এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে না থেকেও থাকছেন মমতা

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই মাঘ মাস। সেই মাঘের শুরুতেই আগামিকাল থেকেই নয়া দিল্লিতে(New Delhi) বসতে চলেছে বিজেপির(BJP) ২ দিনের জাতীয় কর্মসমিতির বৈঠক(National Working Comeety Meeting)। সেখানে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ছাড়াও থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির মুখ্যমন্ত্রীরা, কেন্দ্রের বিজেপির মন্ত্রীরা এবং দলের জাতীয় ও রাজ্য স্তরের নেতানেত্রীরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ২০২৪ এর রোড ম্যাপ এই বৈঠক থেকেই বেরিয়ে আসবে। কিন্তু এর পাশাপাশি দুটি বিষয় নিয়েও আলোচনা হতে পারে। এক, ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে দেশের ৯-১০টি রাজ্যের বিধানসভা নির্বাচনে দল কোন রণকৌশল অবলম্বন করবে এবং দুই, মমতার(Mamata Banerjee) সঙ্গে দলের সমীকরণ কী হবে। শেষের বিষয়টি অবশ্য সরাসরি আলোচিত হবে না। মমতার নাম উচ্চারিত না হয়েও কার্যত তাঁকে নিয়ে আলোচনার সম্ভাবনা থাকছে বৈঠকে।  

আরও পড়ুন অমর্ত্য সেন না হয় যোগ্যতা দেখলেন, কিন্তু সংখ্যা? সেটা কোথা থেকে আসবে…

২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপি’র জয়যাত্রা ২০০ থেকে ২১০ এর মধ্যে আটকে যাবে বলে সঙ্ঘেরই নিজস্ব সমীক্ষায় ধরা পড়েছে। কিন্তু বিজেপি নেতৃত্ব চাইছে সেই সংখ্যা বাড়িয়ে ২৫০ এর আশেপাশে নিয়ে যেতে। যদি সেই লক্ষ্যপূরণ হয় তাহলে কোনও বড় আঞ্চলিক দলকে জোটে নেওয়া হবে। কেননা গেরুয়া শিবিরের অভিমত ৪০টি ছোট দলকে সামলানোর থেকে ৪০ সদস্যের কোনও আঞ্চলিক দলকে সামলানো অনেক বেশি ভাল। আর সেই সূত্রেই বিজেপির নজরে মমতা ও তাঁর তৃণমূল। যদিও বিজেপি এটাও জানে মমতা কোনওদিনই সরাসরি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বসে থাকবেন না। সেক্ষেত্রে ২০২৪ যদি বিজেপি সরকার গঠন করতে না পারে তাহলে মমতার নেতৃত্বাধীন আঞ্চলিক দলগুলির সরকারকে দল সমর্থন জানাবে কিনা সেটা নিয়েও এই বৈঠকে আলোচনা করা হবে। কোর দেওয়া হবে কেন্দ্র সরকারের উন্নয়নমূলক নানা সিদ্ধান্ত ও প্রকল্প সম্পর্কে মানুষকে যতটা সম্ভব বেশি জানাতে এবং তাঁদের কাছে সেগুলির সুবিধা পৌঁছে দিতে। সেই সঙ্গে ২০২৪ এর কথা মাথায় রেখে মমতার সঙ্গে দল ও কেন্দ্র সরকার কতটা বিরোধের পথে এগোবে আর কতটা তাঁর পাশে থাকবে সেটা নিয়েও আলোচনা হবে রেখেঢেকে।

আরও পড়ুন ১ বছরে বাংলায় যক্ষাতে আক্রান্ত ১ লক্ষ মানুষ, নেপথ্যে কী কোভিড

তবে অস্বীকার করার উপায় নেই চলতি বছরেই দেশে ৯ থেকে ১০টি রাজ্যে যে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেখানে বিজেপিকে জয়ের মুখ দেখানো। এই ৯টি রাজ্য হল মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, কর্ণাটক, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান ও তেলেঙ্গানা। এদের মধ্যে উত্তর-পূর্ব ভারতের ৪ রাজ্য মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা ও মিজোরামে চলতি বছরের মার্চ-এপ্রিল মাসেই ভোট হতে পারে। একই সঙ্গে ভোট হতে পারে কর্ণাটকেরও। ডিসেম্বর মাসে ভোট হতে পারে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান ও তেলেঙ্গানায়। একই সঙ্গে এই বছরে জম্মু ও কাশ্মীরের বুকেও ভোট করাতে পারে নির্বাচন কমিশন। এই ১০টি রাজ্যের মধ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে ত্রিপুরা, কর্ণাটক ও মধ্যপ্রদেশে। কংগ্রেস ক্ষমতায় রয়েছে ছত্তিশগড় ও রাজস্থানে। যা পরিস্থিতি তাতে এই ৫ রাজ্যেই বিজেপি ফলাফল খারাপ হতে পারে। তাই জাতীয় কর্মসমিতির বৈঠকে এখন থেকেই মরিয়া হয়ে ঝাঁপানোর বার্তা দেওয়ার বার্তা দিতে পারেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডারা। এছাড়া রুদ্ধদ্বার কক্ষে আলোচনা করা হবে ভোটের রণকৌশল নিয়ে। সরাসরি রাজ্য প্রতিনিধিদের কাছে রিপোর্টও চাওয়া হবে।

আরও পড়ুন মাথাপিছু বরাদ্দ মাত্র ৫ টাকা ৪৫ পয়সা, প্রশ্নের মুখে পুষ্টি

তবে সূত্রে জানা গিয়েছে, বাংলায় দলের হাত-পা খুব বেশি টেনে ধরা হবে না। বাংলায় যেমন দল মমতা ও তৃণমূলের(TMC) বিরুদ্ধে আন্দোলন করছে তেমনই করবে। কিন্তু উন্নয়নের প্রশ্নে বাংলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য যা যা করার তা কেন্দ্র সরকার করবে। কেন্দ্রীয় প্রকল্প নিয়ে অভিযোগ উঠলে প্রতিনিধি দল পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখাও হবে। প্রয়োজনে অডিটির বিশেষ টিমও যাবে। কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্ব মমতার সঙ্গে সুস্মপর্ক রেখেই এগোবে যাতে তিনি কংগ্রেসের সঙ্গে হাত না মেলান। দল শক্তিশালী মমতা অপেক্ষা দুর্বল মমতাকেই বেশি পছন্দ করছে। তাই মমতা, তৃণমূল ও দলের নেতানেত্রীদের বিরুদ্ধে চলা যাবতীয় মামলা-মোকদ্দমার রাশ আপাতত টেনে ধরতে চান না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলার বুকে তৃণমূলকে ধাক্কা দিয়ে আগেকার ১৮টি আসন ধরে রাখতে চাইছে পদ্মশিবির। কিন্তু এসবই হবে সরাসরি মমতার সঙ্গে কোনও সঙ্ঘাতে না গিয়ে। সেটা নিয়েই রুদ্ধদ্বার বৈঠকে আলোচনা হতে পারে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ‘SET’ গঠন লালবাজারের

ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

তিলজলায় প্রচন্ড গরমে পুকুরে স্নান করতে নেমে ৩ কিশোরের মর্মান্তিক মৃত্যু

শনিবার থেকে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় – বৃষ্টি শুরু হবে

সুবীরেশ-কল্যাণময়কে নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তথ্য পেশ তাঁদের আইনজীবীর

চাকরি বাতিলের জেরে একাধিক  স্কুলে বন্ধের মুখে বিজ্ঞান বিভাগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর