এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

স্বাস্থ্যও শিল্প, ৩ বছরের মধ্যে মমতার বাংলায় ৫১৫টি নয়া হাসপাতাল

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্য(Health Sector) কী কোনওদিন শিল্প(Industry) হতে পারে? হতেই পারে যদি সেখানে কর্মসংস্থানের(Employment) সৃষ্টি হয়। বাংলায় ‘শিল্প নেই, শিল্প নেই’ বলে যারা লাগাতার হইচই করে তাঁদেরও জেনে রাখা উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলায়(Bengal) গত ৩ বছরে ৫১৫টি নয়া বড়, মেজ, ছোট আকারের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম(Private Hospital and Nursing Home) গড়ে উঠেছে। শুধু তাই নয়, রাজ্যে গড়ে উঠেছে একাধিক সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল(Medical College and Hospital), সাধারন হাসপাতাল, সুপারস্পেশালিটি হসপিটাল(Superspeciality Hospital), নার্সিং কলেজ(Nursing College), ক্যাথল্যাব(Cathlab)। আর এর দরুন এই সব জায়গায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। ওই সব হাসপাতালে ও ক্যাথল্যাবে কাজ পেয়েছেন কয়েক হাজার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, টেকনোলজিস্ট। আর এই সব পরিকাঠামো গড়ে তুলতে মমতার সরকার যেমন কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে তেমনি বিনিয়োগ করেছেন ছোট-বড়- মাঝারি শিল্পোদ্যোগীরাও।

আরও পড়ুন রাজ্যের ৬১৪টি মাদ্রাসায় ১৭২৯টি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

রাজ্যের স্বাস্থ্যদফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে গত ৩ বছরে ছোট, মাঝারি ও বড় মিলিয়ে মোট ৫১৫টি প্রাইভেট হাসপাতাল গড়ে উঠেছে, চালুও হয়েছে। শুধু তাই নয়, হার্টের চিকিৎসায় অপরিহার্য ক্যাথল্যাব এখন চলে এসেছে জেলায় জেলায়। গত তিন বছরে ৩০টি নতুন ক্যাথল্যাব এনেছে বিভিন্ন বেসরকারি হাসপাতাল। বর্তমানে রাজ্যের ৩৩টি হাসপাতালের কাছে National Accreditation Board for Hospitals and Healthcare Providers বা NABH’র মতো সম্মানজনক শংসাপত্র রয়েছে। বাংলার আরও ১৫১টি প্রাইভেট হাসপাতাল NABH’র কাছে এই শংসাপত্রের জন্য আবেদন কৱেছে। আবার ছোট ও মাঝারি হাসপাতালের সংগঠন Progressive Nursing Home & Hospital Associationবা PNHHA’র হিসেব বলছে, গত কয়েক বছরে রাজ্যের বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে প্রায় ১ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। সংগঠনের দাবি, তাঁদের সংগঠনের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার ৪,৪০০টি প্রাইভেট হাসপাতাল ও নার্সিংহোম। এর ৪০ শতাংশই তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হওয়ার পরে। রাজ্যের ছোট ও মাঝারি প্রাইভেট হাসপাতালের ৯০ শতাংশ রোগীই স্বাস্থ্যসাথীর(Sasthasathi) আওতাধীন।  

আরও পড়ুন সরকারি জমিতেও গড়া যাবে বেসরকারি শিল্পকারখানা, সিদ্ধান্ত রাজ্যের

আবার পূর্ব ভারতের বড় হাসপাতাল ও নার্সিংহোমের সংগঠনের শীর্ষকর্তা রূপক বড়ুয়া জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে বিপুল বিনিয়োগের পিছনে স্বাস্থ্যসাথী সহ কয়েকটি কারণ রয়েছে। Bengal Global Buisness Summit-এ আমাদের পেশ করা হিসেব অনুযায়ী, আগামী ৫ বছরে বাংলার বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে। তাতে যে বহু যুবক-যুবতীর কর্মসংস্থান হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সার্বিকভাবে খুব ভালো কাজ হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আস্থা বেড়েছে মানুষের। ভিন রাজ্যে চিকিৎসা করাতে যাওয়া মানুষের সংখ্যা এখন ক্রমশ কমছে। আগে পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে, ঘরে ঘরে শোনা যেত চেন্নাই, মুম্বই, হয়দরাবাদ, পণ্ডিচারী, দিল্লিতে সব নাকি চিকিৎসা করাতে যাচ্ছে। এখন সেই স্রোতে শুধু ভাটা পড়েছে তাই নয়, সেই সব জায়গায় হাসপাতালেরা বাংলায় সেলস এজেন্ট বসাচ্ছে এখান থেকে রোগীদের সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা করাবার জন্য। তবে ভেলোরে এখনও বাঙালির ভিড় রয়েছে। তার পেছনেও রয়েছে স্বাস্থ্যসাথী। এখানকার রেফার করা স্বাস্থ্যসাথীর আওতাভুক্ত রোগীর চিকিৎসা ভেলোরে হয় বিনামূল্যেই।’

আরও পড়ুন ২৪’এ জিতলেই রাজ্য ভাগ আর নয়া Delimitation Commission

রাজ্যের বেসরকারি ক্ষেত্রের স্বাস্থ্যকর্তারাও মনে করছেন, স্বাস্থ্যসাথীর অন্যতম সুবিধা হল, তা স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করেছে। একটি সমান্তরাল অর্থনীতি জন্ম দিয়েছে। ১০ বেডের হাসপাতাল-নার্সিংহোমগুলিও মাসে কমপক্ষে ২-৩ লক্ষ টাকার ব্যবসা করছে। এই পিছনে ৯০ শতাংশ অবদানই স্বাস্থ্যসাথীর। এমনকি তাঁদের এতাও দাবি, অচিরেই হার্টের ধমনীঘটিত অসুখের রাজধানী হবে ভারতবর্ষ। তাই ক্যাথল্যাবও বাড়ছে। এটা সময়ের চাহিদা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা অতিদ্রুত সেই সময়ের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে। যোজন যোজন পিছিয়ে দেশের সব ডবল ইঞ্জিনের রাজ্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ‘SET’ গঠন লালবাজারের

ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

তিলজলায় প্রচন্ড গরমে পুকুরে স্নান করতে নেমে ৩ কিশোরের মর্মান্তিক মৃত্যু

শনিবার থেকে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় – বৃষ্টি শুরু হবে

সুবীরেশ-কল্যাণময়কে নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তথ্য পেশ তাঁদের আইনজীবীর

চাকরি বাতিলের জেরে একাধিক  স্কুলে বন্ধের মুখে বিজ্ঞান বিভাগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর