এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মধ্যবিত্তের ভোটব্যাঙ্ক মাথায় রেখে বাজেট নির্মলার

কৌশিক দে সরকার: বছর ঘুরলেই ভোট। সেই ভোটের কথা মাথায় রেখেই ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট(Budget) পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala Sitaraman)। আর সেই সূত্রেই তাঁর বাজেটের প্রতিটি ছত্রে ছত্রে মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্তদের(Middle and Upper Middle Class) জন্য একের পর এক ঘোষণা। যদিও বাজারের দাবি ছিল, আমজনতার পকেটে যাতে সরাসরি টাকা আসে এবং তাঁদের ভোগ্যপণ্য কেনার পরিমাণ বাড়ে সেই ব্যবস্থা করতে হবে। এদিন নির্মলা যে বাজেট পেশ করেছেন তাতে আমজনতার পকেটে সরাসরি বাড়তি টাকা আসার গপ্পো নেই নিম্নবিত্তদের ক্ষেত্রে। কিন্তু মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তদের আয় বাড়ানোর যথেষ্ট রাস্তা করে দিয়েছেন নির্মলা। স্বল্প মেয়াদী বিনিয়োগের(Short Time Investment) ক্ষেত্রে সুদের হার না বাড়ালেও বিনিয়োগের পরিমাণ বাড়ানোর রাস্তা খুলে দিয়েছেন।

আরও পড়ুন তছরুপ ১২ লক্ষ টাকা, ২ Post Master-এর বিরুদ্ধে FIR

নির্মলা সীতারমণ বুধবার যে বাজেট পেশ করেছেন তাতে দেখা যাচ্ছে পুরাতন আয়কর কাঠামো(Old Income Tax Slabs) কার্যত একই থাকছে। ৩ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে কোনও আয়কর লাগবে না। কিন্তু ৩ লক্ষ থেকে ৬ লক্ষের ক্ষেত্রে ৫ শতাংশ, তারপর ৯ লক্ষ পর্যন্ত ১০ শতাংশ, ১২ লক্ষ পর্যন্ত ১৫ শতাংশ, ১৫ লক্ষ পর্যন্ত ২০ শতাংশ ও ১৫ লক্ষের বেশি হলেই ৩০ শতাংশ কর লাগবে। নতুন আয়কর কাঠামোর(New Income Tax Slabs) ক্ষেত্রে ৭ লক্ষ টাকা পর্যন্ত কোনও করছাড় নেই, কর লাগবেও না। ৭ লক্ষের পরে কিন্তু কর লাগবে। ৭ লক্ষ টাকা থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ৪৫ হাজার টাকা কর দিতে হবে। তারপর পুরাতন আয়করের কাঠামো নেনেই আয়কর দিতে হবে। ৩০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ে আয়কর ছাড় পাবেন বয়স্করা। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আয়কর ছাড় ছিল ১৫ লক্ষ টাকা। সেটা করা হয়েছে ৩০ লক্ষ টাকা। কিন্তু এটাও ঘটনা দেশের বেশির ভাগ মানুষ কিন্তু পুরাতন আয়কর কাঠামোই মেনে চলেন। নতুন আয়কর কাঠামোতে খুব কম মানুষই এসেছেন। নির্মলার এদিনের ঘোষণার পরে দেশের কতজন মানুষ নতুন আয়কর কাঠামো মেনে নেন সেটা দেখার জন্য আগামী ১ বছর অপেক্ষা করতেই হবে।

আরও পড়ুন বঙ্গে অব্যাহত জলাতঙ্ক, ৫ বছরে বেলেঘাটায় বলি ১৩৬জন

এবার আসা যাক সঞ্চয়ের ঘোষণায়। নির্মলা এদিন মেয়েদের জন্য ঘোষণা করেছেন ‘মহিলা সম্মানপত্র’ স্বল্পসঞ্চয় প্রকল্প। ২ বছরের জন্য এই প্রকল্পে টাকা রাখা যাবে। সেই টাকার সর্বাধিক পরিমাণ ২ লক্ষ টাকা। সুদের হার ৭.৫। ৩১ মার্চ ২০২৫ সাল পর্যন্ত এই টাকা রাখা যাবে। বোঝাই যাচ্ছে ভোটের কথা মাথায় রেখেই এই প্রকল্প আনা হয়েছে। এই প্রকল্পে মাসে মাসে কোনও সুদ মিলবে না। মেয়াদ শেষে সুদ সহ আসল মিলবে। প্রশ্ন হচ্ছে দেশে এখন সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে সেভিংসের ওপর ৩.৮ থেকে ৪.২ শতাংশ পর্যন্ত সুদ মেলে। সেক্ষেত্রে ২ বছরের ক্ষেত্রে সুদ হতে পারে ৮ শতাংশের আশেপাশে। সেই খাতে টাকা না রেখে নির্মলার ঘোষিত প্রকল্পে টাকা রেখে বাড়তি কোন সুবিধা পাবেন দেশের মধ্যবিত্ত ঘরের মেয়েরা। পোস্টঅফিসে মাসিক আয় প্রকল্পে সুদ বাড়ানোর দাবি দীর্ঘদিন ধরে ছিল। সেই সঙ্গে বিনিয়োগের উর্ধ্বসীমা তুলে দেওয়ার দাবিও ছিল। অর্থাৎ একক নামে সাড়ে ৪ লক্ষ ও যৌথ নামে ৯ লক্ষ টাকা পর্যন্ত এই প্রকল্পে বিনিয়োগের নিয়ম রয়েছে এখন। নির্মলা সুদ বাড়ানোর পথে হাঁটেননি। তিনি বিনিয়োগের উর্ধ্বসীমাটা বাড়িয়ে দিয়েছেন। এবার থেকে একক নামেই পোস্টঅফিসে ৯ লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে। জয়েন্টে রাখা যাবে ১৫ লক্ষ টাকা পর্যন্ত। আর এই ঘোষণায় লাভবান হবেন মূলত সরকারি কর্মচারী থেকে মোটা অঙ্কের বেসরকারি চাকুরিজীবীরা। যেহেতু ব্যাঙ্কের থেকে পোস্ট অফিসে সুদ বেশি মেলে তাই এক্ষেত্রে তাঁরা কিছুটা হলেও বাড়তি আয়ের মুখ দেখবেন। কিন্তু নিম্নবিত্ত মানুষের আয় বৃদ্ধির জন্য কিছুই দিশা দেখাতে পারলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

কলকাতা বিমানবন্দরে বোমা হামলার হুমকি, চলছে তল্লাশি

রবিবার কলকাতায় ৪৪ বছরের গরমের রেকর্ড ভাঙতে চলেছে, তাপমাত্রা পৌঁছবে ৪২ ডিগ্রির ঘরে

চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম আপিলের শুনানির সম্ভাবনা ৩ মে

৫০ বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রা, তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী

মিউটেশন আছে মানেই সেই ফ্ল্যাট বৈধ এমন নয়, প্রচারে হাওড়া পুরনিগম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর