এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দাবদাহের মধ্যেই দিন কাটবে কলকাতার, নেই বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি: সুখবর কিছুই নেই। তবে সম্ভাবনা রয়েছে। তবে সেটাও সপ্তাহন্তে। সোমবার রাত থেকেই কলকাতার(Kolkata() আকাশ মেঘে ঢাকা। কিন্তু ঝরেনি একফোঁটাও বৃষ্টি(Rain)। বরঞ্চ ভ্যাবসা গরমে কার্যত ছটফট করে রাত কাটিয়েছেন কলকাতাবাসী। তবে এই অবস্থা শুধু একা কলকাতার নয়, কার্যত গোটা দক্ষিণবঙ্গ জুড়েই এখন এই দশা। মঙ্গলবারও আবহাওয়ার(Weather) বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দাবদাহের মধ্যেই এদিন কাটাতে হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীকে। সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ(Heat Wave)। তবে উত্তরবঙ্গের(North Bengal) ডুয়ার্স লাগোয়া জেলাগুলিতে এদিনও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু ক্ষেত্রে হতে পারে শিলাবৃষ্টিও। তবে চলতি সপ্তাহের শেষ দিকে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে মরশুমের প্রথম কালবৈশাখীর দেখা মিললেও মিলতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

বৈশাখের প্রচণ্ড গরমে কার্যত প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গবাসীর। রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহ চলছে। এদিনও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তার আঁচ লাগবে। তবে এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে। এদিন সকালে কলকাতার আকাশ মেঘলা থাকলেও বেলার দিকে তা কেটে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে এদিনও কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে মেঘলা আকাশের জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে। মনে করা হচ্ছে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশেই থাকবে। তবে ভ্যাবসা গরমও থাকবে যার জেরে ঝরবে ঘাম।

যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের শেষ দিকে বিশেষ করে শুক্র ও শনিবার কলকাতা এবং লাগোয়া জেলাগুলিতে মরশুমের প্রথম কালবৈশাখী ঝড়ের দেখা মিলতে পারে। তা থেকে বৃষ্টিও ঝরবে। তবে তার পরিমাণ বেশি হবে না কম তা এখনই জোর গলায় বলা সম্ভব নয় বলেই জানিয়েছেন আধিকারিকেরা। বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। তার জেরে চলতি সপ্তাহে দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। তার জেরে কলকাতার বুকে কিছুটা পারা নামবে। কিন্তু সেই ঝড়বৃষ্টির সরাসরি কোনও প্রভাব পড়বে না কলকাতায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাওয়া বড় বেগতিক, পুলিশের সঙ্গে যোগাযোগ রাজভবনের ৩ কর্মীর

জাঙ্গিপাড়া থেকে কেন্দ্রীয় বাহিনীর পুরো টিমকে সরানো হয়েছে : মুখ্য নির্বাচনী আধিকারিক

বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৭ লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৭৩ শতাংশ

শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ৬ জেলায় কমলা সর্তকতা জারি

কমিশনের নির্দেশে ভূপতিনগর ও পটাশপুর থানার নতুন ওসিরা দায়িত্ব নিলেন

প্রচারের শেষ লগ্নে ঝড়, ২৭ মে সুদীপের হয়ে পদযাত্রা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর