এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অতিবড় মমতা বিরোধীতায় দলেই কোনঠাসা কারাত দম্পতি

নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের পারমানবিক চুক্তির বিরোধিতা করে কেন্দ্রের তৎকালীন ইউপিএ-১ সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিয়ে বামেদের কপাল পুড়িয়েছিলেন সিপিআই(এম)’র তৎকালীন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত(Prakash Karat)। কার্যত সেই সমর্থনের অব্যাহতি পরেই বাংলার বুকে বামেদের বিপর্যয় ঘটা শুরু হয়। এমনকি এখানে অবসান ঘটে ৩৪ বছরের বাম রাজত্বেরও। ক্ষমতায় আসেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বাংলার বুকে বামেদের মমতা বিরোধিতা অটুট রয়েছে। কিন্তু এখন জাতীয় স্তরের রাজনীতির প্রেক্ষাপটে মমতার সঙ্গে বিরোধ বজায় রাখতে চাইছেন না বাম নেতাদের সিংহভাগ অংশ। তাঁরা বিজেপির বিরোধিতায় মমতার পথেই হাঁটতে চাইছেন। এমনকি প্রয়োজনে মমতাকে সমর্থন জানানোর কথাও জানিয়ে দিয়েছেন তাঁরা। আর এই অবস্থায় দিল্লিতে মমতার ডাকা বৈঠকে সিপিআই(এম)’র সাধারন সম্পাদক সীতারাম ইয়েচুরি(Sitaram Yechury) কেন যোগ দিলেন সেই প্রশ্ন তুলেই এখন দলে কোনঠাসা অবস্থা কারাত দম্পতির।

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শনিবার ছিল সিপিআই(এম)(CPIM)-এর কেন্দ্রীয় কমিটির বৈঠক। সেই বৈঠক ২দিন ধরে হওয়ার কথা থাকলেও তা ১ দিনেই শেষ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বৈঠক করা হয়েছে অনলাইনে। আর সেই বৈঠকের পরে পরেই ডানা ছাঁটা হয়েছে কারাত দম্পতির। সীতারাম ইয়েচুরি তৃতীয়বারের জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও সংগঠনে গুরুদায়িত্ব পালন করতেন প্রকাশ কারাত। আবার পিছিয়ে পড়া জনজাতির দায়িত্বে ছিলেন প্রকাশজায়া বৃন্দা কারাত(Brinda Karat)। কিন্তু এখন তাঁদের সঙ্গে সংগঠন দেখার দায়িত্বে জুড়ে দেওয়া হয়েছে বাংলার নেতা তথা ৮ বারের প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোমকে এবং মারাঠী কৃষক নেতা অশোক ধাওয়ালেকে। রামবাবুকে আবার সংগঠন দেখার দায়িত্ব দেওয়ার পাশাপাশি দলের মেডিকেল সেল দেখভালের দায়িত্বও দেওয়া হয়েছে। আর সূত্রে জানা গিয়েছে, কারাত দম্পতির ডানা ছাঁটার নেপথ্যে রয়েছে তাঁদের অতিবড় মমতা বিরোধিতা, যা দল এখন আর প্রয়োজনীয় বলে মনে করে না।

সূত্রে জানা গিয়েছে, শনিবারের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়। যেহেতু কারাত দম্পতি প্রশ্ন তুলেছিলেন কেন ইয়েচুরি মমতার ডাকা বৈঠকে গিয়েছিলেন তাই শনিবারের বৈঠকে ইয়েচুরি জানিয়ে দিয়েছেন কেন তিনি বৈঠকে যোগ দিয়েছিলেন। কেন দল মমতার পাশে থাকছে তার ব্যাখাও দেন ইয়েচুরি। তিনি কার্যত সাফ জানিয়ে দেন, কংগ্রেসের মতো বিজেপি বিরোধী দল যখন মমতার ডাকা বৈঠকে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তখন পার্টির প্রতিনিধিত্ব না থাকলে বিজেপি বিরোধিতা নিয়ে দলকে প্রশ্নের মুখে পড়তে হতো। তাই তিনি গিয়েছিলেন। আর তারপরে পরেই দেখা যায় ডানা ছাঁটা হয়েছে কারাত দম্পতির।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রবার কলকাতার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছে তৃণমূল

শুক্রবার রাতে নির্বাচনী জনসভায় যোগ দিতে কলকাতায় এলেন নরেন্দ্র মোদি

রাজভবনের পিস রুম মহিলাদের পিস হেভেনে পরিণত হয়েছে, কটাক্ষ চন্দ্রিমার

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের মহিলা কর্মীর

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

তৃণমূলের তারকা প্রচারের তালিকা থেকে বাদ পড়লেন কুণাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর