26ºc, Rain
Sunday, 14th August, 2022 12:18 pm
নিজস্ব প্রতিনিধি, পাটনা: একশো নম্বরের যে কোনও বিষয়ের পরীক্ষায় (Exam) একজন পড়ুয়া সর্বোচ্চ কত নম্বর পেতে পারে? খুব বেশি হলে সে ১০০তে ১০০ পেতে পারে। অঙ্ক (Maths) পরীক্ষায় অনেকেই একশোর মধ্যে একশো পেয়ে থাকেন। কেউ কেউ ১০০-য়ের মধ্যে ১০০ না পেলেও পান ৯৫। কেউ পায় তার থেকে কম। অঙ্কে যাদের ভয় তাদের লক্ষ্য থাকে যে করে হোক পাশ কররা নম্বরটুকু পেলেই হল। আর যারা ভালো ছাত্র, তাদের লক্ষ্য যত বেশি নম্বর পাওয়া। তবে সব বিষয়ে ১০০ তে ১০০ পাওয়া যায় না (100 out of 100) । যেমন ভাষার পরীক্ষায়। ১০০ তে ১০০ পাওয়া প্রায় কল্পনার অতীত। তেমনই একটি বিষয় রাষ্ট্রবিজ্ঞান( Political Science) । যেখানে ১০০ তে ১০০ পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু বিহারের এক পড়ুয়া এই বিষয়ের পরীক্ষায় পেয়েছে ১৫১।
পড়ে মনে হতে পারে সাত সকালে ঘোর বর্ষায় আষাঢ়ে গল্প লিখতে বসেছে। তিন সত্যি করে বলছি, যা পড়ছেন একেবারে ঠিক পড়ছেন। এই পড়ুয়া দ্বারভাঙা (Darbhanga) জেলার ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। পার্ট-২-য়ের পরীক্ষার ফোর্থ পেপারে সে এই নম্বর পেয়েছে। মার্কশিট পেয়ে তার মাথা বোঁ বোঁ করে ঘুরতে শুরু করে। একা তার নয়, বিশ্ববিদ্যালয়ের (University) বাকি পড়ুয়া এবং অধ্যাপকের অবস্থাও ওই ছাত্রের মতো হয়েছিল। পড়ুয়া জানিয়েছে, মার্কশিট হাতে পাওয়ার পর সে রীতিমতো ঘাবড়ে যায়।
বিস্ময়ের শেষ এখানেই নয়। ওই বিশ্ববিদ্যালয়ের আরও এক পড়ুয়া অ্যাকাউন্টিং এবং ফাইনান্সের (Accounting and Finance) চতুর্থ পত্রে শূন্য পেয়েছে। সে আবার পার্ট থ্রিতে ভর্তিও হয়ে গিয়েছে।