এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মমতার রূপশ্রীর দৌলতে বিয়ের পিঁড়িতে মূক-বধির তরুণী

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েদের বিয়ের জন্য চার বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) চালু করেছিলেন ‘রূপশ্রী’(Rupasree) প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বিবাহযোগ্যা তরুণীদের রাজ্য সরকারের(West Bengal State Government) তরফে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। ২০১৮ সাল থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত ৩টি অর্থবর্ষ মিলিয়ে প্রায় ১১ লক্ষ তরুণী এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। আর সেই বাবদ গত অর্থবর্ষ পর্যন্ত রাজ্য সরকার প্রায় ৩০০০ কোটি টাকা খরচ করেছে। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতর সূত্রে জানা গিয়েছে বর্তমানে প্রায় ১২ লক্ষ তরুণী এই প্রকল্পের আওতায় রয়েছেন। স্বাভাবিক ভাবেই এই প্রকল্প এখন দেশজোড়া মানুষের শুধু যে নজর কেড়ে নিয়েছে তাই নয়, সুনাম ও প্রশংসাও কুড়িয়েছে। এবার সেই রূপশ্রী প্রকল্পের মাধ্যমেই এক মূক-বধির তরুণীর বিয়ে হতে চলেছে। আগামী ৩ ডিসেম্বর সেই বিয়ে। আর এখানেই সামনে এসেছে মুখ্যমন্ত্রীর চালু করা প্রকল্প কতখানি গুরুত্বপূর্ণ বাংলার জন্য।

জানা গিয়েছে, কলকাতার কান ঘেঁষে থাকা রাজারহাট নিউটাউন থানা এলাকার জ্যোতিনগরের বাসিন্দা ওই তরুণীর নাম স্বপ্না মজুমদার(Swapna Majumdar)। বছর ৩০’র ওই তরুণী বিধাননগর পুরনিগমের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। স্বপ্নার বাবা স্বপন মজুমদার সামান্য দিনমজুর। স্বপ্না যেহেতু কথা বলতে পারেন না ও কানেও শুনতে পান না তাই তাঁর প্রতিবন্ধী সার্টিফিকেট রয়েছে। কিন্তু তারপরও মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলেন স্বপনবাবু। তবে সেই চিন্তা অনেকটাই কমে যায় তাঁর মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ আসায়। কেননা যে যুবকের জন্য এই বিয়ের সম্বন্ধ এসেছিল তিনিও মূক ও বধির। এহেন পাত্রকে হাতছাড়া করতে দিতে চাননি স্বপনবাবু। তাই বিয়ে ঠিক করে ফেলেন। কিন্তু চিন্তা হয়ে দাঁড়িয়েছিল বিয়ের খরচ কীভাবে উঠবে তা নিয়েই। শেষে সমস্যার সমাধান হয় এলাকার কাউন্সিলর মনোরঞ্জন ঘোষের মাধ্যমেই। তিনি স্বপনবাবুকে বিধাননগর পুরনিগমে পাঠিয়ে রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে বলেন।

সেইভাবেই মেয়েকে সঙ্গে নিয়ে গিয়ে স্বপ্নাকে দিয়েই আবেদন জানান স্বপনবাবু। সঙ্গে দেন মেয়ের বিয়ের কার্ড। সেই আবেদনের অনুমোদনও মেলে দ্রুততার সঙ্গে। তার জেরেই এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্বপ্না। আর এই ঘটনায় রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপণ করেছেন স্বপনবাবুকে। একই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন এলাকার কাউন্সিলর মনোরঞ্জনবাবুকে এবং বিধানননর পুরনিগমের রূপশ্রী প্রকল্প রূপায়ণের দায়িত্বে থাকা আধিকারিক অংশুমান ধরকেও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভাঙড়ে রবিবার দুপুরে প্লাস্টিক কারখানায় বিধ্বংস আগুন, এলাকায় আতঙ্ক

আগামী ৫ মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

ভোটের কাজে এবার নেওয়া হচ্ছে স্কুলবাসও

প্রতিপক্ষের নাম ‘লক্ষ্মীর ভান্ডার’, হাড়ে হাড়ে টের পাচ্ছে বিরোধীরা

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, বাগুইহাটিতে ছড়িয়েছে উত্তেজনা

২৬ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি সোমবার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর