এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পাভলভ হাসপাতালে দুর্নীতি- অব্যবস্থার জের, বদলি করা হল সুপারকে

নিজস্ব প্রতিনিধি: একের পর অভিযোগ উঠে এসেছিল পাভলভ হাসপাতালের বিরুদ্ধে। অভিযোগের পরেই কড়া পদক্ষেপ নিয়েছিল স্বাস্থ্যভবন। হাসপাতালের সুপারকে প্রথমে ধরানো হয়েছিল শোকজ চিঠি। তারপর নির্দেশ ছিল, সশরীরে হাজিরা দেওয়ার। তার আগে দু’ দফায় হাসপাতাল পরিদর্শন করেছিলেন স্বাস্থ্যভবনের প্রতিনিধি দল। দেওয়া হয়েছিল রিপোর্ট। এরপরেই এল বদলির নির্দেশ।

বৃহস্পতিবার পাভলভ হাসপাতালের সুপারকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। পাভলভ মানসিক হাসপাতালের বিরুদ্ধে বারবার উঠেছিল দুর্নীতি ও অব্যবস্থার অভিযোগ। সেই অভিযোগের পর খতিয়ে তদন্ত করে স্বাস্থ্যভবন। এরপরেই হাসপাতালের সুপার গণেশ প্রসাদ যাদবকে বদলি করা হয়। বদলি করা হয়েছে, কোচবিহার যক্ষ্মা হাসপাতালে। তাঁর জায়গায় নতুন সুপার হিসেবে কাজে যোগ দিচ্ছেন মৃগাঙ্ক মৌলি কর।

উল্লেখ্য, একাধিক অভিযোগে রীতিমত ধাক্কা খেয়েছে পাভলভ হাসপাতাল (PAVLOV HOSPITAL)। অভিযোগ পাওয়ার পরে হাসপাতাল পরিদর্শন করে গিয়েছিলেন স্বাস্থ্য দফতরের বিশেষ প্রতিনিধি দল। আগেই হাসপাতালকে করা হয়েছিল শোকজ। তারপর সরাসরি হাসপাতালের সুপারকে তলব করেছিল স্বাস্থ্য ভবন (SWASTHYA BHAWAN)। হাসপাতালের বেহাল পরিস্থিতি ও দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য ভবন নিয়েছে কড়া পদক্ষেপ।

মানসিক সমস্যার চিকিৎসার জন্য রজ্যের প্রথম সারির হাসপাতাল পাভলভে অব্যবস্থার অভিযোগ উঠেছিল। আর সেই অভিযোগে হাসপাতাল সুপারকে শোকজ করেছিল স্বাস্থ্য দফতর। গত এপ্রিল ও মে মাসে দু’ দফায় পাভলভ হাসপাতাল পরিদর্শন হয়। এর পর পরিদর্শনকারী দলের তরফে রিপোর্ট জমা দেওয়া হয় স্বাস্থ্য দফতরে। সেই রিপোর্টে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছিল। হাসপাতালে অব্যবস্থা-সহ একাধিক বিষয়ে অভিযোগ তোলা হয়েছি। আর সেই অভিযোগের ভিত্তিতে পাভলভ হাসপাতালের সুপার গণেশ প্রসাদকে শোকজ করেছিল স্বাস্থ্য দফতর।

রিপোর্টে উল্লেখ করা হয়েছিল মানসিক চিকিৎসার হাসপাতাল পাভলভে মহিলা আবসিকদের দুটি ঘরে ১৩ জনকে রাখা হয়েছে। অন্ধকার, স্যাঁতস্যাঁতে ঘরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা, ভাঙা লোহা ও ধাতব বস্তু। একাধিক আবাসিকের দেহে রয়েছে ঘা ও ক্ষতচিহ্ন। হাসপাতালের সুপার ও নার্সরা আবাসিকদের দুরাবস্থার দিকে নজর দেন না বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মানসিক ভারসাম্যহীন আবাসিকদের যে খাবার দেওয়া হয় তার গুণমাণ নিম্নমানের বলেও অভিযোগ। অস্বাস্থ্যকর পরিবেশে অপরিষ্কার পাত্রে খাবার দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। অভিযোগ ছিল, ছেঁড়া পোশাকে রাখা হয় রোগীদের।

রিপোর্টে আরও বলা হয়েছিল, কলকাতা পাভলভ হাসপাতালে রোগীদের জন্য ডায়েট চার্ট বলে কিছু নেই। ডায়েট কমিটিরও অস্তিত্ব নেই।  হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞ ও মনোবিদদের কাজের কোনও পরিবেশ নেই। হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে নিয়মিত রাউন্ডের অভাব রয়েছে। রাউন্ডে আসেন না সুপার, এমনকি ডেপুটি সুপার, নার্সিং ইনচার্জ ফেসিলিটি ম্যানেজার। ইন্টার্নদের নিয়ে কাজ চালানো হচ্ছে।

সম্প্রতি, হাসপাতাল থেকে বেরিয়ে এক রোগী উঠেছিলেন এক রোগী। অসুস্থদের প্রতি উদাসীনতা নিয়েও উঠেছিল অভিযোগ। এরপরেই স্বাস্থ্য ভবন কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। শুধু তাই নয়, প্রকৃত পরিস্থিতি যাচাই করতে হাসপাতালে ২ বার পরিদর্শন করা হয়। পরিদর্শন করেন স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল। গত সোমবার করা হয়েছে দ্বিতীয় পরিদর্শন। আগেই হাসপাতালের এই দশার জন্য শোকজ করা হয়েছিল সুপারকে। তারপর মঙ্গলবার স্বাস্থ্য ভবন থেকে তলব করা হয়েছিল হাসপাতালের সুপারকে। বিশেষ বিশেষ প্রশ্ন করে নেওয়া হয়েছে এই কড়া পদক্ষেপ। উল্লেখ্য, রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে হাসপাতালের মানোন্নয়নে। রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) বিশেষ নজর রয়েছে স্বাস্থ্য পরিষেবার দিকে। আর, বারবার ওঠা দুর্নীতি ও অব্যবস্থার জেরেই বৃহস্পতিবার বদলি করা হল পাভলভ হাসপাতালের সুপারকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরবর্তী দু’দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী বাড়ছে, জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক

১৯ মে নাগাদ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে বর্ষা: আবহাওয়া দফতর

বউবাজার বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত খালিদের মুক্তির ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

মঙ্গলবার গঙ্গাধর মামলার শুনানি সুপ্রিম কোর্টে

‘বিজেপি বড়জোর ১৯৫টা আসন পাবে’, বনগাঁ থেকে ভবিষ্যৎবাণী মমতার

FIR খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর