এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

এ রাজ্যের বিজেপি দলটির কোনো পূর্ববর্তী ইতিহাস নেই : পরিবহনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:রাজ্যের মানুষের স্বার্থে এবং রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে,কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দলমত নির্বিশেষে জোটবদ্ধ হয়ে দাবি পূরণ করার প্রয়োজন রয়েছে বলে মনে করেন রাজ্যের পরিবহন মন্ত্রী(Transport Minister) স্নেহাশীষ চক্রবর্তী। তার মতে, যখনই রাজ্যের পাওনা গণ্ডা নিয়ে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা দিল্লির দরবারে সরব হন, তখন নেহাতই রাজনৈতিক বিরোধিতার স্বার্থে এ রাজ্যের বিজেপি বিধায়ক ও সাংসদরা রাজ্যের বিরোধিতা করে বিজেপি নেতৃবৃন্দের পাশে দাঁড়ান। এটা কখনোই সমর্থনযোগ্য নয়, বলে মঙ্গলবার মন্তব্য করেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।

বিগত দিনে এ রাজ্যের বর্ডার এলাকাগুলিতে বি এস এফ(BSF) এর কাজের ক্ষমতার জন্য এলাকা বৃদ্ধি করার বিষয়টি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। বর্ডার এলাকা থেকে কোনো অনুপ্রবেশ হচ্ছে কিনা বা অবৈধভাবে সীমান্ত পারাপার করা হচ্ছে কিনা সেটাই দেখার দায়িত্ব বি এস এফ এর। ৩০ কিলোমিটার পর্যন্ত তাদের কাজের পরিধি নির্দিষ্ট করা হয়েছিল। এখন তা বৃদ্ধি করে ৫০ কিলোমিটার করা হয়েছে। এটার কোন প্রয়োজনই ছিল না। অভ্যন্তরীণ নিরাপত্তা দেখার দায়িত্ব এ রাজ্যের পুলিশ বাহিনীর। পুলিশ বাহিনীর ক্ষমতা খর্ব করার চেষ্টার অঙ্গ হল এই এলাকাবৃত্তি করার প্রয়াস।রাজনীতির আঙিনায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে গেলে তাদেরন্ত পূর্বের রাজনৈতিক আন্দোলন এর ইতিহাস থাকা উচিৎ । দুঃখের বিষয় হলো এ রাজ্যের বিজেপি দলটির কোনো পূর্ববর্তী ইতিহাস নেই যাকে সামনে রেখে ওরা মানুষের দরজায় পৌঁছবে। কটাক্ষ স্নেহাশীষ চক্রবর্তীর। বিজেপি নেতারা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওরা কেবলমাত্র মিডিয়াতেই রয়েছে। মিডিয়াতে রোজ রোজ মুখ দেখালে নেতা হওয়া যায় না। নেতা হতে গেলে রাস্তায় নেমে নেতৃত্ব দিতে হবে বলেও এদিন জানান তিনি।বিজেপি (BJP)একটা আগাপাস তলা দুর্নীতি পরায়ন দল। ওরা অন্যান্য দলের বিরুদ্ধে দুর্নীতির কথা বলে কি করে? এরাজের বিরোধী দলনেতার বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় অনেক নেতা-নেত্রীদের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। নোট বন্দি থেকে শুরু করে ব্যাংক জালিয়াতি সবের সঙ্গেই কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের একাধিক নেতা-নেত্রী জড়িত। তাই ওদের কাছ থেকে নীতিকথা না শোনাই ভালো।

বাংলার আবাস যোজনায় যারা প্রকৃত দরিদ্র তাদের তালিকা নির্দিষ্টভাবে তৈরি করে বাছাই করে তাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে বাড়ি তুলে দেওয়া হবে। বিষয়টি দেখভালের দায়িত্বে রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে পুলিশ ও আশা কর্মীরা। রাজ্য সরকারের নির্দেশে সমস্ত রকম স্বচ্ছতা মাথায় রেখে এই তালিকা প্রস্তুত করে প্রতিটি দরিদ্র মানুষের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হয়। এটা নিয়ে ক্ষুদ্র রাজনীতির করার কোন অবকাশ নেই। রাজ্য সরকার দরিদ্র মানুষের স্বার্থে তাদের প্রয়োজনের কথা মাথায় রেখে যেকোনো ধরনের অনুদান তুলে দেওয়ার ক্ষেত্রে পিছপা হয় না।অনুব্রত প্রসঙ্গে এদিন স্নেহাশিস চক্রবর্তী বলেন, অনুব্রত মণ্ডল কে নিয়ে নতুন করে একটি মামলা রুজু করা হয়েছে যার ভিত্তিতে দুবরাজপুর আদালত আগামী সাত দিনের পুলিশ কাস্টডি দিয়েছেন অনুব্রত মণ্ডলকে। আদালত তার বিচার প্রক্রিয়া বিষয়টি দেখছে। এ নিয়ে মন্তব্য করার কিছু নেই। কেন্দ্রীয় এজেন্সি তারা তাদের মত করে তদন্ত করছেন। আদালত তার বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্ভুল তদন্ত প্রক্রিয়া তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী(Snehashis chakraborty)।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমবার থেকে বঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা উধাও, ধেয়ে আসছে ঝড় – বৃষ্টি

শ্লীলতাহানির অভিযোগ: রাজভবনের কর্মীদের মুখ বন্ধের নির্দেশ রাজ্যপালের

সম্পত্তি হাতাতে ভাইকে পিটিয়ে খুন, নিউটাউনের বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ

‘সন্দেশখালি বিজেপি করেছে, সিপিএম আর কংগ্রেস ধুনো দিয়েছে’, দাবি কুণালের

সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনছেন না কেন, রাজ্যপালকে নিশানা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর