এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কী পেলেন পদ্মে ভোট দিয়ে, মতুয়াদের প্রশ্ন তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) ৮০টি বিধানসভা কেন্দ্র এবং ১২টি লোকসভা কেন্দ্রে ছড়িয়ে রয়েছে মতুয়াদের(Matua) ভোট ব্যাঙ্ক। তাদের মধ্যে আবার বনগাঁ, রানাঘাট ও মালদা উত্তর লোকসভা কেন্দ্র এবং বনগাঁ মহকুমা, রানাঘাট মহকুমা চাঁচল মহকুমা সহ রাজ্যের প্রায় ২৪টি বিধানসভা কেন্দ্রে মতুয়াদের ভোটই জয়-পরাজয়ের হিসাব করে দেয়। সেই মতুয়া ভোটব্যাঙ্ককে নিজেদের দিকে একসময় টেনে এনেছিল তৃণমূল(TMC)। কিন্তু মতুয়াদের যে মূল দাবি, নাগরিকত্বের তা প্রদান করার আশ্বাস দিয়ে তাঁদেরকে আবার নিজেদের দিকে টেনে এনেছিল বিজেপি(BJP)। উনিশের লোকসভা ও একুশের বিধানসভা নির্বাচন পর্যন্ত তা কার্যত অটুট ছিল। কিন্তু চলতি বছরের প্রথম দিকে রাজ্যের শতাধিক পুরসভায় যখন ভোট হয়েছিল তার ফলাফল কার্যত বলে দিচ্ছে মতুয়ারা আর একচেটিয়া ভাবে বিজেপিকে ভোট দিচ্ছে না। আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election) হতে চলেছে। তার আগে রাজ্যের মতুয়া প্রভাবিত এলাকাগুলিতে তৃণমূল বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন তুলছে, কী পেলেন বিজেপিকে ভোট দিয়ে। সঙ্গে তাঁরা জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মতুয়াদের জন্য কী কী করেছে আর আগামী দিনে তাঁরা আরও কী কী করবে।

আরও পড়ুন নির্দিষ্ট সময়ের আগেই খুলে দেওয়া হবে সাঁতরাগাছি সেতু

তৃণমূলের এই প্রচারে কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছে পদ্মশিবির। কেননা তাঁরা জোর গলায় বলতে পারছে না নরেন্দ্র মোদির সরকার মতুয়াদের জন্য ঠিক কী কী করেছে। তাঁদের কাছে তুলে ধরার মতো মাত্র দুটি বিষয় আছে যা শুধু বিতর্কিতই নয়, কার্যত কুমিরছানায় পরিণত হয়েছে। এনআরসি আর সিএএ। ভোট এলেই এই দুটি বিলকে মতুয়াদের সামনে তুলে ধরছে বিজেপি। নাগরিকত্ব প্রদানের আশ্বাস দেখিয়ে চলছে মতুয়াদের ভোট ধরে রাখার চেষ্টা। তৃণমূল কর্মীরা মতুয়াদের বাড়ি বাড়ি গিয়ে সেই জায়গায় পাল্টা প্রশ্ন তুলছেন বিজেপিকে ভোট দিয়ে মতুয়ারা কী পেলেন আশ্বাস বিনা! সঙ্গে তাঁরা দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মতুয়াদের জন্য কী কী করেছে আর কী কী করতে চায় তার পরিসংখ্যান। মতুয়া সমাজের উন্নয়নের জন্য বছর দুই আগেই মতুয়া ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেন মুখ্যমন্ত্রী। এই পর্ষদের মাধ্যমে গত দেড় বছরে মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে খরচ করা হয়েছে প্রায় ৬ কোটি টাকা। আগামী মার্চের মধ্যে আরও ৪ কোটি টাকা খরচের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। কোন কোন খাতে সেই খরচ হয়েছে আর কোন কোন খাতে আরও খরচ করা হবে সেই পরিসংখ্যান তুলে ধরছেন তৃণমূলকর্মীরা।

আরও পড়ুন বড়দিন আর নববর্ষে দিঘায় বসছে ইলিশ উৎসব ও বিচ ফেস্টিভ্যাল

তৃণমূলের সরকার যে মতুয়াদের জন্য কিছুই করেনি, সেটা কিন্তু বলতে পারছেন না বিজেপির নেতা থেকে মতুয়া নেতারাও। কেননা রাজ্য সরকারের প্রকল্পের হাত ধরে দুঃস্থ মতুয়া পরিবারগুলি মাথার ওপর পাকা ছাদ পেয়েছে। সেই সঙ্গে মতুয়া অধ্যুষিত এলাকায় তৈরি হচ্ছে রাস্তা এবং আলোর পরিকাঠামো। তৈরি হয়েছে প্রমথরঞ্জন ঠাকুরের নামে কলেজ, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় ও বাগদার আইটি কলেজ। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে নির্মিত হয়েছে দুটি গেট। ঠাকুরবাড়ির কামনাসাগর পুকুরের সংস্কার এবং মেলাপ্রাঙ্গণের সৌন্দর্যায়নের কাজও আগেই করেছে রাজ্য সরকার। এছাড়া ঠাকুরবাড়িকে কেন্দ্র করে রাস্তা, জল ও আলোর মতো নানাবিধ পরিকাঠামো গড়া হয়েছে। মতুয়া ওয়েলফেয়ার বোর্ডের উন্নয়নমূলক কাজের মাধ্যমে উপকৃত হয়েছেন দুই ২৪ পরগনা, নদীয়া, হুগলি, পূর্ব বর্ধমান, মালদহ প্রভৃতির জেলার মতুয়া সমাজের মানুষেরা। এলাকাভিত্তিক সৌরবিদ্যুৎ, শৌচাগার, রাস্তা ও নলকূপ তৈরি হয়েছে। উন্নত হয়েছে শতাধিক স্থানের ছোট ছোট হরিচাঁদ ও গুরুচাঁদ মন্দিরের পরিকাঠামো। হয়েছে সচেতনতার ক্যাম্পও। সরকারের তরফে বিলি করা হয়েছে গামছা ও ডঙ্কা। রাজ্য সরকারের পরিকল্পনায় রয়েছে অ্যাম্বুলেন্স দেওয়ার বিষয়টিও। আর এই সব দেখিয়েই তৃণমূলের নেতা থেকে কর্মীরা মতুয়াদেরই প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন, বিজেপির কাছ থেকে তাঁরা প্রতিশ্রুতি ভিন্ন আর কী কী পেয়েছে? এখন দেখার বিষয় মতুয়ারা পঞ্চায়েত নির্বাচবনে কী উত্তর দেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

রেকর্ড গরম কলকাতায়, ৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা

আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য, বিশাখাপত্তনম থেকে এল সাদা বাঘ

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন চলবে অতিরিক্ত মেট্রো, জেনে নিন সময়সূচি

২৬ হাজার চাকরিহারা পাবেন এপ্রিল মাসের বেতন, জানাল শিক্ষা দফতর

২ মাসের মধ্যে ৮৬৭ শূন্যপদে দিতে হবে চাকরি, প্রাথমিকে নিয়োগে বড় নির্দেশ হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর