এই মুহূর্তে




মশাল মিছিলের নামে ‘মহানাটক’ কলকাতা মহানগরীতে




নিজস্ব প্রতিনিধি: হাইল্যান্ড পার্ক থেকে শুরু করে শ্যামবাজার পর্যন্ত যাবে শুক্রবারের এই মশাল মিছিল। এই মিছিলে উপস্থিত রয়েছেন আইটি কর্মী, সিনিয়র চিকিৎসক ,জুনিয়র চিকিৎসক ,বিজ্ঞানী ,অধ্যাপক, নাগরিক সমাজ। বিভিন্ন সিগন্যাল মোড় গুলিতে লোকের জমায়েত ছিল। বিভিন্ন মেডিকেল কলেজ গুলি ক্রস করে শ্যামবাজার পৌছবে এই মিছিল। সাড়ে চারটের পর শুরু হয় এই মিছিল। আরজি কর কান্ডের প্রতিবাদে সুবিচারের দাবিতে ছিল শুক্রবার এই মিছিল।লড়াই হয়তো জিতেছি, কিন্তু যুদ্ধ কি জিততে পারলাম? এই প্রশ্নকে সামনে রেখে সিপিএম(CPM) ও নকশাল পন্থীদের নেতৃত্বে আলাদা আলাদা ভাবে নয়, আসুন এক সঙ্গে এই আঁধারে আলো জ্বালাই নাম দিয়ে শুক্রবার ব্যস্ততম দিনে বের হয় মিছিল।এই মিশনের নাম কেউ কেউ দেন নির্ভয়ার জন্য বলে।তবে এই নাম শুধুই মেটাফরিক্যাল নয়। হয়তো এর নেপথ্যে লুকিয়ে আছে এক হওয়ার অন্য রসদ।

যা বিরোধিতার রাজনীতির প্ল্যাটফর্মকে অক্সিজেন যোগাবে।এই প্রথম বার সমাজের সব অংশের প্রতিবাদীরা এক সাথে, এক পথে বলে দাবি করা হয়। লক্ষ্য অবশ্যই নির্ভয়ার বিচার, তার সঙ্গেই সিস্টেমেটিক দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া। অর্থাৎ এই সুযোগে বাম রাজনীতিতে ঝালিয়ে নেওয়া। প্রশ্ন উঠতেই থাকে এই মিছিলের মূল লক্ষ্য কি সমর্থন এবং সহমর্মিতা থাকবে সেই সব জুনিয়র ডাক্তারদের জন্যও। যাঁরা গত এক মাস ধরে রাস্তায় বসে আছেন ন্যায় বিচারের দাবিতে। এ ছাড়াও সেই সমস্ত নাগরিকদের প্রতি কি কৃতজ্ঞতা থাকবে যারা প্রতি রাতে এই লড়াইয়ে নিজের নিজের মতো করে অংশগ্রহণ করেছিলেন। যানজট করে সাধারণ মানুষকে দুর্ভোগ দিয়ে ব্যস্ততম ইএম বাইপাস স্তব্ধ করেপ্রতিবাদের এই আগুন মশাল জ্বলে কি শান্তির বার্তা আনতে পারবে সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।আর এই কারণে তিলোত্তমার শহর দেখল এক যানজটে ব্যর্থ ই এম বাইপাশে(E M By Pass) মশাল মিছিল। একটি মশাল প্রতিবাদের আগুনকে জ্বালাতে জ্বালাতে হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত ৪০ কিলোমিটার পথ নাকি অতিক্রম করবে। পথে পড়ল রুবি মোড়,সায়েন্স সিটি, কাদাপাড়া, এনআরএস, সিএনএমসি, আইপিজিএমইআর, সিএমসি মতো গুরুত্বপূর্ণ স্পর্টগুলি। মানুষের হাতে হাতে নাকি এই মশাল ঘুরবে। ৪০ কিলোমিটার রাস্তা জুড়ে বিভিন্ন পয়েন্টে মানুষ দাঁড়িয়ে রইলেন অর্থাৎ পার্টি ক্যাডাররা। এক পয়েন্ট থেকে আর এক পয়েন্টে এই মশাল পৌঁছে দিলেন তারাই। দীর্ঘ পথসূচিতে দেখা গেল অনেক বামমনস্ক মানুষজনকে। অপরদিকে আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের নেতৃত্বে আরেকটি মিছিল অনুষ্ঠিত হল সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত।

৪৩ দিনের আন্দোলন নানা বাঁক এড়িয়ে অবশেষে শেষ হল শুক্রবার। জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনের জেরে কলকাতার সিপি,নর্থ ডিসি, স্বাস্থ্য দপ্তরের ডিএমই, ডিএইচএস সকলে বদলি হয়েছেন। চুনিয়া চিকিৎসকদের এই আন্দোলনের মধ্যে অন্তরে ছিল টানাপোড়েনের মতানৈক্য এবং দ্বন্দ্ব এবং তার শুরু হয়েছিল আন্দোলনের ১৫ দিনের মাথায়। বৃহস্পতিবারও জুনিয়র চিকিৎসকদের জেনারেল বডি বৈঠকে তীব্র টানাপোড়েন শুরু হয়েছিল। এই আন্দোলন চলাকালীন ২২ অগাস্ট নাগাদ কর্মবিরতিতে ইতি টেনে দেওয়ার দাবি উঠেছিল এক বৈঠকে। কিন্তু অন্য অংশ আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য একরোখা ছিল। জুনিয়র চিকিৎসকদের একটি অংশ বরাবর চাইছিল কর্মবিরতি প্রত্যাহার হোক কিন্তু সংখ্যাগরিষ্ঠ অংশ চাইছিল আন্দোলন চলুক।

তাই আন্দোলন প্রত্যাহার করা সম্ভব হয়নি। এক মাসেরও বেশি সময় ধরে জনমানুষে আন্দোলনকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যেতে গিয়ে বিভিন্ন মতামত সামনে এসেছে। কিন্তু এসবের মধ্যেই বঙ্গে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় জুনিয়র চিকিৎসকরা আন্দোলন আর এগিয়ে না নিয়ে গিয়ে কর্মবীর প্রত্যাহারের সিদ্ধান্তে ঐক্যমত পোষণ করেন। তাই থ্রেট কালচার নামক বিষয়বস্তুটিকে আলোচনার টেবিলে জিইয়ে রেখে জুনিয়র চিকিৎসকরা নতুন আন্দোলন উৎসব মরশুম কাটলে ফের হবে এই হুংকার দিয়ে আপাতত রণে ভঙ্গ দিল শুক্রবার। অনেকেই মনে করেন একবার আন্দোলন প্রত্যাহার হওয়ার পর নতুন করে সেটি সংঘটিত করা মুশকিল। তাই সেই শঙ্কাকে বুকে বেঁধে দুনিয়া চিকিৎসকরা শনিবার থেকে জরুরী পরিষেবায় যোগ দিচ্ছেন সরকারি হাসপাতাল গুলিতে। রোগী স্বার্থের বিষয়টিকে প্রাধান্য দিয়ে শুক্রবার স্বাস্থ্য ভবনের(Sasthya Bhavan) সামনে এর অবস্থান শেষ হল আপাতত। আর জুনিয়র চিকিৎসকদের আন্দোলন শেষ হতেই মশাল জেলে ইএম বাইপাসের রাস্তায় নামলেন সিপিএম এবং নকশাল পন্থী সমর্থকরা। তাদের কাছে তো উৎসব বড় বালাই, আসুন রাজনীতিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাই।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘কুলতলির ঘটনাতে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার হোক, সেটাই চাই’, জানালেন মুখ্যমন্ত্রী

পার্ক স্ট্রিট থানায় মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানি

সরলেন বাবুন, এলেন সুজিত, পুজোর আবহেই বদল Hockey Bengal-এ

‘কর্মবিরতি করলেন আবার ৩২ হাজার টাকা স্টাইপেন্ডও নিলেন’, ডাক্তারদের নিশানা কল্যাণের

অসুর হয়ে হাজির বৃষ্টি, হকার- ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ

কোল্ড ড্রিঙ্কস অমলেট! পুজোর কলকাতা মাতাচ্ছে নতুন স্ট্রীট ফুড

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর