এই মুহূর্তে




কালীঘাটে সোনার দোকানের কারিগরকে প্রকাশ্য রাস্তায় ছুরি দিয়ে কুপিয়ে খুন




নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্য দিবালোকে দক্ষিণ কলকাতার কালীঘাটে খুন হলেন এক যুবক। নাম সৌমেন। বাড়ি হাওড়া জেলার উলুবেড়িয়াতে(Ulaberia)। জানা গেছে, সে সোনার দোকানের কারিগর। দোকানে ময়লার গাড়ি ধাক্কা মারলে তাকে কেন্দ্র করে গোলমাল বাঁধে। এরপর উলুবেড়িয়ার ওই যুবককে ছুরি দিয়ে কোপানো হয়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।ঘটনাস্থলে তদন্তে যান কলকাতা পুলিশের ডিসিডিডি স্পেশাল ভিদীত রাজ ভনদেশ।সোনার দোকানের মালিক তরুণ ধারাকে জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।জানা গিয়েছে, শুক্রবার সকালে হাড়হিম ঘটনার সাক্ষী শহর কলকাতা। সোনার দোকানকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। মৃত ব্যক্তি ওই সোনার দোকানের (Gold Shop)কারিগর বলে জানা গিয়েছে। এদিন সকালে একটি ময়লার গাড়ি দোকানে ধাক্কা মারে। সেই নিয়ে শুরু হয় অশান্তি।

ময়লার গাড়ি ধাক্কা মারায় প্রতিবাদ করেছিলেন সৌমেন বাবু। তারপরেই আচমকাই কালীঘাটে বেণী নন্দন স্ট্রিট(Beni Nandan Street) এলাকায় রাস্তাতেই একের পর এক কোপ চালাতে থাকে অভিযুক্তরা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।স্থানীয়রাই প্রথমে বিষয়টি দেখতে পান। তাঁরাই ছুটে আসেন। তাঁরাই পুলিশে খবর দেয়। এই ঘটনায় কারা জড়িত এখন স্পষ্ট হয়নি। অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি(CCTV) ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।মৃত ব্যক্তির নাম সৌমেন ঘড়া। বয়স ৩৫ বছর। বাড়ি হাওড়ার উদয়নারায়ণপুরে। ঘটনাটি ঘটে কালীঘাট থানা এলাকার ১৯,নম্বর বেণী নন্দন স্ট্রীটের সামনে। মৃতদেহ উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

আসল ঘটনা কী ঘটেছে তা জানাতে সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।কালীঘাট থানা থেকে কিছু দূরত্বে কি করে প্রকাশ্য রাস্তায় এই ধরনের খুনের ঘটনা ঘটল তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। যারা এই অপরাধ ঘটিয়েছে তাদের খুঁজছে পুলিশ। যে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে তার সন্ধানে তল্লাশি চলছে এলাকায়। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই মৃত যুবকের পরিবারকে খবর পাঠিয়েছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যখন নবান্ন অভিযান করেন পুলিশ অনুমতি ছাড়া, তখন আপত্তি কোথায় থাকে,সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ডাবল ইঞ্জিন রাজ্যে বিজেপি ভোট দিতে দেয় না, ফের তোপ মমতার

৩২ বছর আগের সেই দিনের AI ভিডিও বানিয়ে ২১ জুলাইয়ের প্রচারে তৃণমূল

একুশের মঞ্চের শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়

২১ জুলাইয়ের মঞ্চে টলিউডের নতুন তারকাদের থাকার সম্ভাবনা

২১ জুলাইয়ে কী চলবে অতিরিক্ত ট্রেন ও মেট্রো? অফিস যাওয়ার আগে জেনে নিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ