এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মদনের চা- সিঙাড়ার আমন্ত্রণে আপ্লুত অর্জুন

নিজস্ব প্রতিনিধি: এক সময় বিজেপি (BJP) শিবির থেকে একসময়ের ঘনিষ্ঠ কামারহাটির বিধায়ক (MLA) মদন মিত্রকে হুঁশিয়ারি দিয়েছিলেন অর্জুন সিং। পাল্টা দিয়েছিলেন মদন মিত্র। সেই ‘তিক্ততা’ এখন অতীত। ভাটপাড়ার সাংসদ (MP) ফিরেছেন জোড়াফুল (TMC) শিবিরেই। মদন মিত্র আগেই বলেছিলেন, দল অর্জুনকে ফিরিয়ে নিলে, তাঁকে বুকে টানতে আপত্তি নেই কামারহাটির বিধায়কের। দ্বন্দ্বের ‘বিটি রোড’ (BT ROAD) হয়ে উঠতে চলেছে ‘পুনর্মিলনের স্থান’।

অর্জুন সিংয়ের ঘরওয়াপসির পরেই মদন মিত্র তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন বিটি রোডেই। সেই আমন্ত্রণ চা- সিঙাড়ার। একথা জানিয়েছেন ব্যারাকপুরের সাংসদ নিজেই। তিনি জানিয়েছেন, কামারহাটির বিধায়কের সঙ্গে ২ বার ফোনে কথা হয়েছে। ফোনালাপের সময়েই মদন মিত্র আমন্ত্রণ জানিয়েছেন অর্জুন সিংকে। দ্বন্দ্ব মেটা প্রসঙ্গে অর্জুন সিং বলেন, রাজনীতিতে কোনও স্থায়ী পূর্ণচ্ছেদ হয় না। মদন মিত্রের আমন্ত্রণে তিনি যে আপ্লুত, তা বলতে ভোলেননি ব্যারাকপুরের সাংসদ। জানিয়েছেন, অবশ্যই যাবেন গুরুজন স্থানীয় ও পুরানো বন্ধুর আমন্ত্রণ রক্ষা করতে।

এদিকে অর্জুন দল ছাড়ায় বিজেপির অন্দরেই শুরু হয়েছে কাদা ছোঁড়াছুঁড়ি। বারবার প্রশ্নবাণে জর্জরিত শুভেন্দু অধিকারী- সুকান্ত মজুমদার। অর্জুনের বান, যে কোনও মুহূর্তে ৫ সাংসদ বিজেপি ছেড়ে যোগদান করতে পারেন জোড়াফুল শিবিরে। এদিকে বিজেপির অন্দরে ৭ জন সাংসদের দল ছাড়া নিয়ে চাপা গুঞ্জন। সব মিলিয়ে চরম বিপাকে বিজেপি শিবির। সোজাসুজি তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সবুজ শিবিরে ফিরেছেন অর্জুন। আর তার পরের দিনেই দিল্লি ছুটেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। জানা গিয়েছে, অর্জুন সিংয়ের সাংসদ পদ এবং নিরাপত্তা নিয়ে এই বৈঠক। শুধু তাই নয়, আলোচনার বিষয় বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাংগঠনিক পরিস্থিতি। অন্যদিকে  ভাটপাড়া ও ব্যারাকপুর সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর।  কিন্তু বিজেপির অন্দরেই প্রশ্ন ‘ফেল করা’ শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়ে আদৌ কোনও লাভ হবে কি? দেখা গিয়েছে, যেখানেই বিজেপির দায়িত্বে ছিলেন শুভেন্দু, সেখানেই ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। সম্প্রতি আসানসোল উপনির্বাচনের দায়িত্বে ছিলেন শুভেন্দু। তাতে বিজেপির লাভ নয়, হয়েছে ভরাডুবি। ব্যাপক জয় ছিনিয়ে নিয়েছে জোড়াফুল শিবির থেকে শত্রুঘ্ন সিনহা। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল নিজে স্বীকার করে নিয়েছিলেন দলের ব্যর্থতা। বলেছিলেন, অজুহাত দিয়ে লাভ হবে না। উল্লেখ্য, পুরভোটে খর্ব হয়েছিল অধিকারী পরিবারের ৩১ বছরের গর্ব। কাঁথি ছিল শুভেন্দু গড় নামেই পরিচিত। তবে ভোটের ফলে দেখা গিয়েছিল বিজেপি শিবিরের জয়জয়কার। শুভেন্দুর নিজের গড়েই হার হয়েছিল বিজেপির। বিজেপিতেই প্রশ্ন, বারবার ‘ফেলু’ শুভেন্দুকে দায়িত্ব দিয়ে কি লাভ হবে গেরুয়া শিবিরের। না কি জুটবে ‘চিরপরিচিত শুভেন্দু নেতৃত্বে ব্যর্থতা’।  

আবার, মণ্ডল সভাপতি বদলকে কেন্দ্র করে ফের উত্তাল বিজেপি শিবির। রাজ্য জুড়ে বিজেপিতে ফাটলের ধাক্কা আবার লাগল শুভেন্দু গড়ে। নন্দীগ্রাম- ১ দক্ষিণ মণ্ডলের সভাপতিকে সরানো হয়েছে সম্প্রতি, তাঁর জায়গায় আনা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আর তা নিয়েই ক্ষোভ। ক্ষোভের সুরে উত্তাল নন্দীগ্রাম। দেওয়া হয়েছে গণ ইস্তফার হুমকি। কতজন ছাড়তে চলেছেন দল? প্রায় ২০০ বিজেপি কর্মী পদ্মশিবির ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। যা নিয়ে চরম অস্বস্তিতে বিজেপি শিবির।

গণ ইস্তফার হুমকি চিঠি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জেলা বিজেপি নেতৃত্বের কাছে। শুধু তাই নয় চিঠি পাঠানো হয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কাছেও। আগে নন্দীগ্রাম- ১ দক্ষিণ মণ্ডলের সভাপতি ছিলেন জয়দেব মণ্ডল। তাঁকে সরানো হয়েছে। সেই জায়গায় পদ দেওয়া হয়েছে শ্যামাপ্রসাদ মাইতিকে। আর তা নিয়েই ক্ষুব্ধ বিজেপি শিবিরের বড় অংশ। ইতিমধ্যেই বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা সেরে ফেলেছেন বৈঠক। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গণ ইস্তফার। সেই হুমকি চিঠি পাঠানো হয়েছে জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়। বিক্ষুব্ধরা এখানেই থেমে নেই। চিঠি পাঠানো হয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছেও। ইস্তফা দিতে প্রস্তুত ২ জন সাধারণ সম্পাদক,  ২ জন সহ–সভাপতি এবং মহিলা মোর্চার মণ্ডল সভাপতি ও যুব মোর্চার মণ্ডল সভাপতি সহ ২০০ বিজেপি কর্মী। এই নিয়েও চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুবীরেশ-কল্যাণময়কে নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তথ্য পেশ তাঁদের আইনজীবীর

চাকরি বাতিলের জেরে একাধিক  স্কুলে বন্ধের মুখে বিজ্ঞান বিভাগ

একাদশ শ্রেণীতে ভর্তি হতে কত নম্বর লাগবে? জানিয়ে দিল পর্ষদ

‘দলের সবথেকে বেশি ক্ষতি করেছে’, কুণালকে তোপ জেলবন্দি পার্থর

শ্লীলতাহানির অভিযোগ নিয়ে রাজ্যপালকে খোঁচা শশী পাঁজার

দীর্ঘদিন নেতাদের দেহরক্ষী থাকতে পারবে না পুলিশকর্মী, নয়া নিয়ম আনছে নবান্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর