এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নীতীশ আসছেন মমতার দ্বারে, নজর রাখছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি: জাতীয় স্তরের রাজনীতিতে কংগ্রেস এবং রাহুল গান্ধী যত কোনঠাসা হচ্ছেন ততই মোদি ও বিজেপি বিরোধী রাজনীতির কেন্দ্রীয় চরিত্রে পরিণত হচ্ছেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ২০২৪’র লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি(Narendra Modi) ও বিজেপির(BJP) বিকল্প মুখ হিসাবে যে ক্রমশই মমতা ওপরে উঠে আসছেন সেটা অনেক আগেই ধরা পড়েছিল। তখন জাতীয় স্তরের আঞ্চলিক দলগুলির নেতারা বিষয়টি নিয়ে সেভাবে মাথা ঘামাননি। এখন সময় যত গড়াচ্ছে ততই জাতীয় স্তরের রাজনীতিতে মোদি ও বিজেপি বনাম মমতার লড়াই পরিষ্কার ভাবে ফুটে উঠছে। ২৪’র ভোটে এই দুই প্রতিপক্ষের মধ্যেই যে লড়াই হতে চলেছে সেটাও আরও স্বচ্ছ হয়ে যাচ্ছে। আর তাই মমতাকে ঘিরেই এখন ভিড় জমাচ্ছেন মোদি ও বিজেপি বিরোধী আঞ্চলিক নেতানেত্রীরা। সেই তালিকায় নবতম সংযোজন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar)।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য, পাওয়ার পদ্ধতি সহজ হল

আজানা গিয়েছে, আগামী ২৫ এপ্রিল মঙ্গলবার বাংলায় আসতে পারেন নীতীশ। শুধু তাই নয়, ওইদিনই তাঁর কালিঘাটে যাওয়ার কথা আছে। তিনি যেমন কালিঘাট মন্দিরে পুজো দেবেন তেমনি যাবেন বাংলার অগ্নিকন্যার বাড়িতেও। সেখানেই দুই মুখ্যমন্ত্রীর মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা থাকছে। যদিও দুই সরকারের তরফে বা তৃণমূল(TMC) ও জেডিইউ(JDU)-য়ের তরফে সরকারি ভাবে কিছু ঘোষণা করা হয়নি। নীতীশের সুপ্ত ইচ্ছা আছে প্রধানমন্ত্রী হওয়ার। সেই কারণেই তিনি বিজেপি বিরোধীদের এক ছাতার তলায় আনতে কোমর বেঁধে নেমে পড়েছেন। সম্প্রতি বিহারের উপমুখ্যমন্ত্রী তথা লালুপুত্র তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে রাজধানীতে পৌঁছে গিয়েছিলেন নীতীশ। সেখানে তাঁরা আম আদমি পার্টি এবং কংগ্রেসের নেতা নেত্রীদের সঙ্গে দেখাও করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর বৈঠকও হয়। রাহুল তাঁকে বিরোধী ঐক্য নিয়ে থাম্বস আপ দিয়েছেন বলেই খবর।অসেই সূত্রেই তিনি এবার মমতার সঙ্গে দেখা করবেন ও বৈঠক করবেন বলেই খবর।

আরও পড়ুন বাংলা সহায়তা কেন্দ্রেই জমা দেওয়া যাবে খাজনা

যদিও ওয়াকিবহাল মহলের দাবি, নীতীশের যতই ইচ্ছা থাক না কেন, তাঁর পক্ষে দেশের প্রধানমন্ত্রী হওয়া খুব কঠিন। কেননা তিনি ভীষণই পাল্টিবাজ। যখন তখন তিনি বিজেপির সঙ্গ ছাড়তে পারেন আবার তাঁদের হাতও ধরতে পারেন। তাই জাতীয় স্তরে তাঁকে কোনও দলই প্রধানমন্ত্রী পদে দেখতে চাইছেন না। যেহেতু কংগ্রেস চায় না মমতা প্রধানমন্ত্রী হোক তাই বাংলার অগ্নিকন্যাকে ঠেকাতে তাঁরা কখনও ডিএমকে নেতা এম কে স্ট্যালিনকে প্রধানমন্ত্রী পদের দাবিদার হিসাবে তুলে ধরছে, আবার কখনও নীতীশ বা এনসিপি’র শরদ পাওয়ারকে। কিন্তু এটাও ঘটনা মমতা যেমন জাতীয় স্তরের বিজেপি ও মোদি বিরোধী রাজনীতিতে একটা মুখ হয়ে উঠেছেন ও আমজনতার ভরসা ও বিশ্বাস অর্জন করেছেন তাঁর ধারেকাছে ঘেঁষতে পারছেন না নীতীশ, শরদ, স্ট্যালিনরা। তাছাড়া মমতার দল তৃণমূল বাংলার ৪২টি আসনেই একচেটিয়া ভাবে বিজেপির সঙ্গে লড়াই করে যত বেশি আসন বার করতে পারবে তার ধারে কাছেও ঘেঁষতে পারবেন না নীতীশ। কেননা বিহারের লোকসভা কেন্দ্রের সংখ্যা ৪০ আর তা ভাগ হবে বিজেপি বিরোধী জোটে থাকা নীতীশের দল জেডিইউ, লালুর দল আরজেডি ও কংগ্রেসের মধ্যে। সেক্ষেত্রে নীতীশের দলের ভাগে ১৫’র বেশি আসন পড়বে না। মাত্র ১৫ থেকে ২০টি আসন নিয়ে কী প্রধানমন্ত্রী হতে পারবেন নীতীশ!

আরও পড়ুন ৮ লক্ষ গোষ্ঠীকে ২১ হাজার কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা

তাহলে মমতা-নীতিশের সাক্ষাৎ ও বৈঠকের গুরুত্ব কোথায়? নীতীশ কোনও দিনই মমতার মিত্র নন। বাংলার বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন তিনি। কখনও ফরাক্কা বাঁধ ভেঙে দিতে বলেছেন তো কখনও পূর্ব রেলের সদর দফতর বিহারে সরিয়ে নিয়ে যাওয়ার বায়না জুড়ে দিয়েছেন। এখন তাঁর মনে হচ্ছে তাঁকে প্রধানমন্ত্রী হতে হবে তাই তিনি মমতার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। যদিও সেই লক্ষ্যে তিনি আদৌ কোনওদিন পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে ঢের সন্দেহ আছে। তবে এটা ঘটনা যে মমতার চারপাশে বিজেপি ও মোদি বিরোধী নেতানেত্রীদের ভিড় বাড়ছে। তার মধ্যে যেমন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, আরজেডি’র তেজস্বী যাদব, জেডিএসের কুমারস্বামীরা রয়েছেন তেমনি এবার নীতীশও আসছেন। আবার সম্প্রতি ওডিশা সফরে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও দেখা করেন মমতা। আবার দিন দুই আগেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গেও ফোনে কথা বলেছেন বাংলার অগ্নিকন্যা। অর্থাৎ ২৪’র লড়াইয়ের জন্য মমতাকে ঘিরেই একটা মোদি ও বিজেপি বিরোধী বলয় গড়ে উঠছে। সেই বলয়েই এখন আগমন ঘটছে নীতীশের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শ্লীলতাহানির অভিযোগের মধ্যেই কলকাতা ছাড়লেন রাজ্যপাল

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে পুলিশি রিপোর্ট তলব রাজ্য মহিলা কমিশনের  

শুক্রবার কলকাতার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছে তৃণমূল

শুক্রবার রাতে নির্বাচনী জনসভায় যোগ দিতে কলকাতায় এলেন নরেন্দ্র মোদি

রাজভবনের পিস রুম মহিলাদের পিস হেভেনে পরিণত হয়েছে, কটাক্ষ চন্দ্রিমার

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের মহিলা কর্মীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর