এই মুহূর্তে




জঙ্গি সংগঠন হেফাজতের হুমকিতে নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ করল মোল্লা ইউনূসের সরকার




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে এবার মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় নিষেধাজ্ঞার মুখে ধর্ম আর জাতির নামে বজ্জাতির বিরুদ্ধে সরব হওয়া মরমী সাধক লালন ফকির। তালিবানিদের মতোই গানবাজনা ইসলাম বিরোধী এমন ফতোয়া জারি করে ঢাকার অদূরে নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ করে দিল জেলা প্রশাসন। যদিও মেলা বন্ধের হোতা জেলা প্রশাসক মোহাম্মদ মামুদুল হক দাবি করেছেন, কট্টর মৌলবাদী তথা জঙ্গি সংগঠন হেফাজতে ইসলামের নেতারা মেলা বসলে সব কিছু আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তাই অশান্তি এড়াতে মেলা বন্ধ করে দেওযা হয়েছে। কিছু মুসুল্লি আর জঙ্গিদের কথায় দীর্ঘদিনের মেলা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ লালন ভক্ত ও অনুরাগীরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘সত্যিই কী দেশে তালিবানি জমানা শুরু হল।’

দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামে ‘মুক্তিধাম আশ্রম ও লালন আকাদেমি’ মহতী সাধুসঙ্গ ও লালন মেলার আয়োজন করে আসছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালন ভক্ত ও অনুরাগীরা ওই মেলায় হাজির হন। চলে লালনগীতি নিয়ে চর্চা ও গান পরিবেশন। এবারও শুক্র (২২ নভেম্বর) ও শনিবার (২৩ নভেম্বর) ‘লালন মেলার’ আয়োজন করা হয়েছিল। মেলায় যোগ দিতে দূর-দূরান্ত থেকে হাজির হয়েছিলেন লালন ভক্তরা। কিন্তু মহতী সাধুসঙ্গে অংশ নেওয়ার সুযোগ হয়নি।

‘লালন মেলা’ ও ‘বাউল গান’ ইসলাম ধর্ম বিরোধী এমন ফতোয়া নিয়ে আসরে হাজির হয় কট্টরপন্থী ইসলামি সংগঠন হেফাজতে ইসলাম। গত সপ্তাহেই মুক্তিধাম আশ্রমের সামনে ঈদগাহ ময়দানে এক সভা করে সংগঠনটি। ওই সভায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির তথা জঙ্গি নেতা আবদুল আউয়াল। ‘লালন মেলা’ ও ‘গান-বাজনার’ আয়োজন হলে সবাইকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দেন তিনি। আর জঙ্গি নেতার সেই হুমকিতেই ঠকঠকিয়ে কাঁপতে শুরু করেন প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্তারা। মেলার আয়োজকদের ডেকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়, ‘ইসলাম বিরোধী কিছু করা যাবে না। মেলা বন্ধ রাখতে হবে।’ জেলা প্রশাসনের হুমকির মুখে শেষ পর্যন্ত মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন মুক্তিধাম ও লালন আকাদেমির কর্ণধার ফকির শাহ জালাল।

শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে খানিকটা হতাশ কণ্ঠে তিনি বলেন, ‘বেশ কয়েক বার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছি। বলেছি, কোনও মাইক লাগাব না। নিজেদের জমির মধ্যে ত্রিপল খাটিয়ে লালন সাঁইকে নিয়ে চর্চা করব। কিন্তু সেই অনুমতিটুকু দেওযা হয়নি। যারা মেলায় অংশ নেওয়ার জন্য এসেছিলেন, তাদের জীবন যাতে বিপন্ন না হয়, তার জন্য তড়িঘড়ি বাড়ি পাঠিয়ে দিয়েছি। নিজের ঘরেই বন্দি হয়ে রয়েছি। এমন অস্বস্তি নিয়ে কখনও কাটাইনি।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাক্ষাৎ মা লক্ষ্মীর রূপ, আপনার পায়ে এই চিহ্নগুলো আছে কিনা নিজেই দেখে নিন

কালো প্লাস্টিকের বাসনে খাবার খাচ্ছেন ? আজ থেকেই সাবধান হন…

কমলাকে হারিয়ে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প

মোল্লা ইউনূসের কাছে নতজানু দিল্লি! মোদিতে মোহভঙ্গ বাংলাদেশি হিন্দুদের

চিন্ময় প্রভুর জামিন শুনানি এগিয়ে আনার আর্জি ফের খারিজ, ২ জানুয়ারি পর্যন্ত জেলেই

বিশ্বের সেরা ১০ মহিলা ধনকুবেরকে চেনেন? রইল তালিকা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর