21ºc, Haze
Wednesday, 1st February, 2023 11:15 pm
নিজস্ব প্রতিনিধি: উত্তর কলকাতার চিৎপুর ও কাশিপুর থানা এলাকায় সিমেন্টের বস্তা বোঝাই গাড়ির প্রতিনিয়ত বেগতিক চলাচল ও দৌরাত্ম বাড়ছে ।রবিবার নর্দান এভিনিউয়ের পাইকপাড়া(Paikpara) অঞ্চলে একটি ভয়ংকর পথ দুর্ঘটনা ঘটে। দমদম থেকে পাইকপাড়া অভিমুখী একটি দুই চাকা স্কুটি যাচ্ছিল। তাতে ছিলেন স্বামী স্ত্রী দুজনে। এরই পিছনে পিছনে ছিল সিমেন্টের বস্তা বোঝাই একটি ৪০৭ সিরিজের গাড়ি। ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গণেশ উদ্যান এর সামনে পিছন থেকে ধাক্কা মারে স্কুটিটিকে। ছিটকে পড়েন দুই আরোহী। পেছনে বসা মহিলা ওপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। তড়িঘড়ি ছুটে আসে স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে যায় শ্যামবাজার ট্রাফিক গার্ডের(Shyambazar Traffic Guard) ট্রাফিক বিভাগের অফিসাররা। আহত মহিলাকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে।
তার স্বামী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন পুলিশ ওই সিমেন্ট বোঝাই গাড়িটি আটক করেছে। জানা যায় , বাইক চালকের নাম রাজু হেলা। তিনি শৃস গার্ডেন লেনের বাসিন্দা। ঘটনাস্থলটি চিৎপুর থানার(Chitpur P.S.) অন্তর্গত হওয়ার দরুন কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে রাস্তার যে উত্তেজনার পরিস্থিতি হয়েছিল তা সামাল দেয়।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, চিৎপুর এবং তৎসংলগ্ন এলাকায় প্রতিনিয়ত সিমেন্ট বোঝাই গাড়িগুলি বেগতিক গতিতে যাতায়াত করে । দুর্ঘটনা কবলে পড়ে কখনো বা বেপরোয়া গাড়ির গতির বলি হতে হয় পথচারী বা সাধারণ মানুষকে।এলাকার বাসিন্দাদের দাবি, বেপরোয়া গাড়ির গতি রুখতে কড়া নজরদারি শুরু করুক স্থানীয় শ্যামবাজার ট্রাফিক গার্ড।