এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

প্রকাশ্যেই মহিলাদের নিজের গোপনাঙ্গ প্রদর্শন করত রানা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের(Jadavpur University) রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় নাম জড়িয়েছিল রানা রায়ের(Rana Roy)। রবিবার সেই রানা গ্রেফতার(Arrest) হয়েছে ওড়িশার ভুবনেশ্বরের একটি হোটেল থেকে। যদিও যে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে যাদবপুরের ঘটনার কোনও যোগ নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে হুমকি চিঠি দেওয়ার ঘটনায় শনিবারই মামলা রুজু করেছিল পুলিশ(Police)। যাদবপুর থানায় ভারতীয় দণ্ডবিধির ৫০৬, ৫০৯ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছিল অভিযুক্ত ‘অধ্যাপক’ রানার বিরুদ্ধে। ঠিক তার দু’দিনের মাথাতেই গ্রেফতার করা হয়েছে তাকে। পুলিশ সূত্রে খবর, বেলগাছিয়ার এক মহিলার অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি। এদিনই তাকে কলকাতায় আনা হচ্ছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। তবে তার সম্পর্কে সব থেকে বড় যে অভিযোগ উঠে এসেছে তা হল সে প্রকাশ্যেই মহিলাদের নিজের গোপনাঙ্গও প্রদর্শন করত।

রানার বিরুদ্ধে এর আগে ২০১৯ সালে শ্লীলতাহানির(Molestation) অভিযোগও দায়ের হয়েছিল। কিন্তু তখন রানাকে গ্রেফতার করা হয়নি। তাকে পলাতক বলে জানানো হয়েছিল আদালতে। পরে গত ফেব্রুয়ারি মাসে শিয়ালদহের ম্যাজিস্ট্রেটের আদালতের নির্দেশে গ্রেফতার করা হয় এবং শেষে আদালতের নির্দেশে আবার জামিনও পেয়ে যায় রানা। শুধু তা-ই নয়, নিজেকে রাজ্য সরকারের উচ্চপদস্থ অফিসার হিসাবে পরিচয় দেওয়ারও অভিযোগ রয়েছে রানার বিরুদ্ধে। এ ছাড়াও এলাকার ব্যবসায়ী এবং দরিদ্র বিক্রেতাদের কাছ থেকে রানা অনেক টাকা ধারও করেছিল বলে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। রানার বিরুদ্ধে প্রতারণা এবং পরিচয় জালিয়াতির অভিযোগ তুলে দাবি, সব মিলিয়ে এলাকার মানুষজনের কাছ থেকে ৬২ হাজার টাকার ধার করেছিল রানা। রানার বাড়ি বেলগাছিয়ায় হলেও সে কর্মসূত্রে কোচবিহারেই থাকত। সেখানকার এবিএন সিল কলেজের ইতিহাস বিভাগের অ্যাসোসিয়েট অধ্যাপক সে।

কিন্তু পুলিশ এখন জানতে পারছে, রানা গত চার মাস ধরে কলেজ যায়নি। শেষ বার গত এপ্রিল মাসে কলেজে সে গিয়েছিল। তার পর থেকে ‘মেডিক্যাল লিভে’ রয়েছে। রবিবার রাতে ভুবনেশ্বরের একটি হোটেল থেকে অবশেষে সে গ্রেফতার হয়েছে। রানা গ্রেফতার হওয়ার পরে এবিএন সিল কলেজের অধ্যক্ষ নিলয় রায় জানিয়েছেন, ‘আমি বিষয়টি নিয়ে নিজেই স্তম্ভিত। উনি কী কারণে এই ঘটনা ঘটালেন, তা আমি জানি না। তবে ওঁর এই কাজের জন্য কলেজের নাম খারাপ হল। উনি এপ্রিল মাস থেকে মেডিক্যাল লিভে রয়েছেন।’ যে মহিলার অভিযোগের ভিত্তিতে রানাকে পুলিশ গ্রেফতার করেছে তিনি গত ২ সেপ্টেম্বর সেই অভিযোগ দায়ের করেন।

পুলিশকে অভিযোগকারিণী জানিয়েছেন, তিনি বেলগাছিয়ার বাসিন্দা। রানাও বেলগাছিয়ার ভেটেরিনারি কলেজ এলআইজি হাউসিংয়ে থাকত। গত চার বছর ধরে সে নানা ভাবে উত্ত্যক্ত করেছে ওই মহিলাকে। ২০১৯ সাল থেকে মাঝেমধ্যেই কুপ্রস্তাব দিয়ে ওই মহিলাকে চিঠি দিত রানা। যখন তখন পিছুও নিত। এমনকি, নিজের গোপনাঙ্গও প্রদর্শন করত। গত ১৭ অগস্ট ওই এলআইজি আবাসনের ভিতরেই অভিযোগকারিণীকে বলপূর্বক জড়িয়ে ধরে রানা। এর পরেই পুলিশের দ্বারস্থ হন অভিযোগকারিণী। নিজের অভিজ্ঞতা জানানোর পাশাপাশি রানার আরও কুকীর্তির কথা ফাঁস করেছেন তিনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রবার রাতে নির্বাচনী জনসভায় যোগ দিতে কলকাতায় এলেন নরেন্দ্র মোদি

রাজভবনের পিস রুম মহিলাদের পিস হেভেনে পরিণত হয়েছে, কটাক্ষ চন্দ্রিমার

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের মহিলা কর্মীর

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

তৃণমূলের তারকা প্রচারের তালিকা থেকে বাদ পড়লেন কুণাল

প্রথম চেষ্টাতেই মাধ্যমিক পাশ করে চমকে দিলেন ফুটপাতের প্রিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর