এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ISF’র সভা ঠেকাতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: একই পথে হাঁটা দিচ্ছে রাজ্য সরকার(West Bengal State Government)। যে পথে হাঁটা দিয়ে একুশে জুলাইয়ের সভাস্থলে বিজেপির সভা ঠেকানোর চেষ্টা করা হয়েছিল, সেই একই পথে হেঁটে ধর্মতলার বুকে ভিক্টোরিয়া হাউসের সামনে ISF’র সভা ঠেকাতে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) ডিভিশন বেঞ্চে মামলা ঠুকেছে রাজ্য। প্রতি বছর ২১ জুলাই ধর্মতলার বুকে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করে তৃণমূল(TMC)। যদি সেখানে রাজ্যের শাসক দলের সভা করার অনুমতি থাকে তাহলে বিরোধীরা কেন তা পাবে না। সেই প্রশ্ন তুলে এর আগেই গতবছর সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিয়ে সভা করাতে চেয়েছিল বিজেপি(BJP)। সেই সভার অনুমতি দেয়নি রাজ্য। তা নিয়ে জল গড়ায় হাইকোর্টেও। সেখান থেকেই সভার অনুমতি পায় পদ্মশিবির। যদিও সেই সভা সুপারডুপার ফ্লপ হয়। এবার বিজেপির দেখানো পথে হেঁটেই তাঁদের বন্ধু দল ISF-ও সেখানেই সভা করতে চাইছে। পুলিশ সেই সভার অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে তাঁরা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সেই সভার শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। সেই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে এদিনই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাজ্যের দায়ের করা মামলার শুনানি এদিনই হতে পারে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। গতকাল হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ ৯ দফা শর্তের মাধ্যমে আগামী ২১ জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি দিয়েছে। সেই সব শর্তের মধ্যে বলে দেওয়া হয়েছে যে, সভায় ১০০০’র বেশি লোক থাকবে না, সভার মঞ্চ লম্বা এবং চওড়ায় ২০ ফুটের বেশি করা যাবে না। দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত সভা করা যাবে। সেখান থেকে কোনও আপত্তিকর বা উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। সভার কাজ পরিচালনার জন্য পর্যাপ্ত সংখ্যায় স্বেচ্ছাসেবী নিয়োগ করতে হবে। সভার কারণে যান চলাচলে যাতে কোনও ব্যাঘাত না ঘটে, তা-ও দেখতে হবে এবং সভাস্থলে ১৫টির বেশি গাড়ি নিয়ে যেতে পারবে না ISF নেতৃত্ব। একইসঙ্গে সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে সভার মঞ্চ তৈরির কাজ করা যাবে না বলেও জানায় আদালত। পুলিশ এবং অয়োজকদের সভার ভিডিয়োগ্রাফি করতে হবে বলেও নির্দেশ দেন বিচারপতি। সেই সঙ্গে রাজ্যকে সভাস্থল এবং আশপাশে পর্যাপ্ত পুলিশের বন্দোবস্ত করার নির্দেশও দেন তিনি।  

এই রায়কে চ্যালেঞ্জ করেই এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য সরকার। রাজ্যের দাবি, যে দিন ISF কর্মসূচি করতে চাইছে, সে দিন ভিক্টোরিয়া হাউসের সামনে পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। একটি মিছিল যাওয়ার কথা রয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে দিয়ে। আগে থেকে অনুমতিও নেওয়া রয়েছে। আর সেই কারণেই পুলিশ ISF-কে ওই জায়গায় সভা করার অনুমতি দেয়নি। এখন দেখার বিষয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কী রায় দেয়। তবে সূত্রে জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ গতকাল যে রায় দিয়েছে সেখানে দেওয়া বেশ কিছু শর্ত নিয়ে আপত্তি রয়েছে ISF নেতৃত্বেরও। তাঁরা এদিন ডিভিশন বেঞ্চে সেই সব বিষয়গুলি নিয়ে পরিবর্তনের আর্জি জানাতে পারে। বিশেষ করে মাত্র ১০০০ লোকের জমায়েত সংখ্যা বাড়ানোর আর্জি জানানো হবে বলেই জানা গিয়েছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার কলকাতায় বৃষ্টির পূর্বাভাস

তৃণমূলের তারকা প্রচারের তালিকা থেকে বাদ পড়লেন কুণাল

প্রথম চেষ্টাতেই মাধ্যমিক পাশ করে চমকে দিলেন ফুটপাতের প্রিয়া

তীব্র গরমে কলকাতায় বাড়ছে জল সমস্যা,পথে নামল পুরসভা

মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ানো নিয়ে বিবেচনার নির্দেশ কলকাতা হাইকোর্টের

খাস কলকাতায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, শুরু তদন্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর