এই মুহূর্তে




কসবাকাণ্ডে অভিযুক্তদের নিয়ে ফের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ




নিজস্ব প্রতিনিধি : কসবার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের নিয়ে ফের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। শুক্রবার সকালেই কসবা গণধর্ষণকাণ্ডে মনোজিৎ মিশ্র সহ ৩ অভিযুক্তকে নিয়ে ল’ কলেজে পুনর্নির্মাণ করা হয়েছে। মুখ ঢাকা অবস্থায় তাদের কলেজে নিয়ে যাওয়া হয়। করা হয়েছে কলেজের থ্রিডি ম্যাপিং।

শুক্রবার ঘটনাস্থলে ৪ অভিযুক্ত নিয়ে গিয়ে আরো একবার ঘটনার পুনর্নিমাণ করেছে পুলিশ। কলেজ এরিয়ার  থ্রি মাপিং করা হয়েছে। ঘটনাস্থলের ৩৬০ ডিগ্রী ছবি তুলতে এই থ্রি ডি ম্যাপিং করা হয়।  ইউনিয়ন রুম, গার্ড রুম থেকে শৌচালয় সব জায়গায় থ্রিডি ম্যাপিং করা হয়েছে। ক্রাইম সিনের ডিটেল মডেল তৈরি করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। কোন প্রমাণ যাতে চোখ না এড়িয়ে যায়, সেই জন্যই এই পদ্ধতি ব্যবহার করা হয়।

গত শনিবার রাতে কসবার ল কলেজে গণধর্ষণের ঘটনায় নিয়ে আসা হল তিন অভিযুক্তকে। একে একে তিন জনকে প্রবেশ করানো হয়েছে কলেজ প্রাঙ্গণে (College Compound)। এরপর র‍্যাফ বাহিনী ও পুলিশ দিয়ে চারপাশ ঘিরে রেখে অভিযুক্তদের কিভাবে তারা ঘটনা ঘটিয়েছে তা পুনঃনির্মাণ (Restructuring) করে দেখাতে বলা হয়। শুধু তাই নয় ঘটনা ঘটানোর সময় কিভাবে ওই ছাত্রীর গণধর্ষণের ঘটনা মোবাইলে তারা ক্যামেরাবন্দি করেছিল তাও পুনঃনির্মাণ করা হয়। ঘটনার সময় কলেজের নিরাপত্তা রক্ষী (Sequrity Guard) কোথায় ছিল সেই অবস্থানও পরিষ্কার করেছিল অভিযুক্তরা। মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদ এই ৩ অভিযুক্তকে কলেজ প্রাঙ্গণে নিয়ে গিয়ে কিভাবে গোটা ঘটনাটা ঘটেছে তা পুনর্নির্মাণ করিয়ে দেখেন তদন্তকারী অফিসাররা। এই পুনঃনির্মাণ ঘটনার ভিডিওগ্রাফিও করা হয়।

শুক্রবার ফের পুনর্নির্মাণ করা হয়েছে। এদিন নিরাপত্তারক্ষীকেও আনা হয়েছিল। প্রথমবারের মত এদিনও ঘটনার পুনর্নির্মাণ করেছেন পুলিশ আধিকারিকরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমবার চাকরিহারাদের নবান্ন অভিযান ঠেকাতে শনিবার থেকে ‘লোহার ব্যারিকেড’ বসাচ্ছে পুলিশ

সকাল থেকেই স্তব্ধ যশোর ও ভিআইপি রোডের একাংশ, চরম দুর্ভোগে লক্ষ-লক্ষ যাত্রী, নির্বিকার পুলিশ

প্রাণনাশের আশঙ্কা, বাড়ানো হল ভাঙড়ের ১০ তৃণমূল নেতার নিরাপত্তা

জোকা IIM ধর্ষণকাণ্ডে ধৃতের ১৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত

IIM কাণ্ডে নির্যাতিতা মেয়েটির বাবার দাবি ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি

সুখবর! SSC নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা বাড়তে চলেছে আরও ৭ দিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ