বিসর্জন পর্ব চলার জন‌্য এদিন সকাল ৮টা থেকে আগামী কাল ভোর ৫টা পর্যন্ত কলকাতায় যে কোনও মালবাহী গাড়ির যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও বিকেল ৩টের পর থেকে শহরের ৫৫টি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। নিমতলা ঘাট স্ট্রিট, বিডন স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড-সহ শহরের ১৫টি রাস্তায় বিসর্জনের সময় পার্কিং নিষিদ্ধ। শহরের বেশ কিছু রাস্তা ওয়ান ওয়ে করা হয়েছে। নিমতলা ঘাটের দিকে যে বিসর্জনের শোভাযাত্রা যাবে, তার ঢাকিদের মহর্ষি দেবেন্দ্র রোডের দিকে পাঠিয়ে দেওয়া হবে। নিমতলা শ্মশানের স্তব্ধতা যাতে ভঙ্গ না হয়, তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গঙ্গার দূষণ রুখতে পুজোর সামগ্রী, ফুল, পাতা জলে ফেলা যাবে না এবারেও, সেটা প্রতি ঘাটে প্রতিমা বিসর্জন দিতে আসা সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে। প্রতিমা জলে ফেলার সঙ্গে সঙ্গে ক্রেন দিয়ে তা তুলে নেওয়া হচ্ছে। বিসর্জনের পর প্রতিমাগুলি পাড় থেকে তুলে নিয়ে যাবে পুরনিগমের সাফাইকর্মীরা। শহরতলির ঘাটে বিসর্জনের পর প্রতিমা জলে ভেসে এসে কলকাতায় বিপত্তি ঘটায়। বিসর্জনের আবর্জনা ভেসে এসে জলের পাইপলাইনের মুখ বন্ধ করে দেয়। তাই সেদিকেও নজর রাখতে বলা হয়েছে আধিকারিকদের।  




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রেষারেষি কমাতে বেসরকারি বাসে কমিশন প্রথা তোলার প্রস্তাব রাজ্যের

অস্থায়ী কর্মবন্ধুদের জন্য সুখবর, এক ধাক্কায় বেতন বাড়ল ২ হাজার টাকা

কতগুলি ট্যাবের টাকা গায়েব হয়েছে? রিপোর্ট চাইল নবান্ন

স্বাস্থ্যসাথী নিয়ে কড়াকড়ি! সাধারণ মানুষের সুবিধার্থে নয়া নির্দেশিকা রাজ্য সরকারের

অতি চালাকি করতে গিয়ে ফাঁসলেন আইসি, সরানোর নির্দেশ বিচারপতির

জেলে গুরুতর অসুস্থ জ্যোতিপ্রিয়, ভর্তি করানো হল হাসপাতালে

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর