এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কংগ্রেসের ডাক ফেরাল তৃণমূল, যোগ দিচ্ছে না আসন রফার বৈঠকে

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: ২৪’র ভোটে(General Election 2024) বিজেপি(BJP) ও নরেন্দ্র মোদির(Narendra Modi) বাহিনীকে হারাতে দেশে তৈরি হয়েছে INDIA জোট। সেই জোটে রয়েছে কংগ্রেস(INC) ও তৃণমূল(TMC)। কিন্তু বাংলার মাটিতে সেই দুই দলের জোটের জট কাটছে না কিছুতেই। আর এই পরিস্থিতির জন্য দায়ী কংগ্রেসের নেতারা। আরও বলা ভাল প্রদেশ কংগ্রেসের নেতারা। তাঁদের দাবি, বাংলায়(Bengal) দুই দলের জোট তখনই হবে যখন তৃণমূল নূন্যতম ১০টি আসন ছাড়বে কংগ্রেসকে। যদিও তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ২০১৯’র ভোটে রাজ্যে কংগ্রেস যে ২টি আসন জিতেছিল, কেবলমাত্র সেই দুটি আসনই তৃণমূল ছাড়বে কংগ্রেসকে। এর বেশি আসন ছাড়া সম্ভব নয়। এই নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আগেই যা জানাবার জানিয়ে দিয়েছেন সোনিয়া গান্ধি(Sonia Gandhi) ও রাহুল গান্ধিকে(Rahul Gandhi)। আর এই কারণেই কংগ্রেসের তরফে তৃণমূলকে দিল্লিতে আসন রফার বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানানো হলেও, তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সেই বৈঠকে যোগ দিচ্ছেন না তৃণমূলের কোনও প্রতিনিধিই।

বস্তুত প্রথম থেকেই প্রদেশ কংগ্রেসের বিজেপি ও বাম বান্ধব নেতারা উঠেপড়ে লেগেছিলেন বাংলায় যাতে কোনও ভাবেই তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কোনও জোট না হয়। সেই সূত্রেই তাঁরা প্রকাশ্যেই জোট বিরোধী মন্তব্য করার পাশাপাশি কেউ ২১টা, কেউ ১৫টা, কেউ ১০টা, কেউ ৭টা, কেউ বা ৫টা আসন দাবি করছিলেন তৃণমূলের কাছ থেকে ২৪’র ভোটে বাংলা থেকে লড়াই করার জন্য। যদিও সেই সব দাবিকে বিন্দুমাত্র পাত্তা দেয়নি ও দিচ্ছে না তৃণমূল নেতৃত্ব। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পরিষ্কার করে দিয়েছেন যে দেশে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে INDIA জোট। আর বাংলায় লড়াই করবে তৃণমূল। কার্যত বাংলায় ৪২টি আসনেই একক শক্তিতে লড়াই করার প্রস্তুতিও শুরু করে দিয়েছে জোড়াফুল শিবির। তাই কংগ্রেসের কোন নেতা কটা আসন দাবি করলেন, তা নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছেন না তাঁরা। এমনকি আসনরফার জন্য তাঁদের দিল্লিতে ডাকা হলেও সেই বৈঠকেও তাঁরা যোগ দিচ্ছেন না। কার্যত মমতার সঙ্গে সোনিয়া ও রাহুলের যে কথা হয়েছে সেটাকেই চূড়ান্ত ধরে এগোচ্ছে তৃণমূল।

তবে তৃণমূলের অপর একটি সূত্রে জানা গিয়েছে,  সোনিয়া বা রাহুল যদি মমতাকে অনুরোধ করেন বাংলায় বাড়তি একটি আসনের জন্য তাহলে একটি অতিরিক্ত  আসন সৌজন্যের খাতিরে ছেড়ে দেওয়া হতে পারে। কিন্তু সেক্ষেত্রে ওই বাড়তি আসনের জন্য মেঘালয় এবং অসমে তৃণমূলকে ১টি করে  আসন ছাড়তে হবে। এমনই শর্ত চাপাবেন মমতা। সেক্ষেত্রে বাংলায় থাকা রায়গঞ্জ আসনটি কংগ্রেসকে ছাড়তে পারেন মমতা। যদিও সেই আসনের বিনিময়ে কংগ্রেস তৃণমূলকে মেঘালয় ও অসমে কোনও আসন ছাড়বে কিনা তা নিয়ে সন্দেহ আছে। আবার একই রকম ভাবে একুশের ভোটের নিরিখে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে আছে। সেই নিশ্চিত আসন কংগ্রেসকে সৌজন্যতার খাতিরে তৃণমূল ছেড়ে দিলেও, মেঘালয় বা অসমে তৃণমূলের কাছে নিশ্চিত আসন বলে কিছু হাতে আসবে না। সেক্ষেত্রে তৃণমূলের লাভ কি হবে সেটাও থাকছে আলোচনার মধ্যে। সূত্রের দাবি, বাংলায় ১টি অতিরিক্ত আসনের বদলে মেঘালয় থেকে ১টি এবং অসম থেকে ২টি আসন তৃণমূল চাইবে কংগ্রেসের কাছ থেকে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনছেন না কেন, রাজ্যপালকে নিশানা অভিষেকের

বিজেপির বিজ্ঞাপনের বিরুদ্ধে কমিশনে নালিশ দেশ বাঁচাও গণমঞ্চের

বঙ্গে তৃতীয় দফার লোকসভা ভোটে ঘনিয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ, সর্তকতা জারি

সন্দেশখালি নিয়ে ট্যুইট মমতার, নিশানায় বিজেপি, তোপ অভিষেকেরও

শ্লীলতাহানিকাণ্ডে রাজভবনের কাছ থেকে  সিসিটিভি ফুটেজ চাইল লালবাজার  

RERA’র নির্দেশে সুদে আসলে ২১ লক্ষ টাকা ফেরত পেলেন বৃদ্ধ দম্পতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর