এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কেন্দ্রের ‘রিভার সিটিজ অ্যালায়েন্স’ কর্মসূচিতে বাংলার আরও ২৫ শহর

নিজস্ব প্রতিনিধি: রাজনীতির তাপ উত্তাপ থেকেই যায়। কিন্তু সেই উত্তাপে যখন উন্নয়ন ব্যাহত হয় তখন শাসককেও আমজনতার ক্ষোভের মুখে পড়তে হয়। তৃণমূলকে(TMC) টাইট করতে গিয়ে কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকার(Modi Government) একের পর এক সরকারি প্রকল্পের টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল। কেননা বঙ্গ বিজেপির(Bengal BJP) তরফে বার বার প্রকল্পের নাম বদলে দেওয়া ও সেই সব প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছিল। সম্প্রতি কেন্দ্র সরকার আটকে রাখা নানা প্রকল্পের টাকা আবারও পাঠাতে শুরু করেছে বাংলার বুকে। কিন্তু সেই সব টাকা খরচের ক্ষেত্রে বেশ কিছু কড়া শর্তও জুড়ে দিচ্ছে। সেই সূত্রেই তাঁরা এবার বাংলার ২৫টি পুরসভাকে কেন্দ্রীয় প্রকল্প ‘রিভার সিটিজ অ্যালায়েন্স’(River Cities Allowance) কর্মসূচিতে যুক্ত করেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হাওড়া, বহরমপুর, মহেশতলার মতো পাঁচটি পুরসভাকে যুক্ত করা হয়েছিল এই কর্মসূচিতে। এবার শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, নবদ্বীপ, কল্যাণী, বনগাঁ, নৈহাটি, ভাটপাড়া, পানিহাটি, মধ্যমগ্রাম, কামারহাটি, বরানগর, দমদম, বসিরহাট, চন্দননগর, উত্তরপাড়া-কোতরং এবং বালি সহ ২৫টি পুরসভা(Municipalities) যুক্ত হল। এই কর্মসূচিতে প্রতিটি পুরসভা নদীর পরিষ্কার-পরিচ্ছনতা বজায় রাখতে পৃথক পরিকল্পনা রুপায়ণ করতে উদ্যোগী হবে।

আরও পড়ুন আসানসোলের ঘটনার জন্য দায়ী শুভেন্দু, দাবি দিলীপের

কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলার প্রতি হুট করে এতটা খয়রাতি কেন মোদি সরকারের? রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিছুটা দেরিতে হলেও বুঝতে পেরেছে যে এভাবে কেন্দ্রের প্রকল্পের টাকা আটকে রেখে কার্যত বাংলার আমজনতার কাছে মোদি সরকারের ভাবমূর্তিই খারাপ হয়েছে। মানুষের কাছে মোদি সরকারকে হেয় হতে হয়েছে। আর এই পদক্ষেপ করার কথা বার বার প্রকাশ্যেই বলে আসছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই কথা শোনা যে ঠিক হয়নি সেটা এখন মানছেন সাউথ ব্লকের কর্তারা। এই ড্যামেজ কন্ট্রোল করতেই তাঁরা এখন বাংলার প্রতি সদয় হয়ে একের পর এক প্রক্লপের টাকা পাঠাচ্ছেন বাংলায় বা রাজ্যের গ্রাম-শহরের উন্নয়ন হবে এমন প্রকল্পে বাংলাকে যুক্ত করছেন। আসলে তাঁদের পাখির চোখ ২০২৪ সালের লোকসভা নির্বাচন। যদি সেই ভোটে ৫ বছর আগে জেতা ১৮টা আসনের কিছুটাও অন্তত ধরে রাখা যায়। যদিও ১৮টি আসনের হালই বেশ খারাপ। বাংলার আমজনতা চূড়ান্ত ভাবে মুখ ঘুরিয়ে নিয়েছেন বিজেপির থেকে। এই অবস্থায় যতই মোদি সরকার বাংলাকে সাহায্য করতে এগিয়ে আসুক না কেন, বঙ্গের বুকে ফের ২০১৯ সালের মতো পদ্ম ফুটবে কিনা তা নিয়ে খটকা থেকেই যাচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রবার রাতে নির্বাচনী জনসভায় যোগ দিতে কলকাতায় এলেন নরেন্দ্র মোদি

রাজভবনের পিস রুম মহিলাদের পিস হেভেনে পরিণত হয়েছে, কটাক্ষ চন্দ্রিমার

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের মহিলা কর্মীর

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

তৃণমূলের তারকা প্রচারের তালিকা থেকে বাদ পড়লেন কুণাল

প্রথম চেষ্টাতেই মাধ্যমিক পাশ করে চমকে দিলেন ফুটপাতের প্রিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর