এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

তছরুপ ১২ লক্ষ টাকা, ২ Post Master-এর বিরুদ্ধে FIR

নিজস্ব প্রতিনিধি: অধিকারীদের জেলায় আবারও নয়া দুর্নীতির সন্ধান মিলল। জেলারই একটি সাব পোস্ট অফিসের ২জন Post Master’র এর বিরুদ্ধে উঠেছে গ্রাহকদের জমা দেওয়া ১২ লক্ষ টাকা তছরুপ করার অভিযোগ। আর সেই অভিযোগের জেরে তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় FIR-ও করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার কাঁথি(Contai) মহকুমার ভগবানপুর-২ ব্লকের কিসমত বাজকুল সাব পোস্ট অফিসে(Kismat Bajkul Sub Post Office)। যে ২জন Post Master’র এর বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ উঠেছে তারা হলেন দেবাশিস প্রধান ও শুদ্ধসত্ত্ব ভুঁইয়া। প্রথমজনের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা ও দ্বিতীয় জনের বিরুদ্ধে ২ লক্ষ টাকা তছরুপের অভিযোগ রয়েছে। জেলারই পোস্টাল বিভাগের মঠচণ্ডীপুর সাব ডিভিশনের ইন্সপেক্টর প্রেমাশিস গায়েন দু’জনের বিরুদ্ধে ভূপতিনগর থানায়(Bhupatinagar PS) এফআইআর করেছেন। তাদের বিরুদ্ধে প্রতারণা ও সরকারি অর্থ অপচয়ের অভিযোগে মামলা রুজু হয়েছে। এই দুইজনের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপও নেওয়া হবে বলে জানিয়েছেন জেলার পোস্টাল বিভাগের তমলুক ডিভিশনের পোস্টাল সুপার নির্মলকুমার হেমব্রম। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও অবশ্য এদের এখনও গ্রেফতার করেনি।

আরও পড়ুন বঙ্গে অব্যাহত জলাতঙ্ক, ৫ বছরে বেলেঘাটায় বলি ১৩৬জন

জানা গিয়েছে, ২০২০সালের ১০আগস্ট থেকে ২০২১সালের ৯জানুয়ারি পর্যন্ত ওই সাব পোস্ট অফিসে পোস্ট মাস্টার হিসেবে কর্মরত ছিলেন দেবাশিসবাবু। অপর অভিযুক্ত শুদ্ধসত্ত্ববাবু ২০১৭সালে ২আগস্ট থেকে ২০২০সালে ১০আগস্ট পর্যন্ত পোস্টমাস্টার পদে ছিলেন। ২০২০সালে ৯ডিসেম্বর শক্তিপদ বারিক নামে এক গ্রাহক ১০লক্ষ টাকার ১ বছরের টার্ম ডিপোজিট বা টিডি করেন। তাঁর হাতে টিডি পাশবুক তুলে দেওয়া হলেও সেই টাকা জমা পড়েনি। দেবাশিসবাবু পোস্টমাস্টার থাকাকালীন ওই ঘটনা ঘটে। বর্তমানে তিনি মেচেদা সাব পোস্ট অফিসে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। একই ঘটনা ঘটে ২০২০সালে ২২জানুয়ারি। ওইদিন সুলেখা কর নামে এক গ্রাহক ২ লক্ষ টাকা ১ বছরের টিডি করার জন্য পোস্ট অফিসে আসেন। সুলেখাদেবীর হাতে টিডি পাশবই তুলে দেওয়া হয়। অথচ, সেই টাকা সরকারি অ্যাকাউন্টে জমা পড়েনি। শুদ্ধসত্ত্ববাবুর মেয়াদকালে ওই ঘটনা ঘটে। বর্তমানে তিনি নন্দীগ্রাম সাব পোস্ট অফিসে কর্মরত। মজার কথা এই দুই অভিযুক্তেরই বাড়ি নন্দীগ্রাম থানা এলাকায়। দেবাশিসবাবুর বাড়ি নন্দীগ্রাম থানার আমতলা গ্রামে ও শুদ্ধসত্ত্ববাবুর বাড়ি নন্দীগ্রাম থানার ভেকুটিয়া গ্রামে।

আরও পড়ুন ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যদের পিছনে ফেলে এগিয়ে বাংলা, স্বীকার কেন্দ্রের

দু’টি টার্ম ডিপোজিটের ঘটনায় ডাক বিভাগ অভ্যন্তরীণ তদন্ত চালায়। তাতে ওই দুই পোস্টমাস্টারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠে আসে। তমলুক ডিভিশনের পোস্টাল সুপারের অফিস থেকে দু’জনের বিরুদ্ধে এফআইআরের জন্য পোস্টাল ইন্সপেক্টরের কাছে নির্দেশ পৌঁছয়। সেইমতো তাঁদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। ভূপতিনগর থানার ওসি কাজল দত্ত এই প্রসঙ্গে জানিয়েছেন, দুই পোস্ট মাস্টারের বিরুদ্ধে পোস্টাল বিভাগ থেকে এফআইআর হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হননি। তমলুক ডিভিশনের পোস্টাল সুপার নির্মলকুমার হেমব্রম এই ঘটনার জেরে জানিয়েছেন, ‘গোটা তদন্তটাই আমার আগের সুপারের সময়কালে হয়েছে। এই ধরনের অভিযোগে কোনও রেয়াত নেই। বিভাগীয় ব্যবস্থা এবং ফৌজদারি পদক্ষেপ নেওয়া হয়েছে। সুপারের অফিস থেকে নির্দেশ যাওয়ার পরই এফআইআর হয়েছে। সুপারের অফিস থেকেই দু’জনের বিরুদ্ধে বিভাগীয় সবরকম ব্যবস্থা নেওয়া হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভাল্লুককে তরমুজ, চিতাবাঘকে ওআরএস, গরম থেকে বাঁচাতে রমনাবাগান চিড়িয়াখানায় বিশেষ মেনু

তীব্র তাপপ্রবাহ, সোমবার থেকেই রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি!

ধর্মের মধ্যে দিয়ে যে রামকে আমরা পাই সেই রাম হচ্ছেন পুরুষোত্তম : দেবাংশু ভট্টাচার্য

বিধানসভা ভোটে গুলি চলা শীতলকুচির বুথে এবার থাকছে না সিআইএসএফ

‘রাম কবে বিজেপির হল?’ চন্দননগরে রামনবমীর পুজো দিয়ে প্রশ্ন রচনার

রাজ্যপালের কোচবিহার সফরে আপত্তি জানাল নির্বাচন কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর