এই মুহূর্তে




সাপের থেকেও ক্ষতিকর এই ধরনের মানুষ, এদের থেকে সর্বদা দূরে থাকুন

নিজস্ব প্রতিনিধি: কিছু মানুষ রয়েছেন যাদের মুখে মিষ্টি, কিন্তু হৃদয়ে বিষ। এরা সামনাসামনি অত্যন্ত ভাল ব্যবহার করে। পিছন থেকে ছুরি মারা এদের স্বভাব। এই সমস্ত মানুষের থেকে সাবধান হন।

আচার্য চাণক্য শুধু রাজনীতি নয়, সমাজের প্রতিটি দিক সম্পর্কে গভীর ধারণা দিয়ে গিয়েছেন। তাই তিনি সমাজকে সচেতন করে গিয়েছেন নিজের অর্থশাস্ত্র গ্রন্থের মাধ্যমে। চাণক্য বলেছেন, কিছু মানুষ বিষাক্ত সাপের থেকেও ক্ষতিকর হয়। এরা জীবনে থাকলে ছোবল মারবেই। তাই এদের থেকে যত দূরে থাকা যায় ততই ভাল। চানক্য নীতি অনুসারে যারা অত্যন্ত ঈর্ষাপরায়ণ এবং স্বার্থপর, তাদের থেকে সর্বদা দূরত্ব বজায় রাখা উচিত।

জীবনে যদি কখনও কঠিন সময়ও আসে, তখনও এই ধরনের মানুষের সাহায্য নেওয়া উচিত নয়। কারণ লোভ এবং ঈর্ষার কারণে এরা ক্ষতি করে। অহংকারী এবং স্বার্থপর মানুষের থেকে দূরে থাকা ভাল, এদের কখনওই বিশ্বাস করা উচিত নয়। মনে রাখবেন, এরা সামনে ভাল ব্যবহার করলেও কখনও না কখনও আপনার পেছনে সেই ছুরি মারবেই।

যারা খুব বেশি রসিকতা করে তাদের থেকেও দূরে থাকুন। এরা শুধুমাত্র নিজের প্রশংসা পাওয়ার লোভে আপনাকে সকলের সামনে অপমান করতে দু’বার ভাববে না। যারা মাঝেমধ্যেই রেগে যান তাদের থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চলুন।  রাগ ব্যক্তিকে ভুলিয়ে দেয় ঠিক-ভুলের মধ্যে পার্থক্য করতে। এইরকম ব্যক্তি যে কোন মানুষের ক্ষতি করতে পারে।

যারা মাদকাসক্ত তাদের থেকে দূরে থাকুন। এরা নিজেদের আসক্তি মেটানোর জন্য যে কোনও কিছু করতে পারেন। এদের থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চলা বুদ্ধিমানের কাজ। তাই এ ধরনের মানুষকে কখনও কোনও গোপন কথা বলবেন না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শীতের সময় বাড়িতে বয়স্ক মা-বাবাকে সুস্থ রাখতে এই বিষয়গুলিতে নজর দিন

বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে একটি আমপাতার গুণে

তাপমাত্রা কমতেই চড়চড় করছে ঠোঁট? কোমল ও আর্দ্র রাখতে যা করবেন

পুরোহিতের প্রয়োজন নেই, রাসপূর্ণিমায় বাড়িতে নিজেই রাধা-কৃষ্ণের পুজো করুন, কী উপায়ে?

মৃত্যু হোক বা টাকা! এই ৫টি শুভ স্বপ্ন দেখলে ভুল করেও কাউকে বলবেন না

লাল চা নাকি গ্রিন টি, শরীরের জন্য কোনটা উপকারী? রোজকার অভ্যাসের আগে জেনে নিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ