এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রাহুলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন খাড়গের চিঠি মমতাকে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: আসন্ন লোকসভা নির্বাচনে(General Election 2024) বাংলার(Bengal) মাটিতে এখানকার শাসকদল যে ৪২টি কেন্দ্রেই প্রার্থী দেবে সেটা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। সেই পরিষ্কার করে দিয়েছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যদিও তিনি যে INDIA জোটেই থাকছেন সেটাই সাফ জানিয়ে দিয়েছেন। এই অবস্থায় সেই জোটের আরেক শরিক জাতীয় কংগ্রেস এই রাজ্যে হয় একাই লড়াই করবে নাহয় বামেদের হাত ধরবে। জোট গড়তে পারে আইএসএফের সঙ্গেও। মোদ্দা কথা ২৪’র ভোটে বাংলার মাটিতে কংগ্রেস ও তৃণমূলের(TMC) মধ্যে কোনও জোট হচ্ছে না। তবে হচ্ছে রাহুল গান্ধির(Rahul Gandhi) ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’(Bharat Jodo Nyay Yatra)। সেই যাত্রায় রাহুলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কংগ্রেসের(INC) জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)। সেই উদ্বিগ্নতার জায়গা থেকেই দাঁড়িয়ে তিনি চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)। তাঁকে খাড়গে অনুরোধ করেছেন যে রাহুলের যাত্রায় যে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা থাকে।

নিজের চিঠিতে খাড়গে লিখেছেন, মমতার সঙ্গে গান্ধি পরিবারের সম্পর্ক যে খুব ভালো তা তিনি জানেন। সেই পরিবারের সদস্য রাহুল গান্ধি। তিনি এখন ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন। সেই যাত্রায় অসমে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। তাই তিনি উদ্বেগ্ন বাংলার মাটিতে যেন এই ধরনের কোনও হামলার আশঙ্কা নিয়ে। তাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে তাঁর অনুরোধ তিনি যেন রাহুলের নিরাপত্তার বিষয়টি একটু দেখেন। সূত্রে জানা গিয়েছে, খাড়গে তাঁর চিঠিতে মমতাকে আমন্ত্রণও জানিয়েছেন রাহুলের এই যাত্রায় তাঁর সঙ্গে যোগ দিতে। যদিও তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মমতা কেন তাঁর দলের কোনও প্রতিনিধিই এই যাত্রায় যোগ দেবেন না। কেননা রাহুলের এই যাত্রা আদতে বিজেপিকেই সুবিধা করে দেবে। এদিকে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, রাহুলের ভারত জোড়ো যাত্রার পশ্চিমবঙ্গের অংশ নিয়ে যেমন রুট বদল করা হয়েছে তেমনি সফরসূচীই কাটছাঁট হয়েছে। বাতিল হয়েছে ফালাকাটা, ধূপগুড়ি ও ময়নাগুড়ির পদযাত্রার কর্মসূচি। আগামিকাল রাহুল ফের আসছেন বাংলায়। দিল্লি থেকে সোজা আসছেন বাগডোগড়ায়।

বাগডোগরা থেকে রাহুলের কনভয় যাবে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুরে। সেখানে জাতীয় সড়কের ধারে এক ধাবায় মধ্যাহ্নভোজন করবেন কংগ্রেস সাংসদ। সেখান থেকে চলে আসবেন জলপাইগুড়ি শহরের পিডব্লুডি মোড়ে। সেখান থেকে পদযাত্রা করবেন রাহুল। শহরের পোস্ট অফিস, থানা মোড় হয়ে কদমতলা মোড় পর্যন্ত পদযাত্রা হবে। সেখান থেকে তিনি গাড়িতে উঠবেন ও অসম মোড়, ফাটাপুকুর, ফুলবাড়ি হয়ে পৌঁছে যাবেন শিলিগুড়ি। রাতেই ঢুকে পড়বেন উত্তর দিনাজপুরে। সেখানেই রাতে থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন ফালাকাটা, ধূপগুড়ি ও ময়নাগুড়ির পদযাত্রার কর্মসূচি বাতিল হল? কংগ্রেস সূত্রেই জানা গিয়েছে, INDIA জোটে মমতাকে ধরে রাখতে বাংলায় তৃণমূলকে চটিয়ে কোনও কর্মসূচি রাখতে চায় না কংগ্রেস।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রবার রাতে নির্বাচনী জনসভায় যোগ দিতে কলকাতায় এলেন নরেন্দ্র মোদি

রাজভবনের পিস রুম মহিলাদের পিস হেভেনে পরিণত হয়েছে, কটাক্ষ চন্দ্রিমার

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের মহিলা কর্মীর

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

তৃণমূলের তারকা প্রচারের তালিকা থেকে বাদ পড়লেন কুণাল

প্রথম চেষ্টাতেই মাধ্যমিক পাশ করে চমকে দিলেন ফুটপাতের প্রিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর