এই মুহূর্তে




ভারতের প্রতিটি রাজ্যে রয়েছে দীপাবলির ভিন্ন গল্প, জেনে নেওয়া যাক বিশদে

নিজস্ব প্রতিনিধি: দীপাবলিতে রঙ্গোলি এখন ট্রেন্ড। ভারতের প্রতিটি রাজ্যে রঙ্গোলি দেওয়া হয় ঠিকই, তবে নকশা একরকম হয় না। বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে নানা রাজ্যে রঙ্গোলি তৈরি করা হয়। কিছু ক্ষেত্রে মাটি ব্যবহার করা হয়, কিছুতে আবার ফুলের ব্যবহার চোখে পড়ে। ভারতের প্রতিটি রাজ্যের আলাদা রঙ্গোলি পদ্ধতি এবং অর্থ রয়েছে। আসুন আজ এই বিষয়ে জানা যাক। 

১. কোলাম (তামিলনাড়ু)

দক্ষিণ ভারতে রঙ্গোলিকে কোলাম বলা হয়। চালের গুঁড়ো বা সাদা গুঁড়ো দিয়ে এখানে রঙ্গোলি তৈরি করা হয়। সাধারণত প্রতিদিন সকালে দক্ষিণ ভারতে বাড়ির উঠোনে কোলাম আঁকা হয়। তবে, দীপাবলির সময় নানা রকমের গুঁড়ো রঙ, প্রদীপ এবং ফুল দিয়ে কোলামকে আরও উজ্জ্বল করা হয়। কোলামের নকশায় বিন্দু এবং বিভিন্ন আকার থাকে। ছিমছাম কোলাম দৃষ্টি আকর্ষণ করে সবাই। 

২. মুগ্গুলু (অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা)

এখানে রঙ্গোলিকে মুগ্গুলু বলা হয়। এই রঙ্গোলি বিশেষত দীপাবলি এবং সংক্রান্তির উৎসবের সময় করা হয়। দীপাবলির সকালে মহিলারা দরজার কাছে এই রঙিন নকশা তৈরি করেন।

৩. আল্পনা (পশ্চিমবঙ্গ)

পশ্চিমবঙ্গে দীপাবলি উদযাপিত হয় কালী পুজো হিসেবে। এই দিনে গৃহস্থ বাড়িতে বাড়িতে লক্ষ্মীর পা, প্রদীপ, পদ্ম ফুল এবং স্বস্তিক চিহ্ন আঁকা হয়। সাধারণত চালবাটা বা খড়িমাটি দিয়ে আল্পনা দেওয়া হয়। ইদানিং সময়ে ফেবরিক বা অ্যাক্রিলিক রঙ দিয়েও আল্পনা আঁকা হয়। 

৪. চৌক পূর্ণা (উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্য ভারত)

উত্তর ভারতে দীপাবলিতে চৌক পূর্ণা বা অরিপান তৈরি করা। এটিই উত্তর ভারতের ঐতিহ্য। গোবর, মাটি এবং চালের মিশ্রণ দিয়ে চৌক পূর্ণা দেওয়া হয়। এর নকশা বৃত্তাকার বা বর্গাকার হয় সাধারণত। এছাড়া বিভিন্ন আকারের ফুল, পাতা এবং প্রদীপ দিয়ে তৈরি নকশা তৈরি করা হয়। বিশ্বাস করা হয় যে চৌক পূর্ণা বা অরিপান দেবী লক্ষ্মীকে গৃহে আহ্বান জানায়। ঘরে সুখ ও শান্তি বজায় থাকে। 

৫. মণ্ডানা (রাজস্থান ও মধ্যপ্রদেশ)

রাজস্থান ও মধ্যপ্রদেশের গ্রামগুলিতে রঙ্গোলিকে মণ্ডানা বলা হয়। এটি দেওয়াল এবং মেঝেতে লাল মাটির উপর সাদা চুন বা কাদামাটি ব্যবহার করে তৈরি করা হয়। এর নকশায় ময়ূর, উট, সূর্য, মন্দির এবং প্রদীপের ছবি আঁকা হয়। দীপাবলির সময় ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এটি অত্যন্ত যত্ন এবং মনোযোগ সহকারে তৈরি করা হয়।

৬. সাঁঝি  (মথুরা এবং বৃন্দাবন)

সাঁঝি হল ভগবান কৃষ্ণ এবং রাধার গল্পের সঙ্গে সম্পর্কিত। রঙিন মাটি, ফুলের পাপড়ি এবং শুকনো রঙ ব্যবহার করে সুন্দর চিত্রকর্ম তৈরি করা হয় সাঁঝিতে।  দীপাবলি এবং কালী পুজোর সময় এই রঙ্গোলি অত্যন্ত জনপ্রিয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

রাস্তার মধ্যেই মহিলাকে জোরপূর্বক চুমু খেয়ে পালাল দুষ্কৃতী, সাঙ্ঘাতিক ঘটনা যোগী রাজ্যে

পদ্ম রাজ্যে সন্ত্রাসের শিকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিড়িক, আবেদন ছাড়াল ৭৫ হাজার, শুরু বাছাই

ব্রিটিশ পুলিশের হাত থেকে রক্ষা করেছিলেন স্বয়ং মা কালী, কোথায় সেই মন্দির?

৫০০ বছর আগে শ্মশানঘাটে দেবীর আবির্ভাব কীভাবে? পুরুলিয়ার শাঁকড়া গ্রামে পূজিত দেবী

কালীপুজোয় দক্ষিণেশ্বর, কালীঘাট ও তারাপীঠে থাকে মায়ের বিশেষ ভোগের আয়োজন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ