এই মুহূর্তে




পুজোয় ঘুরে ঘাম, ধুলো-বালিতে নষ্ট হয়েছে চুল? এইভাবেই ফিরে পান হারানো জেল্লা

নিজস্ব প্রতিনিধি: পুজো মানেই স্টাইল। নানা ধরনের ড্রেসের সঙ্গে মিলিয়ে চুলের হরেকরকম স্টাইল। পুজোর সাজে মুখের সঙ্গে মানান সই করতে কেউ করেছেন স্ট্রেটনিং আবার কেউ করেছেন কার্ল। এমনকি শ্যাম্পু করে তাড়াহুড়ো করে বের হওয়ার জন্য আবার কেউ চুল শুকোতে হেয়ার ড্রায়ারের ব্যবহার করেছেন। সেই সঙ্গেই এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘোরাফেরার সময় ঘাম, ধুলো মিলে মিশে এক হয়ে গিয়েছে। সবমিলিয়ে চুলের একেবারে যাতা দশা। পুজো শেষে চুল পড়া,শুষ্কতা, খুশকি নিয়ে জেরবার। ভাবছেন কীভাবে ফেরাবেব চুলের জেল্লা। সামান্য কিছু পদ্ধতি মেনে চললেই ফিরবে চুলের স্বাস্থ্য।

১. চুলে ভালো করে শ্যাম্পু করুন। তাতে চুল থেকে তৈলাক্তভাব, ময়লা যাবে। স্ক্যাল্প স্বাস্থ্যকর না হলে চুলের ক্ষতির সম্ভাবনা বেশি থাকে।

২. চুল পড়া কমাতে ভাল করে মাসাজ করুন কারণ স্ক্যাল্পে রক্ত সঞ্চালন হলে চুলের গোড়া শক্ত হয়। মাসাজে ক্লান্তি দূর হবে এবং কমবে চুল পড়ার সমস্যা।

৩. হেয়ার মাস্ক ব্যবহার করুণ চুলের শুষ্কতা দূর করতে। ৩০ মিনিট পর হেয়ার মাস্ক জল দিয়ে ধুয়ে ফেলুন। হেয়ার মাস্কে দই রাখতে পারেন। কলা দিলেও চুল সিল্কি হয়।

৪. হেয়ার মাস্ক ধুয়ে স্টিম ট্রিটমেন্ট করাতে পারেন। এতে চুলের ডগা ফাটার সমস্যা কমবে ও চুল নরম, মোলায়েম হবে। সেই সঙ্গেই কমবে চুল পড়ার সমস্যা।

৫. শেষে কন্ডিশনার ব্যবহার করুণ। এতে চুলে জট পড়ার সমস্যা কমবে ও নরম এবং উজ্জ্বল দেখাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাজারে নকলের রমরমা, রইল শীতের খাঁটি নলেন গুড় চেনার ৫ উপায়

বাড়িতে তুলসী গাছ শুকিয়ে গিয়েছে? কোন অশুভ সঙ্কেতের ইঙ্গিত, কী বলছেন চাণক্য?

পিতৃ দোষের প্রভাব থেকে মুক্তি পেতে মার্গশীর্ষ অমাবস্যায় করুন সহজ প্রতিকার

শীতের কলকাতাকে ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে পরিবহণ দফতর

উৎপন্না একাদশীতে করুন তুলসীর এই বিশেষ প্রতিকার, পাবেন দেবী লক্ষ্মীর আশীর্বাদ

ভাঙা সম্পর্ক আবার হয়ে উঠবে মধুর, শুধু মেনে চলুন এই কটি বাস্তু টিপস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ