এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

SSC’র ৮০০ স্কুল শিক্ষকের চাকরি যাচ্ছেই

নিজস্ব প্রতিনিধি: এককথায় নজীরবিহীন। রেকর্ডও বটে। আগামী সপ্তাহের মধ্যেই পর্যায়ক্রমে বাংলার ৮০০জন স্কুল শিক্ষকের(School Teacher) চাকরি যেতে বসেছে। এমনটাই কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) জানালেন SSC’র চেয়ারম্যান। কার্যত স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেটা একপ্রকার মেনে নিয়ে বুধবার SSC’র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আদালতে হলফনামা দিয়ে জানিয়েছেন ৯৫২ জনের যে তালিকা তাঁদের ওয়েবসাইটে আছেন তাঁদের মধ্যে প্রায় ৮০০ জনের চাকরি আগামীদিনে তাঁরা কেড়ে নিতে চলেছেন। খুব শীঘ্রই তাঁরা এই বিষয়ে নোটিস দিতে চলেছেন। তারপর ধাপে ধাপে ওই ৮০০জন শিক্ষক বা শিক্ষিকাকে তাঁরা চাকরি থকে বরখাস্ত করার পথে হাঁটতে চলেছেন বলে জানিয়েছেন SSC’র চেয়ারম্যান। এদের নম্বরে কারচুপি করা হয়েছিল। কারও কারও ৫২ নম্বর পর্যন্ত ঘুরপথে বাড়িয়ে দেওয়া হয়। যে সব শিক্ষক-শিক্ষিকার চাকরি যেতে বসেছে তাঁরা সকলেই ২০১৬ সালের SSC’র পরীক্ষা দিয়েছিলেন নবম ও দশম শ্রেনীর শিক্ষক বা শিক্ষিকা পদের জন্য।

আরও পড়ুন ‘দিদির দূত’ পথ দেখাল বিজেপিকে, নামছে ‘মিত্রশক্তি’

বাংলার বুকে স্কুলে স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ ঘিরে বড়সড় দুর্নীতি যে ঘটেছে সেটা এতদিনে রাজ্যবাসীর কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। আর সেই দুর্নীতির মাথা যে রাজ্যেরই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chattopadhay) সেটাও মোটামুটি সাফ হয়ে গিয়েছে। তবে শুধু পার্থবাবুই নয়, এই চক্রে সামিল ছিলেন SSC’র প্রাক্তন চেয়ারম্যান, রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান এবং বেশ কিছু সরকারি আধিকারিকের পাশাপাশি কিছু মিডলম্যানরাও। সেই দুর্নীতির ঘটনায় কলকাতা আদালতের নির্দেশেই তদন্ত করছে দুই কেন্দ্রীয় সংস্থা CBI ও ED। তার জেরেই পার্থ চট্টোপাধ্যায় তো গ্রেফতার হয়েইছেন, পাশাপাশি গ্রেফতার হয়েছেন তাঁকে এই কাজে সহায়তা করা সব আমলা, আধিকারিক, মিডলম্যান এবং অবশ্যই পার্থ’র হৃদয়সম্রাজ্ঞী অর্পিতা মুখোপাধ্যায়(Arpita Mukhopadhay)। এদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি নগদ টাকা ও সম্পত্তি। এই দুর্নীতির পরিমাণ ঠিক কত তা এখনও জোর গলায় বলতে পারছেন না খোদ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরাও। কারও মতে দুর্নীতির পরিমাণ ৫০০ কোটি আবার কারও মতে ১০০০ কোটি। 

আরও পড়ুন ৫টি অর্থবর্ষে প্রায় কোটি কৃষকের ঘরে ১৫ হাজার কোটি টাকা, সৌজন্যে মমতা

SSC’র চেয়ারম্যান আদালতে হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছেন, যে প্রায় ৮০০ শিক্ষক-শিক্ষিকার নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ঘটেছে। বাংলার বুকে এর আগে এই ধরনের ঘটনা ঘটেনি। যে ৮০০জন স্কুল শিক্ষক ও শিক্ষিকার চাকরি যেতে বসেছে তাঁদের নিয়োগ করার সুপারিশ করেছিল SSC-ই। তাই এখন তাঁদের চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ SSC-ই করবে। এর জন্য বিশেষব বিধি প্রয়োহ করা হবে। যে সব শিক্ষক ও শিক্ষিকার চাকরি যেতে বসেছে তাঁদের সবাইকে SSC-র তরফ থেকে নোটিস পাঠিয়ে বরখাস্তের কথা জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি SSC নিজেও বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আগামী মার্চ মাসের মধ্যেই এদের সবাইকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। যদিও SSC চেয়ার ম্যান এদিন এটা জানাননি এই শূণ্যস্থান পূরণ হবে কীভাবে। যারা ২০১৬ সালে SSC পরীক্ষা দিয়ে যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি থেকে বঞ্চিত হয়েছিলেন তাঁরা পাবেন নাকি আগামী দিনে SSC পরীক্ষা হলে সেখান থেকে নিয়োগ হবে।

আরও পড়ুন প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের অডিট করতে বাংলায় ক্যাগের দল

২০১৬ সালে এসএসসির নবম-দশম শ্রেণির চাকুরিপ্রার্থীদের তালিকায় ছিল মোট ৯৫২ জনের নাম। সেই তালিকায় বহু লোকের ক্ষেত্রে সার্ভার এবং ওএমআর শিটে প্রাপ্ত নম্বরের ব্যাপক ফারাক ধরা পড়েছে। এসএসসি সূত্রে খবর, কারও কারও নম্বরের ফারাক ৫৩। সেই তালিকা দেখে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এসএসসিকে প্রশ্ন করেছিলেন, এঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে কমিশন? বুধবার আদালতে হলফনামা জমা দিয়ে সেই ব্যবস্থা নেওয়ার কথাই জানানো হয়েছে এসএসসির তরফে। এর মাধ্যমে দুর্নীতি যে হয়েছিল, ঠারেঠোরে তা-ও মেনে নেওয়া হল বলে মনে করা হচ্ছে। কমিশনের আইনের ১৭ নম্বর ধারা প্রয়োগ করে নিয়োগপত্র বাতিল ঘোষণা করবে এসএসসি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

কলকাতা বিমানবন্দরে বোমা হামলার হুমকি, চলছে তল্লাশি

রবিবার কলকাতায় ৪৪ বছরের গরমের রেকর্ড ভাঙতে চলেছে, তাপমাত্রা পৌঁছবে ৪২ ডিগ্রির ঘরে

চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম আপিলের শুনানির সম্ভাবনা ৩ মে

৫০ বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রা, তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী

মিউটেশন আছে মানেই সেই ফ্ল্যাট বৈধ এমন নয়, প্রচারে হাওড়া পুরনিগম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর