এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মমতার বাংলায় আর্থিক অনগ্রসরদের জন্য চাকরির সংরক্ষণ চালু

নিজস্ব প্রতিনিধি: বঙ্গবাসীর জন্য বড় সুখবর। রাজ্যের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষজনদের(Economic Backward Class) জন্য এবার চাকরির সংরক্ষণ(Reservation in Government Jobs) চালু হয়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকার রাজ্যের আর্থিক অনগ্রসরদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের নীতি চালু করে দিল। শতাংশের পরিমাণ ১০ শতাংশ। রাজ্যের শ্রমদফতর(Labour Deopartment) এই মর্মেই বিজ্ঞপ্তি জারি করেছে। ১০০টি পদের মধ্যে কোনগুলি আর্থিক অনগ্রসরদের জন্য সংরক্ষিত থাকবে তা ওই বিজ্ঞপ্তির(Notification) মাধ্যমে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য Model 100 Point Rostar of Vacancy সংক্রান্ত বিজ্ঞপ্তিটি রাজ্যের শ্রমদফতর জারি করেছে গত ৭ ফেব্রুয়ারি। এতে বলা হয়েছে, সরকারি দফতর, সরকারি সংস্থা বা কোম্পানি, স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এই বিজ্ঞপ্তি জারির বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিয়েছে রাজ্য শ্রমদফতর।

আর্থিক অনগ্রসরদের জন্য কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকার সরকারি চাকরি ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংরক্ষণের এই ব্যবস্থা চালু করে। শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণ রাজ্যে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। সরকারি চাকরিতে এই সংরক্ষণ ব্যবস্থা চালু করার জন্য কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর অনেক আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল। কিন্তু সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করতে গেলে কোন পদগুলি আর্থিক অনগ্রসরদের জন্য সংরক্ষিত থাকবে তা চিহ্নিত করতে হতো। শ্রমদফতর নতুন রোস্টার তৈরির মাধ্যমে সেটাই করেছে। এতদিন যে রোস্টার কার্যকর ছিল তাতে কোন পদগুলি সাধারণ, এসসি, এসটি এবং ওবিসি-এ এবং বি-দের জন্য রয়েছে তা নির্দিষ্ট করা ছিল। নতুন ব্যবস্থার মাধ্যমে সাধারণ শ্রেণির গরিব ঘরের ছেলেমেয়েদের চাকরি পাওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের শ্রমদফতর যে Model 100 Point Rostar of Vacancy তৈরি করেছে তাতে ১০০টি পদের মধ্যে ৩, ১৭, ২৫, ৩৪, ৪৪, ৫৫, ৬২, ৭৫, ৮৫ ও ৯৫ নম্বর পদটি আর্থিকভাবে অনগ্রসরদের জন্য সংরক্ষণ করতে বলা হয়েছে। এরমধ্যে ৫টি পদ আবার প্রাক্তন সেনাকর্মীদের জন্য রাখা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে এটাও বলে দেওয়া হয়েছে যে, ওই পদে যোগ্য কাউকে পাওয়া না-গেলে ওই পাঁচটি পদে সাধারণ আর্থিকভাবে পিছিয়ে পড়াদের নিয়োগ করা যাবে। সরকারি সূত্রে বলা হচ্ছে, কোনও নিয়োগে পদের সংখ্যা ১০০’র কম বা বেশি হলেও এই রোস্টারের ভিত্তিতে চাকরি দেওয়া হবে। অর্থাৎ ২০টি পদ থাকলে ৩ এবং ১৭ নম্বরটি আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষিত থাকবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রবার রাতে নির্বাচনী জনসভায় যোগ দিতে কলকাতায় এলেন নরেন্দ্র মোদি

রাজভবনের পিস রুম মহিলাদের পিস হেভেনে পরিণত হয়েছে, কটাক্ষ চন্দ্রিমার

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের মহিলা কর্মীর

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

তৃণমূলের তারকা প্রচারের তালিকা থেকে বাদ পড়লেন কুণাল

প্রথম চেষ্টাতেই মাধ্যমিক পাশ করে চমকে দিলেন ফুটপাতের প্রিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর