এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘অবিলম্বে এই চোর গ্রেপ্তার হোক’, কুণালের ট্যুইটে বিদ্ধ শুভেন্দু

Courtesy - Twitter and Google

নিজস্ব প্রতিনিধি: টানা ২১ ঘন্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরে শুক্রবার ভোর রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED বা Enforcement Directorate গ্রেফতার করেছে রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallik) থুড়ি বালুকে। ২০১১ থেকে ২০২১ পর্যন্ত টানা ১০ বছর রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন বালু। অভিযোগ উঠেছে, বিভিন্ন রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটরদের(Ration Dealer and Distributor) সঙ্গে সিন্ডিকেট(Syndicate) তৈরি করে কেন্দ্রের পাঠানো ন্যায্য মূল্যের রেশনসামগ্রী বেআইনি ভাবে খোলা বাজারে বিক্রি করা হয়েছে। তারই তদন্তে নেমেছে ED। গ্রেফতারও সেই সূত্রেই। সেই গ্রেফতারি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) ট্যুইটারে তৃণমূলকে খোঁচা দিতেই গর্জে উঠেছেন রাজ্যের শাসক দলের রাজ্য সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। তিনি পাল্টা ট্যুইট করে শুভেন্দুকেই গ্রেফতার করার দাবি জানিয়েছেন।

এদিন বালু গ্রেফতার হতেই শুভেন্দু ট্যুইট করে একটি ছবি দেন। সেই ছবিতে তিনি তুলে ধরেছেন ২০২২ সালের জুলাই মাসের ২৩ তারিখ গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা এবং জ্যোতিপ্রিয়র গ্রেফতারির বিষয়টি। সেই সঙ্গে লেখেন, ‘এর পর হয়তো মন্ত্রিসভার বৈঠক এবং বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে।’ তার জেরেই পর পর ট্যুইট করেন কুণাল। তার মধ্যে প্রথম ট্যুইটেই তিনি লেখেন, ‘শুভেন্দু, আপনি আপনার দলের ওয়াশিংমেশিন রাজনীতির জন্য আজকে নিরাপদে রয়েছেন। খাঁচার কুকুর ইডি এবং সিবিআইকে ছেড়ে দেওয়া হয়েছে বিরোধী নেতাদের উপর। বিজেপি প্রমাণ করে দিয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। নইলে আমরা সবাই জানি, আপনারও জেলে বসে থাকা উচিত ছিল। তা হলে আর এ সব মিম পোস্ট করতে পারতেন না।’ দ্বিতীয় ট্যুইটে তিনি আরও এককদম এগিয়ে গিয়ে শুভেন্দুকে গ্রেফতারের দাবি জানান।  

কুণাল তাঁর দ্বিতীয় ট্যুইটে লেখেন, ‘শুভেন্দু। সারদায় অভিযুক্ত। নারদে বিজেপিই ওর ভিডিও দিয়ে চোর বলেছিল। সিবিআই FIR করেছে ওর নামে। তারপর গ্রেফতার এড়াতে ভয়ে বিজেপিতে গিয়েছে। ক্যামেরার সামনে ঘুষখোর, এখন রাজনৈতিক দেউলিয়াপনা ঢাকতে @AITCofficial’র বিরুদ্ধে কুৎসা, চক্রান্ত করছে।অবিলম্বে এই চোর গ্রেপ্তার হোক।’ এখানেই থামেননি কুণাল। সারদা কর্তা সুদীপ্ত সেন শুভেন্দুর বিরুদ্ধে সিবিআইকে যে অভিযোগ জানিয়েছিলেন, সেই চিঠির প্রতিলিপিও পৃথক পোস্টে দেন কুণাল। দাবি জানান, অবিলম্বে শুভেন্দুকে গ্রেফতার করা হোক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশে কুণালের প্রশ্ন, ‘সম্মাণীয় CBI ও ED’র আধিকারিকেরা, এই বেলা আপনারা নীরব কেন? আপনারা এই সারদা নথিগুলির বিষয়ে সম্পর্কিত নীরব কেন? এগুলো সবই কাঁথির পৌরসভা, সারদা ও অধিকারীদের সাথে সম্পর্কিত। CBI’র কাছে অভিযোগপত্র পাঠিয়েছে আদালত। কিন্তু CBI নীরব কেন? শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতা পুরসভার কোয়ার্টারে খুন তরুণ, তদন্তে পুলিশ

তীব্র গরমের কারণে পুলিশকর্মীদের রোটেশন পদ্ধতিতে ডিউটি বণ্টনের প্রস্তাব

বিশ্ব হাসি দিবসে প্রকাশিত হল প্রয়াত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশা

সোমবার থেকে বঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা উধাও, ধেয়ে আসছে ঝড় – বৃষ্টি

শ্লীলতাহানির অভিযোগ: রাজভবনের কর্মীদের মুখ বন্ধের নির্দেশ রাজ্যপালের

সম্পত্তি হাতাতে ভাইকে পিটিয়ে খুন, নিউটাউনের বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর