এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মমতার ভাগ্য নির্ধারণে ভোট চলছে ভবানীপুরে

নিজস্ব প্রতিনিধি: ঘড়ির কাঁটায় কাঁটায় ৭টা বাজতেই কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সবকটি বুথে শুরু হয়ে যায় ভোটদানের পালা। কার্যত এদিন ভবানীপুরের দিকে তাকিয়ে থাকছে সারা বাংলা। কেননা এই ভোট নয় নিছক উপনির্বাচন, কার্যত এই ভোটেই তৃণমূলসুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ করে দিতে চলেছে। যেহেতু তৃণমূলনেত্রী এখন বিধায়ক নন, তাই তাঁকে মুখ্যমন্ত্রী পদ ধরে রাখতে গেলে এই উপনির্বাচনে জিততেই হবে। ১০ বছর আগে প্রথম বার মুখ্যমন্ত্রী পদে বসার পর এই বিধানসভা কেন্দ্র থেকেই জিতে প্রথম বার বিধানসভায় গিয়েছিলেন মমতা। তার আগে বরাবর তিনি লোকসভার সাংসদ হিসেবে জনপ্রতিনিধিত্ব করেছেন। মমতা যে জিতবেন, তা নিয়ে তৃণমূলের কোনও স্তরেই কোনও সংশয় নেই। কিন্তু তৃণমূল তথা মমতার কাছে এই লড়াই আরও গুরুত্বপূর্ণ ব্যবধানের কারণে। বিধানসভা ভোটে ভবানীপুর থেকে জিতেছিলেন তৃণমূলের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। মমতার জন্যই তিনি কেন্দ্রটি ছেড়ে দিয়েছেন। শোভনদেবের জয়ের ব্যবধান ছিল ২৭ হাজারের কিছু বেশি। এই উপনির্বাচনে  মমতার জয়ের ব্যবধান তার চেয়েও বেশি রাখতে চায় তৃণমূল। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে দিন সকাল ৯টা পর্যন্ত ভবানীপুরে ৭.৫৭ শতাংশ ভোট পড়েছে ভবানীপুরে। 

নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে, এদিন ভবানীপুরের ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য। সেই সঙ্গে প্রতিটি বুথেই থাকছে সিসিটিভি ক্যামেরা এবং মাইক্রো অবজারভার। বুথে বুথে ঘুরছেন পুলিশ পর্যবেক্ষক। সব মিলিয়ে এদিন ভবানীপুরে প্রায় সাড়ে তিন হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, ৫ জন জয়েন্ট সিপি, ১৪ জন ডেপুটি কমিশনার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১০০ জন ট্রাফিক সার্জেন্ট মোতায়েন থাকছেন ভোটপর্ব নির্বিঘ্নে পার করে দেওয়ার জন্য। তবে তাঁর মধ্যেও রাজনীতির পারা চড়তে শুরু করেছে। ভোট শুরু হতেই ১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। একই সঙ্গে বুথে বুথে ঘুরতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছেন তিনি। প্রশ্ন তুলেছেন, ‘১৪৪ ধারা জারি রয়েছে। তাও বুথের ২০০ মিটারের মধ্যে কী ভাবে দোকান খোলা থাকে? ঠিকমতো ভোট হলে আমরাই জিতব।’ যদিও ১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ অস্বীকার করেছে কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, মক পোলের জন্য ওই বুথে ভোট শুরু হতে একটু দেরি হচ্ছে। কোনও ইভিএম বিভ্রাট হয়নি বলেও জানানো হয়েছে কমিশনের তরফে।

মুখ্যমন্ত্রীকে জেতাতে এদিন সকাল থেকেই সক্রিয় হয়ে উঠেছে তৃণমূল নেতারা। চেতলায় নির্বাচনী কার্যালয়ে বসে তদারকি করছেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। সেখান থেকেই এদিন তিনি কটাক্ষ করে বলেন, ‘গণতন্ত্রের উৎসবে নির্ভয়ে ও আনন্দে ভোট দিন। প্ররোচনা ছড়াবেন না, প্ররোচনায় জড়াবেন না। বিজেপি প্রার্থী ভুলভাল বকে চলেছেন। ১২৬ নম্বর বুথে মক পোলের জন্য দেরি হয়েছে, কোনও ইভিএম বিভ্রাট হয়নি। সকাল থেকে কমিশনকে পাগল করে দিচ্ছেন তিনি। দেখলেন তো বুথ জ্যামের অভিযোগ খারিজ করে দিয়েছে। নাচতে না জানলে উঠোন বাঁকা, উনি নিজের হারের অজুহাত খুঁজছেন।’ তৃণমূলের পাশে দাঁড়িয়ে এদিন বিজেপি প্রার্থীকে কটাক্ষ হানতে ছাড়েননি ভবানীপুরের বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাসও। তিনি বলেছেন, ‘১৪৪ ধারা জারি থাকা এলাকায় দোকানপাট খোলা থাকলে অসুবিধা নেই। কারণ এটা মানুষের রুজি রুটির ব্যাপার। শুধু দেখতে হবে ভোটে কোনও প্রভাব পড়ছে কি না।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাওয়া বড় বেগতিক, পুলিশের সঙ্গে যোগাযোগ রাজভবনের ৩ কর্মীর

জাঙ্গিপাড়া থেকে কেন্দ্রীয় বাহিনীর পুরো টিমকে সরানো হয়েছে : মুখ্য নির্বাচনী আধিকারিক

বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৭ লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৭৩ শতাংশ

শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ৬ জেলায় কমলা সর্তকতা জারি

কমিশনের নির্দেশে ভূপতিনগর ও পটাশপুর থানার নতুন ওসিরা দায়িত্ব নিলেন

প্রচারের শেষ লগ্নে ঝড়, ২৭ মে সুদীপের হয়ে পদযাত্রা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর