এই মুহূর্তে




মানুষের রায়ই সবকিছু, ভোটের ফল নিয়ে মন্তব্য শোভনের




নিজস্ব প্রতিনিধি : নারদ মামলায় সোমবার আদালতে হাজিরা দেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এদিন আদালত থেকে বেরিয়ে লোকসভা ভোটে তৃণমূলের ফলাফল নিয়ে মত প্রকাশ করতে দেখা গেল প্রাক্তন মেয়রকে। তাঁর মতে, প্রত্যেক নির্বাচনের হিসাব আলাদা। মানুষ কী রায় দিয়েছে সেটাই শেষমেষ দেখতে হয়।

এদিন নারদ মামলার শুনানি ছিল ব্যাঙ্কশাল আদালতে। শুনানিতে সশরীরে হাজিরা দেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক মদন মিত্র। শুনানি শেষের পর আদালত থেকে বেরিয়ে এলে শোভনকে লোকসভা ভোটের ফলাফল নিয়ে প্রশ্ন করা হয়। তখন প্রাক্তন মেয়র জানান, ‘লোকসভা, বিধানসভা, পুরসভা, পঞ্চায়েত সব নির্বাচন আলাদা। সব নির্বাচনের হিসাব আলাদা। শেষ পর্যন্ত দেখা প্রয়োজন, মানুষ কী রায় দিয়েছে।‘

উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে রাজ্যে ৪২টি আসনের মধ্যে ২৯টি আসনে জিতেছে তৃণমূল। বেশিরভাগ আসনই গিয়েছে তৃণমূলের দখলে। রাজ্যে বেশিরভাগ মানুষের রায় যে তৃণমূলের পক্ষেই রয়েছে, এদিন শোভনের বক্তব্য থেকেই তা স্পষ্ট।

এদিকে এদিন নারদ মামলায় মুকুল রায় সহ অন্যান্য অভিযুক্তদের কী তদন্ত হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুললেন এই মামলায় অন্যতম অভিযুক্ত এসএমএইচ মির্জার আইনজীবী শ্যামল ঘোষ। এদিন আদালতের কাছে তিনি প্রশ্ন তোলেন, ‘নারদ মামলায় শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, ফিরহাদ হাকিম ও এসএমএইচ মির্জার দিকে আঙুল তোলা হচ্ছে। কিন্তু বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কি তদন্ত হচ্ছে। আসলে ওদের বিরুদ্ধে কী তদন্ত হচ্ছে, কেউ জানে না। আসলে এতে শুধু আমরা সাফার হচ্ছি।‘

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

IIM জোকা ক্যাম্পাসে ধর্ষণকাণ্ডে আদালত জামিন দিল মূল অভিযুক্তকে

রবিতে দুঃসংবাদ, দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

২১ জুলাই কোন মঞ্চে থাকবেন জানিয়ে দিলেন দিলীপ

ওড়িশাতে কিশোরীকে হত্যার চেষ্টা ঘটনা ‘প্রধানমন্ত্রীর বেটি পোড়াও প্রকল্প’ বলে মন্তব্য শশী পাঁজার

দিদির একনিষ্ঠ ভক্ত, চলন্ত ট্রেনে ২১ জুলাইয়ের প্রচার ভাই দাসের

অসমে বাংলায় কথা বলায় হেনস্তা, ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ