এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মেট্রোর চাকা গড়াতেই হাওড়ায় বেশ কিছু বাসরুটের পরিবর্তনের সম্ভাবনা

Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: বাসে চেপে হাওড়া ময়দান(Howrah Maidan) থেকে হাওড়া স্টেশন, ডালহৌসি হয়ে ধর্মতলা পৌঁছাতে সময় লাগতো খুব কম করেও ৪০ মিনিট। কিন্তু এখন সেটাই লাগছে মাত্র ১০ মিনিট। সৌজন্যে East West Metro। ইতিমধ্যেই এই মেট্রো রুটে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত পরিষেবা মিলছে। মনে করা হচ্ছে চলতি বছরের শেষ দিকে বা সামনের বছরের শুরুর দিকে হাওড়া ময়দান থেকে এক মেট্রো চড়েই চলে যাওয়া যাবে ধর্মতলা ছাড়িয়ে শিয়ালদা, সল্টলেক এবং সেক্টর ফাইভে। কিন্তু দেখা যাচ্ছে হাওড়া ময়দান থেকে মেট্রো চালু হয়ে যাওয়ায় বেশ কিছু রুটের বাসে যাত্রী সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। পাল্লা দিয়ে কমেছে আয়ও। এই অবস্থায় মধ্য হাওড়া, শিবপুর ও দক্ষিণ হাওড়ার বেশ কিছু বাসের রুট পরিবর্তন(Changes of Bus Routes) করতে চাইছেন বাসের মালিকেরা। এমনকি তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, বাসের রুট পরিবর্তনে প্রশাসন সায় না দিলে তাঁরা বাস বসিয়ে দেবেন। কেননা লোকসানে তাঁরা বাস চালাতে চান না।

কোন কোন রুটের বাস-মিনিবাসে যাত্রী কমেছে হাওড়া ময়দান থেকে মেট্রো চালু হওয়ার পর থেকে? তথ্য বলছে, হাওড়া ময়দান থেকে শিয়ালদা, হাওড়া ময়দান থেকে পার্কস্ট্রিট, রামরাজাতলা থেকে ধর্মতলা, কদমতলা থেকে ধর্মতলা, হাওড়া ময়দান থেকে বেহালা, শিবপুর ট্রামডিপো থেকে ধর্মতলা রুটের বাস ও মিনিবাসে যাত্রী কমেছে। এই অবস্থায় এই রুটের বাস-মিনিবাসের মালিকদের দাবি, রুট পরিবর্তন করা হোক, কিংবা রুট বর্শিত করা হোক। যদিও এই দাবি জানালেও যে তা প্রশাসন মেনে নেবে চট করে এমনটাও নয়। আবার এটাও ঠিক যে, এই রুটের বাস-মিনিবাসের মালিকদের এখন লড়াই নিজেদের অস্তিত্ব রক্ষার।

কেননা মেট্রো পরিষেবা বেশি দূরত্বের ক্ষেত্রে বাস ভাড়ার তুলনায় খরচ সাপেক্ষ হলেও তা মানুষের সময় বাঁচিয়ে দেয় অনেকটাই। দেড় ঘন্টা- দুই ঘন্টার রাস্তা মেট্রো ৩০ মিনিটেই পার করে দেয়। তাই আগামী দিনে হাওড়া ময়দান থেকে যে মেট্রোর যাত্রী আরও বাড়বে সে নিয়ে কোনও সন্দেহ নেই। তাই বাস-মিনিবাস চালু বজায় রাখতে এখন নতুন করে ভাবতে হচ্ছে বাস-মিনিবাসের মালিকদের(Private Bus Minibus Owners)। ভাবতে হচ্ছে, যেখানে মেট্রো পৌঁছাতে পারছে না, সেখানে যাত্রীদের পৌঁছে দেওয়ার রাস্তা। আর সেই সুবাদেই হাওড়া ময়দান থেকে যে সব বাস-মিনিবাস মেট্রো চালুর পরে রুজির দিক থেকে ধাক্কা খেয়েছে তাঁরা এখন চাইছে, রুবি, পার্ক সার্কাস, যাদবপুর, ব্যারাকপুর, বিমানবন্দর, লেকটাউন প্রভৃতি রুটে বাস চালাতে। কেননা এইসব জায়গায় এখনও সরাসরি মেট্রো পৌঁছায়নি বা মেট্রো রুটে পড়েনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষীর ভান্ডার নিয়ে অমিত শাহকে খোঁচা চন্দ্রিমার

দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে ,পৌঁছে যাবে ৪০ ডিগ্রির ঘরে

মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে ফের নালিশ তৃণমূলের

একই দেহে ফুসফুস এবং হৃদপিণ্ড প্রতিস্থাপন করে নয়া রেকর্ড গড়ল এসএসকেএম

ব্যক্তিগত কারণ দেখিয়ে অভিজিতের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত

রাজ্যপালের বিরুদ্ধে ওড়িশি নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগের রিপোর্ট জমা পড়েছে নবান্নে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর