এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

তৃণমূলের সবাইকে চোর বলবেন না, সেলিম-সুজনের অস্বস্তি বাড়ালেন সূর্য

নিজস্ব প্রতিনিধি: বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর পর এবার বর্ষীয়ান নেতা সূর্যকান্ত মিশ্র। ‘তৃণমূলের সবাই চোর নয়’ বলে বার্তা দিলেন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শুক্রবার বামেদের সল্টলেকের সিজিও কমপ্লেক্স অভিযানের মঞ্চ থেকে এই মন্তব্য করেন তিনি। এর আগে বিমান বসুও এই মন্তব্য করেছিলেন।

নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সেই আবহে শুক্রবার বামেরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেয়। মূলত ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান তুলে এদিন অভিযানে সামিল হন বাম কর্মী সমর্থকরা। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া শাসকদলের নেতা মন্ত্রীদের শাস্তির দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে। নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর সিপিএমের মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা রাজ্যের শাসকদলের উপর চাপ বাড়িয়েছেন বহু গুণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত, সেলিম সুজনদের দেখা যাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারের থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বেশি সরব হতে। সেই আবহে শুক্রবারের মঞ্চ থেকে সূর্যকান্তের এই বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ঠিক কী বলেছেন সূর্যকান্ত মিশ্র? এদিন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক বলেন, ‘তৃণমূলের সবাই চোর নয়, সাধারণ মানুষ চোর নয়। কয়েকজন নেতা চোর হতে পারে। সবাইকে চোর বললে তো মুশকিল। তৃণমূল সমর্থকরা আপনার সঙ্গে আসবেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের বৃত্ত বাড়াতে হবে। যে মানুষ বিজেপির ঝান্ডার নীচে আছে, যে মানুষ তৃণমূলের সঙ্গে আছেন, তারা একদিন আপনার সঙ্গে থাকবেন। আপনার লড়াইতে থাকবেন। আর সেদিন আপনি বাংলাকে বদলাতে পারবেন, দেশ বদলাতে পারবেন। সেটা মাথায় রেখে আগামী দিনের লড়াই সংগ্রামের বার্তা নিয়ে আপনারা ফিরে যাবেন মানুষের কাছে। মানুষ ইতিহাস তৈরি করেন। আপনি-আমি-নেতারা-পার্টিগুলি কেবল ইতিহাস তৈরি করি না। আমাদের নির্ভর করতে হবে মানুষের উপর। তাঁদের আস্থা, বিশ্বাস পেতে হবে। তাঁদের কাছেই যেতে হবে। তাঁদের কথা শুনতে হবে। আর তার উপরে আমাদের চলার পথ ঠিক করে নিতে হবে।’ এদিন সমাবেশ মঞ্চ থেকে মোদি সরকারকে ডাকাত বলে আক্রমণ করেন সূর্যকান্ত মিশ্র। উল্লেখ্য সম্প্রতি কলকাতায় কলেজ স্ট্রিটে সিপিএমের ছাত্র সংগঠনের সভামঞ্চ থেকে বিমান বসুও মন্তব্য করেছিলেন, ‘তৃণমূলের সবাই চোর’ নয় বলে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘দলের সবথেকে বেশি ক্ষতি করেছে’, কুণালকে তোপ জেলবন্দি পার্থর

শ্লীলতাহানির অভিযোগ নিয়ে রাজ্যপালকে খোঁচা শশী পাঁজার

দীর্ঘদিন নেতাদের দেহরক্ষী থাকতে পারবে না পুলিশকর্মী, নয়া নিয়ম আনছে নবান্ন

শ্লীলতাহানির অভিযোগের মধ্যেই কলকাতা ছাড়লেন রাজ্যপাল

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে পুলিশি রিপোর্ট তলব রাজ্য মহিলা কমিশনের  

শুক্রবার কলকাতার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছে তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর