এই মুহূর্তে




ধেয়ে আসছে মিধিলি, ৩ জেলাকে সতর্ক করল নবান্ন

Courtesy - Twitter




নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় মিধিলি(Cyclone Midhili)। ওড়িশা ও বাংলার উপকূল(Coastal Bengal) ঘেঁষে সেই ঝড় যাবে বাংলাদেশের(Bangladesh) দিকে। অন্তত তেমনটাই জানিয়েছে দিল্লির মৌসম ভবন(IMD)। আর তার জেরে রাজ্যের উপকূলবর্তী দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে যা চলতে পারে শনিবার সকাল পর্যন্ত। একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। এই অবস্থায় নবান্ন(Nabanna) থেকে ৩টি জেলার প্রশাসনকে কড়া সতর্কবার্তা দেওয়া হল। এই ৩ জেলা হল দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর।  

রাজ্যের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন থাকছে মিধিলির জেরে তেমনি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সব থেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অসময়ের এই বৃষ্টি যা ধান ও সবজি চাষের ক্ষেত্রে ক্ষতি ডেকে আনতে পারে। এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ৬৬ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। যার মধ্যে অধিকাংশটাই উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে দেরি করে ধান চাষ শুরু হয়। সেই কারণে এখানে ধান কাটার পরিমাণ মাত্র ৫ শতাংশ। যে সমস্ত এলাকায় ধান পেকে গিয়েছে, সেখানে দ্রুত ধান কাটা শেষ করতে নামানো হচ্ছে হারভেস্টর মেশিন। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেরি করে ধান চাষ শুরু হয়েছে। সেই সব ধান এখনও পাকেনি। অধিকাংশ এলাকায় ধান কাটার মতো পরিস্থিতিও নেই। ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। পুরো পরিস্থিতির ওপর অবশ্য নজর রাখছে নবান্নের শীর্ষমহল। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

দিল্লির মৌসম ভবন জানিয়েছে, শনিবার ভোররাতে মংলা-খেপুপাড়া উপকূল হয়ে বাংলাদেশের স্থলভাগে ঢুকবে ঘূর্ণিঝড়। তবে পশ্চিমবঙ্গেও এর প্রভাব কম পড়বে না। উপকূলের ৩ জেলায় দুর্যোগের আশঙ্কা। বেশি প্রভাব পড়বে সুন্দরবনে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা বাতাস বইবে উপকূলে। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার। সমুদ্র উত্তাল হওয়ার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই ঝড়ের দরুণ পাকা ধান নষ্টের শঙ্কা যেমন থাকছে, তেমন সবজিতে পচন ধরে গিয়ে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুধু তাই নয় বৃষ্টির জলে মাটি ভিজে গেলে পিছিয়ে যেতে পারে আলুচাষও।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪২ দিন বাদে আংশিক কর্মবিরতি তোলার সিদ্ধান্ত আন্দোলনকারী চিকি‍ৎসকদের

হাসপাতালে বসছে ‘প্যানিক বাটন’, থাকছে পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশ

স্বাস্থ্য ভবনের সামনে ধর্না চালানো নিয়ে আড়াআড়ি বিভক্ত জুনিয়র চিকি‍ৎসকরা

কাটল জট, বিধানসভায় যোগ দিতে পারবেন মানিক

Mamata Banerjee: আদি গঙ্গার জল ভাসিয়ে দিল মুখ্যমন্ত্রীর ঘর

নিরাপত্তা খতিয়ে দেখতে আরজি করে গেলেন নয়া পুলিশ কমিশনার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর