এই মুহূর্তে




লক্ষ্য ২৬, হয় পারফর্ম করো নয়তো পদ ছাড়ো, ঘনিষ্ঠ মহলে বার্তা অভিষেকের

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: আর বার্তা নয় সোশ্যাল মিডিয়াতে(Social Media)। তবে বার্তা দিলেন তিনি ঘনিষ্ঠ মহলে। সেই বার্তা ২৬’র বিধানসভা নির্বাচনের(West Bengal Assembly Election 2026) লক্ষ্যে। তবে তা পরিষ্কার বার্তা। হয় পারফর্ম করো নয়তো পদ ছাড়ো(Either Perform or Resign)। পঞ্চায়েত, পুরসভা এমনকি মন্ত্রিত্বের ক্ষেত্রেও ২০২৬-এর আগে এই নীতি গৃহীত হওয়া উচিত। স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল আর রাস্তা এই ৪ ক্ষেত্রে আরও কাজ করতে হবে। নবজোয়ার কর্মসূচিতে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করতে হবে। ঘনিষ্ঠ সূত্রে খবর দলের অন্দরে এমনই বার্তা দিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়(Abhishek Banerjee)। পাশাপাশি, সূত্রের খবর, অভিষেক এটাও স্পষ্ট করে দিয়েছেন যে তাঁর প্রশাসন বা সরকারে যোগ দেওয়ার কোনও অভিপ্রায় নেই। তবে ওড়িশায় বিজু জনতা দলের সঙ্গে যা ঘটেছে, তা থেকে দলের সবার শিক্ষা নেওয়া উচিত। গতকালই ট্যুইট করে রাজনীতি ও সংগঠন থেকে সাময়িক ‘বিরতি’ নেওয়ার কথা জানান অভিষেক। আর তারপর দলের অন্দরে অভিষেকের এই বার্তা! স্বাভাবিকভাবেই যা উসকে দিয়েছে নানাবিধ জল্পনা। দাবি অভিষেকের এই বার্তা দলেরই মন্ত্রী ও পুরপ্রধানদের একাংশকে।

গতকাল ট্যুইটারে একটি দীর্ঘ পোস্ট করেন অভিষেক। যেখানে তিনি জানান, চিকিৎসার কারণে রাজনীতি ও সংগঠন থেকে কিছু সময়ের জন্য বিরতি নিচ্ছেন। সাংগঠনিক কাজ থেকেও দূরে থাকবেন। তিনি লেখেন, ‘দীর্ঘদিন ধরে যে শারীরিক সমস্যা চলছে, সেটার কারণে আমি সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি। গতবছর এরকম সময়ে নবজোয়ার যাত্রায় অংশ নিয়ে গোটা বাংলা ঘুরে দেখার এবং মানুষের সমস্যা বোঝার সুযোগ হয়েছিল আমার। একশ দিনের কাজ প্রকল্প বন্ধ হয়ে যাওয়া ও মূল্যবৃদ্ধির কারণে মানুষকে কী ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে সে ব্যাপারেও আমার সম্যক ধারণা হয়েছিল। তা আমাকে গভীরভাবে প্রভাবিত করে। ২০২৪ লোকসভা ভোটের ফলাফল মানুষের রাগ ও হতাশা চোখে আঙুল দিয়ে স্পষ্ট দেখিয়ে দিচ্ছে, বিশেষত কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে বাসস্থানের যে মৌলিক অধিকার তা উপেক্ষিত হওয়ায়। আমরা ৩১ ডিসেম্বরের মধ্যে এর সমাধান করব বলে প্রতিশ্রুতি দিয়েছি। এই বিষয়টি অগ্রাধিকার দেওয়ার জন্য আমি ইতিমধ্যেই মাননীয়া মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি। আমি বিশ্বাস করি, রাজ্য সরকার দ্রুত এবং ভালভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করবে।’

তৃণমূল সূত্রে খবর, আমলাদের একাংশের কাজের গয়ংগচ্ছ মনোভাব নিয়ে ক্ষুব্ধ অভিষেক। তিনি মনে করেন, বার বার সংগঠন দিয়ে প্রতিষ্ঠান-বিরোধিতাকে পরাস্ত করা যাবে না। সরকারকে তার কাজ করতে হবে। এবং তা সময়ে করতে হবে। প্রতিষ্ঠান-বিরোধিতা যাতে তৈরিই হতে না পারে, সেটাই নিশ্চিত করতে হবে। কিন্তু সে সবের কোনও ‘উল্লেখযোগ্য’ লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। যদিও দলের একাংশের বক্তব্য, অভিষেক পরিবারের সঙ্গে কিছু দিনের ছুটিতে যাচ্ছেন। লোকসভা ভোটের কারণে গত কয়েক মাস তিনি পরিবারকে সময় দিতে পারেননি। পাশাপাশি, তাঁর চোখের চিকিৎসাও করানো প্রয়োজন। ফলে সংগঠনে সময় দিতে পারবেন না। এই সাময়িক বিরতির কারণ রাজনৈতিক নয়। শারীরিক এবং পারিবারিক। এর মধ্যে জল্পনা বা ব্যাখ্যার কোনও অবকাশ নেই। এমনকি কুণাল ঘোষও এদিন সাংবাদিকদের কাছে তেমনটাই দাবি করেছেন। তবে তার পরেও জল্পনা থামছে না। শোনা যাচ্ছে, অভিষেক ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দলের আস ন সংখ্যা ২৫০-এ নিয়ে যেতে চান। আর দলকেও সেই লক্ষ্যে এগিয়ে নিতে যেতে চান।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলাদেশের ইউনূস সরকারকে পরিচালনা করছে পাকিস্তান : শুভেন্দু অধিকারী

দার্জিলিঙে কুয়াশার দরুন হলুদ সর্তকতা জারি , বুধ ও বৃহস্পতিবার কলকাতায় হবে বৃষ্টি

বেআইনি নির্মাণের হোতারা সাবধান, নজরদারিতে কমিটি গড়ল রাজ্য সরকার

গরমের আগেই বৃষ্টির ছোঁয়া,দানা পাকাচ্ছে ঘূর্ণিঝড়!বজ্রপাতে কাঁপবে বাংলাও

এসএসকেএম হাসপাতালে পাঁচ দিনে ১৭৫ টি অস্ত্রোপচার, চিকিৎসকদের প্রশংসায় মুখ্যমন্ত্রী

প্রতুলকে চোখের জলে শেষ বিদায় মমতার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর