এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সাংসদদের PA-PS নিয়োগ করবে সংসদের সচিবালয়, প্রতিবাদ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি: বিরোধী জনপ্রতিনিধিদের ঘরে গোয়েন্দাগিরি চালানোর এক নতুন কৌশল নিতে চলেছে কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকার(Modi Government)। আর সেই সিদ্ধান্ত ঘিরে নতুন করে তৃণমূলের(TMC) সঙ্গে মোদি বাহিনীর বিবাদ তুঙ্গে উঠতে চলেছে। কী সেই সিদ্ধান্ত যা ঘিরে দুই দলের বিবাদ তুঙ্গে নিয়ে যেতে চলেছে? কেন্দ্রের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে লোকসভা(Loksabha) ও রাজ্যসভার(Rajyasabha) উভয় কক্ষের সাংসদদের(MP’s) ব্যক্তিগত সহায়ক বা Personal Assistant কিংবা Personal Secretary পদে নিয়োগের দায়িত্ব বর্তাবে সংসদের সচিবালয়ের(Parliament Secretary) ওপরে। অর্থাৎ সাংসদরা এবার থেকে আর নিজের পছন্দ মতো কাউকে ওই পদে নিয়োগ করতে পারবেন না। আর এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাবে তৃণমূল, ঘাসফুল সূত্রে তেমনটাই জানা গিয়েছে।   

আরও পড়ুন Mega Textile Cluster Project-এও বাংলাকে বঞ্চনা মোদির

২০১৪ সালে মোদি সরকার দেশের ক্ষমতায় আসার পর থেকেই অলিখিত নিয়ম চালু হয়ে যায় যে, মন্ত্রীদের ব্যক্তিগত সহায়ক পদে বিজেপি(BJP)-আরএসএস(RSS) ঘনিষ্ঠরাই থাকবেন। আর কে সেই পদে বসবেন সেটা দলই ঠিক করে দেবে। কিন্তু এবার এই নিয়মকে লিখিত নিয়মের রূপ দিতে উদ্যোগী হয়েছে মোদি সরকার। আর সেই নিয়মের আবর্তে শুধু যে কেন্দ্রীয় মন্ত্রীরা থাকবেন তাই নয়, থাকবেন সংসদের উভয় কক্ষের সাংসদরাও। আর এই সিদ্ধান্তকে ঘিরেই এখন জাতীয় রাজনীতিতে জলঘোলা শুরু হয়ে গিয়েছে। বিরোধীদের অভিযোগ, এই নিয়ম লাগু করে আদতে মোদি সরকার বিরোধীদের ঘরেও খবরদারি করতে চাইছে। চিঠি বা নোটিস নির্দিষ্ট জায়গায় জমা দেওয়া, বিমানের টিকিট এবং অন্যান্য খরচ আদায় তো বটেই, সাংসদের গোপনীয় বার্তা পৌঁছনোর কাজও করে থাকেন ব্যক্তিগত সহায়করা। আর তাই এই পদে প্রত্যেক এমপিই বিশ্বস্ত ব্যক্তিকে নিয়োগ করে থাকেন। বিজেপি সেই জায়গাতেই কার্যত নিজেদের লোকদের বসিয়ে দিতে চাইছে।

আরও পড়ুন রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মমতা সরকারের

কেন্দ্রের অবশ্য ভিন্ন যুক্তি। তাঁদের দাবি সাংসদের ব্যক্তিগত সহায়ক বা Personal Assistant কিংবা Personal Secretary পদে যিনি বসেন তাঁর বেতন দেয় কেন্দ্র সরকার। তাই সরকারের টাকায় ‘নিজের পছন্দ’ চলবে না। সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর জনপ্রতিনিধিরা নিজের সংসদীয় কাজকর্ম দেখভালের জন্য ১ থেকে ৪জন পর্যন্ত ব্যক্তিগত সহায়ক বা Personal Assistant কিংবা Personal Secretary রাখতে পারেন। তার জন্য সংসদ সচিবালয় মাসিক ৪০ হাজার টাকা বেতন দেয় ওই সব PA বা PS-দের। সাংসদ কতজন করে তাঁর PA বা PS রাখবেন, মানে ১ জন না ৪জন, সেই বিষয়ে কোনও হস্তক্ষেপ করছে না মোদি সরকার। সেটা তাঁরা সাংসদের ইচ্ছার অধীনেই রাখছেন। কিন্তু সেই ১জন বা ৪জনের পদে কারা কারা বসবেন সেই নিয়োগের বিষয়টি কেন্দ্র নিজের হাতে তুলে নিতে চাইছে যা নিয়ে বিরোধী দলগুলি তীব্র প্রতিবাদ জানাতে শুরু করে দিয়েছে যার মধ্যে তৃণমূল কংগ্রেসও আছে। মোদি সরকারের যুক্তি, আমরা যদি বেতন বাবদ খরচ করি, তাহলে নিয়োগের সিদ্ধান্তও আমাদেরই হবে। অর্থাৎ, সামনে থাকবে সংসদের সচিবালয়, কিন্তু নেপথ্যে কলকাঠি বিজেপির।

আরও পড়ুন মমতার বাংলায় বাড়ছে RSS, ১ বছরেই নয়া ৫৮৩ শাখা

কোভিডের ‘অজুহাতে’ মূল সংসদ ভবনে এখনও সাংসদদের ব্যক্তিগত সহায়কদের প্রবেশ নিষেধ। একইভাবে সংসদ ভবনে যাতায়াতের ক্ষেত্রে চলছে গাড়ি পরিষেবা নিয়ে সমস্যা। দীর্ঘক্ষণ গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকছেন সাংসদরা। কারণ, সচিবালয়ের গাড়ি নাকি ব্যবহার হচ্ছে ‘অন্যত্র’। এই হেনস্তার সঙ্গে এবার জুড়তে চলেছে নিয়োগ বিতর্ক। মূলত বিজেপি ও RSS ঘনিষ্ঠদেরই সাংসদদের PA বা PS পদে বসাতে চাইছে মোদি সরকার। সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই নাকি এই পদে বসানোর জন্য শতাধিক তরুণ-তরুণীদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। এরা সবই বিজেপি ও RSS ঘনিষ্ঠ। তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে এই ব্যবস্থা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। মৌখিক বা রাজনৈতিক প্রতিবাদে যদি কাজ না হয় তাহলে প্রয়োজনে আদালতে মামলা করতেও পিছুপা হবে না তৃণমূল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

কলকাতা বিমানবন্দরে বোমা হামলার হুমকি, চলছে তল্লাশি

রবিবার কলকাতায় ৪৪ বছরের গরমের রেকর্ড ভাঙতে চলেছে, তাপমাত্রা পৌঁছবে ৪২ ডিগ্রির ঘরে

চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম আপিলের শুনানির সম্ভাবনা ৩ মে

৫০ বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রা, তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী

মিউটেশন আছে মানেই সেই ফ্ল্যাট বৈধ এমন নয়, প্রচারে হাওড়া পুরনিগম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর