এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

Rose Valley’র কর্মীদের PF তছরুপ, গৌতমের বিরুদ্ধে পদক্ষেপ EB’র

নিজস্ব প্রতিনিধি: আরও বিপাকে পড়ে গেলেন Rose Valley’র কর্ণধান গৌতম কুন্ডু(Goutam Kundu)। কেননা কলকাতা পুলিশের(Kolkata Police) Enforcement Branch বা EB তাঁর নাম জুড়তে চলেছে Rose Valley’র কর্মীদের PF তছরুপের মামলায়। এই মামলাতেই এদিন তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হচ্ছে। এদিনই তাঁর বিরুদ্ধে নতুন ধারা যোগ করা হবে বলে জানা গিয়েছে কলকাতা পুলিশ সূত্রে। সপাশাপাশি এই মামলার রোজভ্যালি কর্তাকে মূল অভিযুক্ত দেখিয়ে খুব শীঘ্রই পেশ করা হবে চার্জশিট। পুলিশ সূত্রের খবর, ২০১৪ সালে EPF দফতরের কাছে Rose Valley’র বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। তাতে বলা হয় গৌতম কুণ্ডুর সংস্থা ১৪ লক্ষ টাকার PF জমাই করেনি। অথচ কর্মীদের বেতন থেকে প্রতি মাসে টাকা কাটা হয়েছে। তার জেরেই অভিযোগ ওঠে যে, Rose Valley’র কর্মীদের ওই টাকা আত্মসাৎ করেছেন গৌতম। তারপরেই বিষয়টি নিয়ে EPF দফতরের তরফে অভিযোগ দায়ের করা হয় কলকাতা পুলিশের কাছে। সেই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের Enforcement Branch বা EB ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ধারা অর্থাৎ অপরাধের জন্য বিশ্বাসভঙ্গের ধারায় অভিযোগ এনে মামলা রুজু করে গৌতমের বিরুদ্ধে।

আরও পড়ুন দিনহাটায় দুষ্কৃতীদের হামলায় মৃত তৃণমূলকর্মী, কাঠগড়ায় নিশীথ

গৌতম কুণ্ডু এখন জেলে রয়েছেন। তবে যেহেতু তাঁকে কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করে জেলে পুরেছিল তাই তাঁকে জেরা করা সম্ভব হয়নি EB’র পক্ষে। তবে EB’র আধিকারিকেরা জানতে পারে, গৌতম কুণ্ডুর সংস্থার অন্য ডিরেক্টররা বিষয়টি জানতেন। কর্মীদের টাকা ঘুরপথে তাঁদের হাত ধরেই বাইরে চলে গিয়েছে। তারপরেই ওই সব আধিকারিকদের জেরার জন্য ডেকে পাঠায় EB। তাঁরা তদন্তকারীদের সামনে জানিয়ে দেন যে, গৌতমই একমাত্র বলতে পারবেন ওই টাকা কোথায় গিয়েছে। কিন্তু রোজভ্যালি কর্তাকে জেরা করা যাচ্ছিল না। মাস খানেক আগে কেন্দ্রীয় এজেন্সির কাছে EB’র তরফে আর্জি জানানো হয়। তাতে বলা হয়, গৌতমবাবুকে জেলে গিয়ে জেরা করার অনুমতি দেওয়া হোক EB আধিকারিকদের।

আরও পড়ুন সুদ ছাড়াই বাংলাকে ৭৫২৩ কোটি টাকা ধার দিচ্ছে কেন্দ্র

সেই আর্জিতে সাড়া দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাঁদের তরফে সবুজ সঙ্কেত আসার পরেই কয়েকদিন আগে জেলে গিয়ে গৌতমকে জেরা করে আসেন EB আধিকারিকেরা। গৌতম তদন্তকারীদের কাছে দাবি করেন, তিনি এই সংস্থার ডিরেক্টর ছিলেন। কিন্তু বিষয়টি জানতেন না। এগুলি কোম্পানির অন্য কর্তারা দেখতেন। তাই তাঁরাই বলতে পারবেন। আর তিনি ১৪ লক্ষ টাকা দিতেও রাজি। তদন্তকারীরা জানিয়ে দেন, এভাবে টাকা ফেরত দেওয়া সম্ভব নয়। এরপরই তাঁকে এই মামলায় যুক্ত করার জন্য আদালতে হাজির করানোর আবেদন করে EB যা আদালত মঞ্জুর করেছে। সেই সূত্রেই এদিন গৌতমকে আদালতে তোলা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হোটেল থেকে জখম অবস্থায় উদ্ধার রূপান্তরকামী মহিলা

‘রাজভবনে ডাকলে আর যাব না, আপনার পাশে বসাও পাপ!’, সরব মমতা

কলকাতা সহ ৩ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

বেসরকারি বাসে টাঙাতে হবে ভাড়ার সুস্পষ্ট তালিকা, নির্দেশ আঞ্চলিক পরিবহণ দফতরের

নওশাদের জমি কাড়তে এবার ভাঙড়ে জনসভা অভিষেকের, ত্রস্ত আইএসএফ

দক্ষিণ কলকাতায় প্রকাশ্য রাস্তায় যুবতী ও তার বন্ধুর ওপর দুষ্কৃতীদের হামলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর