এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বড়দিন আর নববর্ষে দিঘায় বসছে ইলিশ উৎসব ও বিচ ফেস্টিভ্যাল

নিজস্ব প্রতিনিধি: দেশের রেলমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সৈকত শহ দিঘার(Digha) সঙ্গে নানা জেলার যোগাযোগ ব্যবস্থা সুগম করে দিয়েছেন। তার জেরে এখন নিত্যদিন দিঘায় কম বেশি ৫-৬ হাজার পর্যটক(Tourists) আসা যাওয়া করেন। ছুটির দিনে সেটাই ৩০-৪০ হাজারে দাঁড়িয়ে যায়। আর উৎসব মরশুমে তা দেড় লক্ষের সংখ্যাও ছুঁয়ে ফেলে। এবারে ডিসেম্বর মাসের শেষ দিকে বড়দিন(Christmas) আর ইংরেজি নববর্ষের ছুটির সময়েও সেখানে যে জনজোয়ার নামতে পারে সেই সম্ভাবনা কার্যত তুঙ্গে উঠেছে। কেননা এখন থেকেই সেখানে হোটেল বুক করার চাহিদা তুঙ্গে উঠেছে। এই অবস্থায় দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে যেমন এবার দিঘার বিশ্ববাংলা-২ উদ্যান প্রাঙ্গণে বিচ ফেস্টিভ্যালের(Beach Festival) আয়োজন করা হচ্ছে তেমনি দিঘা মোহনায় ‘দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের’ উদ্যোগে আয়োজিত হতে চলেছে ইলিশ উৎসবের(Elish Utsab) আসর। আর এই দুইয়ের টানে দিঘা যে বড়দিনে পর্যটকদের ভিড়ে সরগরম হয়ে উঠবে কথা খুব জোর দিয়েই বলা যায়।

প্রতি বছর দিঘা মোহনায় ‘দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের’ উদ্যোগে আয়োজিত হয় সি ফুড ফেস্টিভ্যাল। সেখানে নানারকম সামুদ্রিক মাছের আস্বাদ নিতে পারেন খাদ্যসরিক থেকে পর্যটকেরা। এবারে কিন্তু সি ফুড ফেস্টিভ্যাল হচ্ছে না। পরিবর্তে বাঙালির প্রিয় ইলিশ উৎসবের আয়োজন করা হচ্ছে যা চলবে ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর। ওন্যদিকে এতদিন দিঘায় বিচ ফেস্টিভ্যালের আয়োজন করত রাজ্য সরকার। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, রাজ্য পর্যটন বিভাগ ও তথ্য-সংস্কৃতি বিভাগ সেই উৎসবের মুখ্য আয়োজক থাকত। সহায়ক হিসাবে থাকত দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদও। কিন্তু এবারে ছবিটা একটু বদলাচ্ছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজকোষে ঘাটতি সহ নানা কারণে এবার আর রাজ্য সরকার বিচ ফেস্টিভ্যাল আয়োজন করতে আগ্রহী নয়। তাই এবারে ওই উৎসবের আয়োজন করছে দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স আসোসিয়েশন। এই প্রথমবার ওই উৎসব বেসরকারি হাতে চলে যাচ্ছে। দেখার বিষয় সরকার না বেসরকারি উদ্যোগ কারা এই বিচ ফেস্টিভ্যালকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে পর্যটকদের কাছে।

হোটেলিয়ার্স আসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র এই বিষয়ে জানিয়েছেন, ‘কোভিডের সময়ে দুই বছর বিচ ফেস্টিভ্যাল আয়োজিত হয়নি। তার আগে পর্যন্ত এই উৎসবের আয়োজক থাকত রাজ্য সরকার। রাজ্য পর্যটন বিভাগ ও তথ্য-সংস্কৃতি বিভাগ, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন আর দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। কিন্তু এবছর আমরা একক ভাবে এই উৎসব আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ওই উৎসব চলবে। এই উৎসব সফল করে তোলার লক্ষ্যে আমরা দু’একদিনের মধ্যেই জোরদার প্রচার শুরু করব। ডিসেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ বড়দিন থেকে নতুন বছর পর্যন্ত দীঘায় পর্যটকদের ব্যাপক ঢল নামে। সেই কারণে ওই সময় বিচ ফেস্টিভ্যাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচ ফেস্টিভ্যালে পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা, সকলেই মেতে উঠবেন বলেই আমরা আশাবাদী। বিচ ফেস্টিভ্যালে বিচ ভলিবল, ফটোগ্রাফি প্রতিযোগিতা, বাইক র‌্যালি, ওয়াটার স্পোর্টস প্রভৃতি নানা আকর্ষণীয় অনুষ্ঠান ও কর্মসূচি। পর্যটকদের বিনোদনের জন্য হরেকরকম সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। অন্যদিকে ‘দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের’ উদ্যোগে আয়োজিত হতে চলা ইলিশ উৎসব সম্পর্কে জানা গিয়েছে যে সেখানে ইলিশ মাছের হরেকরকম জিভে জল আনা রান্না করা পদ যেমন থাকবে, তেমনই চেখে দেখা বা বাড়ি নিয়ে যাওয়ারও সুযোগ থাকবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘মোদির পুতুল অমৃতা, মহিলাদের ইজ্জত বিক্রি করেছে বিজেপি’ আক্রমণ অভিষেকের

ভোটের আগেই তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়িতে ভাঙচুর, আরামবাগে ছড়াল উত্তেজনা

৩৩ লক্ষ টাকা প্রতারণা, হাওড়ায় গ্রেফতার বেসরকারি ব্যাঙ্কের এজেন্ট

কমিশনের রোষানলে হবিবপুর থানার IC, করা হল বদলি

সাঁইবাড়ির শহরে আজ হাঁটবেন মমতা, জনস্রোতের অপেক্ষায় জি টি রোড

তারাশঙ্করের হাঁসুলি বাঁকের মাটিতেই আজ সভা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর