এই মুহূর্তে




পুজো উপহার, গরিবদের জন্য এক টাকায় নতুন জামা-জুতো




নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: আর মাত্র তিন দিন। তার পরেই বাঙালি হিন্দুদের প্রাণের উ‍ৎসব দুর্গাপুজো (Durgapujo)। আর সেই প্রাণের উ‍ৎসবে নতুন জামা-কাপড় পরে দেবী দর্শন করতে চায় সবাই। কিন্তু সাধ থাকলেও অনেকেরই সাধ্য থাকে না নতুন জামাকাপড়, শাড়ি ও জুতো কেনার। ফলে অনেকেরই মন খারাপ হয়। আনন্দের উ‍ৎসবে যাতে কারও নতুন পোশাক না পেয়ে মন খারাপ না হয়, তা সুনিশ্চিত করতে এগিয়ে এল বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন (Vidyanando Foundation)। চট্টগ্রাম মহানগর পুলিশের (CMP) সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজন করেছে ‘আমার আনন্দ’ নামে এক কর্মসূচি। মাগ্গিগণ্ডার বাজারে যেখানে এক টাকায় চকলেটও মেলে না, সেখানে এক টাকা দিলেই মিলছে নতুন পোশাক, জুতো। আর সেই পোশাক-জুতো কিনতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে চট্টগ্রামের জেএমসেন হলে।

আগামী শনিবার দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব দুর্গাপুজো। আর সেই খুশির দিনে যাতে কাউকে মন খারাপ করে ঘরের খিল এঁটে মুখভার করে বসে থাকতে না হয় তার জন্য চট্টগ্রাম মহানগর পুলিশ ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজন করেছে বিশেষ পুজোর বাজার। বুধবার জে এম সেন হলে ওই বিশেষ পুজো বাজারের উদ্বোধন করেন চট্টগ্রামের পুলিশ কমিশনার (CMP Commissioner) কৃষ্ণপদ রায় (Krishnapada Roy)। তাঁর কথায়, ‘সাধারণ মানুষ যাতে পুজোর সময় কষ্ট নিয়ে ঘরে বসে না থাকে তার জন্যই বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগের সঙ্গে সামিল হয়েছি। সাধারণ মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে এই উদ্যোগের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।’

বিশেষ পুজোর বাজারের আয়োজক বিদ্যানন্দ ফাউন্ডেশনের (Vidyanando Foundation) অন্যতম সদস্য জামালউদ্দিন (Jamaluddin) সাংবাদিকদের জানান, ‘শারদ আনন্দ ঘিরে ঢাকা-চট্টগ্রামের ১০ হাজার মানুষের মধ্যে নতুন জামাকাপড়-জুতো দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ সমীক্ষার মাধ্যমে ১০ হাজার গরিব পরিবারকে চিহ্নিত করা হয়েছে। প্রতি পরিবারের দুই শিশু ও একজন প্রাপ্তবয়স্ক মানুষ এক টাকার বিনিময়ে নতুন পোশাক-জুতো কেনার সুবিধা পাবেন। যারা দূরে থাকেন তাঁদের যাতায়াতের সুবিধার জন্য বিনামূল্যের বাস পরিষেবাও রাখা হয়েছে।’

‘আমার আনন্দ’ শীর্ষক বাজারে এদিন খোঁজ মিলল ঝিনুক দাস নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর। এক টাকায় নতুন জামা কিনতে পেরে বেজায় খুশি ছোট্ট ঝিনুক। ঘুরতে-ঘুরতে দেখা হয়ে গেল দুই সন্তান নিয়ে নতুন জামাকাপড় সংগ্রহ করতে আসা এক বেসরকারি চাকরিজীবী। কথায়-কথায় বলেই ফেললেন, ‘যে টাকা বেতন পাই, তাতে পরিবারের সবাইকে নতুন জামাকাপড় কিনে দেওয়া সম্ভব নয়। বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক টাকার বাজার আমার মতো ছাপোষা মানুষের মুখে হাসি ফুটিয়েছে।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ফের উত্তাল ঢাকা, নিরাপত্তায় মোতায়েন যৌথবাহিনী

ইনস্টাগ্রামে লাইভে ফাঁস দিয়ে আত্মঘাতী স্বামী, ৪৪ মিনিট ধরে ভিডিয়ো দেখেও বাধা দিলেন না স্ত্রী ও শাশুড়ি

কোথায় অন্ধকারের বেতাজ বাদশা দাউদ? চাঞ্চল্যকর তথ্য জানাল ChatGpt-Grok

লজ্জা! বাংলাদেশে শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পাকড়াও ভারতীয় ইঞ্জিনিয়র

দিঘার সমুদ্রে মিলল প্রবাল-খেকো মাছের সন্ধান

শুক্রবার বিকেলেই আছড়ে পড়বে কালবৈশাখী? দুঃসংবাদ শোনাল আবহাওয়া দফতর

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর