এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রেশনে দাম কমছে কেরোসিনের, এদিকে ডিলাররা যাচ্ছেন ধর্মঘটে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের প্রথম মাসেই বাংলায় রেশনে কেরোসিনের(Kerosine) দাম লিটারে আড়াই টাকার মতো কমছে। দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানুয়ারি মাসের যে ইস্যু প্রাইস(Issue Price) ঘোষণা করেছে, তাতে দাম কমানো হয়েছে কেরোসিনের। তেল সংস্থার ইস্যু প্রাইসের ভিত্তিতে রাজ্যের খাদ্য দফতর প্রতিমাসে কেরোসিনের খুচরো বিক্রয় মূল্য নির্ধারণ করে। ডিসেম্বরে খুচরো বিক্রয় মূল্য ছিল লিটারে ৭৩ টাকার মতো। এমাসে সেটা ৭০ টাকার আশপাশে দাঁড়াবে। পরিবহণ খরচের পার্থক্য থাকার জন্য জেলা অনুযায়ী কেরোসিনের দাম কম-বেশি হয়। এদিকে এদিন থেকেই দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ধমর্ঘট(Ration Shop Strike) শুরু করেছেন রেশন ডিলাররা। আর তার জেরে এদিন থেকেই বাংলার বুকে রেশন পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও উত্তর ২৪ পরগনা জেলার রেশন ডিলাররা এই ধর্মঘটে অংশ নিচ্ছেন না। রাজ্যে সংশোধিত ও বিধিবদ্ধ রেশন এলাকা মিলিয়ে মোট ডিলারের সংখ্যা ২০,২৭১। এদের মধ্যে ১৭,২৬১ জন ডিলার ধর্মঘটে সামিল হয়েছেন।

কলকাতা হাইকোর্ট কয়েক মাস আগে কেরোসিন বিক্রয় মূল্য নির্ধারণের জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়ার পর থেকে প্রতিমাসে দাম কিছুটা করে কমছে। তার আগে দাম ৮০ টাকা ছাড়িয়ে গিয়েছিল। কেরোসিন ডিলারদের অভিযোগ, দাম এত বেশি হওয়ার জন্য গরিব মানুষের বেশিরভাগই তেল কিনতে পারছেন না। তাই রাজ্যের জন্য বরাদ্দ কেরোসিনের একটা বড় অংশ তোলা যাচ্ছে না। দাম কমলেও তা এখনও যথেষ্ট বেশি। এতে কেরোসিন কেনার মাত্রা বাড়বে না বলে ডিলার সংগঠনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত জানিয়েছেন। অশোধিত তেলের আন্তর্জাতিক বাজারে মূল্য অনুযায়ী কেরোসিনের ইস্যু প্রাইস লিটারে এখন ৫০ টাকার কম হওয়া উচিত বলে সংগঠনের দাবি। যদিও জানু‌য়ারিতে ইস্যু প্রাইস ৬০ টাকা রাখা হয়েছে।

এদিকে রেশন ডিলারদের সংগঠন All India Fair Price Shop Dealers Federation বিভিন্ন দাবিতে লাগাতার ধর্মঘট শুরু করেছে এদিন থেকে। আবার এই ধর্মঘটের বিরোধিতা করেছে West Bengal MR Dealers Association। জেলা শহর ও গ্রামীণ এলাকায় সংশোধিত রেশন এলাকার ডিলাররা এই সংগঠনের সঙ্গে যুক্ত। কলকাতা এবং হাওড়া-হুগলি-বারাকপুর-দুর্গাপুর-আসানসোল শহরাঞ্চল বিধিবদ্ধ রেশন এলাকার মধ্যে পড়ে। রাজ্যে সংশোধিত ও বিধিবদ্ধ রেশন এলাকা মিলিয়ে মোট ডিলারের সংখ্যা ২০,২৭১। এর মধ্যে ১৭,২৬১জন ডিলার All India Fair Price Shop Dealers Federation’র সঙ্গে যুক্ত। এরাই ধর্মঘটে যাচ্ছেন। যদিও West Bengal MR Dealers Association’র তরফে দাবি করা হয়েছে তাঁদের সংগঠনের সদস্য সংখ্যা ১৮,৭৩৫জন। এরা সকলেই রেশন ডিলার। এরা কেউই ধর্মঘটে যোগ দিচ্ছেন না। তাঁরা সবাই মঙ্গলবার যথারীতি দোকান খুলে রেখে রেশন বণ্টন করবেন। দুয়ারে রেশন কর্মসূচিও চলবে। ধর্মঘটী ডিলারদের(Ration Dealers) মূল দাবি, তাঁদের মাসে অন্তত ৫০ হাজার টাকা আয়ের ব্যবস্থা করে দিতে হবে রাজ্য ও কেন্দ্র সরকারকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরবর্তী দু’দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী বাড়ছে, জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক

১৯ মে নাগাদ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে বর্ষা: আবহাওয়া দফতর

বউবাজার বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত খালিদের মুক্তির ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

মঙ্গলবার গঙ্গাধর মামলার শুনানি সুপ্রিম কোর্টে

‘বিজেপি বড়জোর ১৯৫টা আসন পাবে’, বনগাঁ থেকে ভবিষ্যৎবাণী মমতার

FIR খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর