এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শিবকুমারের মৃত্যুতে টুইট মুখ্যমন্ত্রীর, স্মৃতিচারণ অজয় চক্রবর্তীর

নিজস্ব প্রতিনিধি: মঙ্গল সকাল থেকেই আকাশের মুখ ভার। তারই মাঝে এল শিব প্রয়াণের বার্তা। সুর থেমে গেল সন্তুরের। ভারতীয় সঙ্গীতের জগতে ফের নক্ষত্র পতন। প্রয়াত সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মা(Pandit Shiv Kumar Sharma)। দেশের ধ্রুপদী সঙ্গীতের এহেন এক দিকপালের প্রয়াণে গোটা ভারতের সঙ্গীত জগত শোকে মুহ্যমান। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের ভুবনে অপূরণীয় শূন্যতা তৈরি হল। তাঁর মৃত্যুতে এদিন শোকবার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। টুইটে(Tweet) তিনি লিখেছেন, ‘কিংবদন্তি সন্তুরবাদক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। শিল্পীর প্রয়াণ সাংস্কৃতিক জগতের খুব বড় ক্ষতি। তাঁর চলে যাওয়ায় আমাদের সাংস্কৃতিক জগৎ রিক্ত। আমার গভীর সমবেদনা রইল।’

শিবকুমারের প্রায়ণে শোকস্তব্ধ পণ্ডিত অজয় চক্রবর্তীও(Pandit Ajay Chakrabarty)। এদিন শিবকুমারের মৃত্যুর পরে তিনি জানিয়েছেন, ‘ভারতীয় সংগীতজগতের খুব বড় ক্ষতি হয়ে গেল। শিবকুমার শর্মা সারা বিশ্বকে একটি নতুন যন্ত্রের সঙ্গে পরিচয় করিয়েছিলেন। শাস্ত্রীয় সংগীতের জগতে তাঁর অবদান ভোলার নয়। এত বড়মাপের শিল্পী হয়েও তিনি ছিলেন মাটির মানুষ। আমাকে অজয়বাবু বলেই ডাকতেন। আমার সঙ্গে ওঁর কয়েক হাজার মুহুর্ত, কয়েক হাজার ঘণ্টা কেটেছে গত ৪৩ বছরে। আমি প্রতি বছর দেড় মাস টানা ট্যুর করতাম ওঁর সঙ্গে। একজন রুচিশীল ও রাগ সঙ্গীতের জন্য নিবেদিত প্রাণ শিল্পী। ওই একটা যন্ত্র যাঁর মধ্যে অর্ধেক রাগের প্রকাশ পায় না, তাঁর মধ্যে সব রাগকে তুলে ধরার যে মন, সহশিল্পীদের জন্য যে সহানুভূতি, তা অনবদ্য। আমি তো ওঁর ছেলের মতো ছিলাম। দিনের পর দিন রাতের পর রাত ওঁর সঙ্গে কাটিয়েছি। মাঝেই মাঝেই ফোনে কথা হত। আমাকে কতো ভালবাসতেন তা বলে বোঝাতে পারব না। ওঁর মতো মানুষের চলে যাওয়া বিরাট ক্ষতি। আমাকে উনি বড় হতে দেখেছেন। আমার পিতৃতুল্য ছিলেন।’

শিবকুমারের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন রশিদ খানও(Rashid Khan)। জানিয়েছেন, ‘খুব বড় ক্ষতি সংগীত জগতের। মাথার থেকে যেন ছাদ চলে গেল। ভাল শিল্পীর সঙ্গে সঙ্গে খুব ভাল মানুষকেও হারালাম। ওঁর চলে যাওয়া ভারতীয় সঙ্গীতের আকাশে যন্ত্রসঙ্গীতের বিশাল ক্ষতি। কাশ্মীরী লোকসঙ্গীতে ব্যবহৃত একটি বাদ্যযন্ত্রকে ওঁর চেষ্টা, সততা, পরিশ্রম, গুরুভক্তি ও ভালোবাসা দিয়ে ভারতীয় রাগসঙ্গীতে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে আসতে পেরেছেন। যেকোনও সঙ্গীতশিল্পীর কাছেই উনি একজন ঈর্ষণীয় সফল শিল্পী। বহু তবলাবাদকের সাফল্যের পেছনে ওঁর অবদান প্রচুর। সবচেয়ে বেশি উনি বাজিয়েছেন উস্তাদ জাকির হুসেনের সঙ্গে। ওঁর বিচার বিবেচনাও ভীষণ ভালো ছিল, রাগসঙ্গীতের বিভিন্ন শাখায় প্রচুর জ্ঞান ছিল।’ শিবকুমার শর্মা শেষ ছ’মাস ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। চলছিল ডায়ালিসিসও। কিন্তু শেষ রক্ষা হল না। মঙ্গল সকালে মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘পুষ্পা ২’-এর প্রথম গানের বাংলা ভার্সনে বাজিমাত তিমির-শ্রীজাতর

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

নতুন, পুরনো বা শিশুশিল্পী, কাউকেই সংলাপ মুখস্থ করিয়ে দিতেন না সত্যজিৎ রায়

তৃণমূলের তারকা প্রচারের তালিকা থেকে বাদ পড়লেন কুণাল

প্রথম চেষ্টাতেই মাধ্যমিক পাশ করে চমকে দিলেন ফুটপাতের প্রিয়া

বলিউড-হলিউডকে টেক্কা দেবে শাকিব খানের বিয়ের এলাহি আয়োজন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর