এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বউবাজার বিপর্যয়ের জন্য দায়ী মেট্রোর কাজ, রিপোর্ট বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিনিধি: মধ্য কলকাতার বউবাজার এলাকার দুর্গা পিতুরি লেনে(Durga Pituri Lane) ইস্ট ওয়েস্ট মেট্রো(East West Metro) রেলের সুড়ঙ্গে কাজ চলাকালীন সময়ে ফের নতুন করে ফাটল দেখা দেওয়ার ঘটনায় মেট্রোর কাজকেই কাঠগড়ায় তুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের(Jadabpur University) বিশেষজ্ঞরা। মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা এই মর্মে কলকাতা পুরনিগমের মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে(Firhad Hakim) প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন। সেখানে তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, মেট্রোর কাজের জন্যই দুর্গা পিতুরি লেনের ১৮টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। মেট্রোর কাজের জন্যই ওই এলাকায় ৪০ মিলিমিটার পর্যন্ত মাটি বসে গিয়েছে। আর তার জেরেই একাধিক বাড়িতে এই বিপজ্জনক ফাটল দেখা দিয়েছে। ১৮টি বাড়ির মধ্যে ৯টি বাড়ির অবস্থা রীতিমত বিপদজনক। মেট্রোর কাজের জন্য মজবুত নির্মাণ থাকা সত্ত্বেও ১৭০ বছরের পুরনো বাড়িতেও ফাটল দেখা দিয়েছে। রাস্তাতেও ফাটল নজরে আসছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই রিপোর্ট দেখে ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘এটা নিয়ে আমি কিছু বলব না। এটা বিল্ডিং ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে। আমরা আবার কেএমআরসিএলকে ডাকব। এক্সপার্টের সাহায্য নিয়ে তারা যাতে ঠিকমতো ব্যবস্থা নেয়, সেটাই করতে বলব।’ পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস জানিয়েছেন, ‘শুধু পুরনো বাড়িই নয়, নতুন বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপজ্জনক অবস্থা একাধিক বাড়ির। অবিলম্বে বাসিন্দাদের সরানো উচিত।’ যদিও বিপদ বুঝেও বাড়ি ছাড়তে নারাজ বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, কোনও রকমে মাথাগোঁজার ব্যবস্থা নয়, মেট্রো কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত সুস্থ ভাবে বাঁচার ব্যবস্থা না করে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত বাড়ি ছেড়ে বেরোবেন না তাঁরা। এলাকার কাউন্সিলর বিশ্রূপ দে-ও মেট্রো কর্তৃপক্ষকে পুনর্বাসনের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার কথা বলেছেন। তিনি জানিয়েছেন, একাধিক বাড়ি প্রায় জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। লোকজনকে বার করে আনা অত্যন্ত জরুরি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরবর্তী দু’দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী বাড়ছে, জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক

১৯ মে নাগাদ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে বর্ষা: আবহাওয়া দফতর

বউবাজার বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত খালিদের মুক্তির ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

মঙ্গলবার গঙ্গাধর মামলার শুনানি সুপ্রিম কোর্টে

‘বিজেপি বড়জোর ১৯৫টা আসন পাবে’, বনগাঁ থেকে ভবিষ্যৎবাণী মমতার

FIR খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর