এই মুহূর্তে




রাত পোহালেই মহালয়া, অনাদরে থাকা রেডিও সারাতে তৎপর বাঙালি

নিজস্ব প্রতিনিধি: আশ্বিণের শারদপ্রাতে

বেজে উঠেছে আলোকমঞ্জির,

ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা,

প্রকৃতির অন্তরাকাশে জ্যোতির্ময়ী জগন্মাতার আগমনবার্তা

রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা। এই একটি দিনে প্রতিটি গৃহস্থ পরিবারে একদিনের রাজা হয়ে ওঠে রেডিও। সারা বছর তার কোনও আদরযত্ন নেই, এই একটি দিনে বাঙালি মানেই যেন রেডিও ছাড়া গতি নেই। যতই ইউটিউব আসুক বা ফোনের এফএম থাকুক, মহালয়ার ভোরে আধো ঘুম আধো জাগরণে কানের পাশে রেডিও রেখে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী শোনার যে আবেগ তার সঙ্গে আর কোনও কিছুর তুলনা হয় না।

মহিষাসুরমর্দিনী শুনতে তো রেডিও দরকার। কিন্তু সারা বছর তো তার কোনও আদর নেই। ফলে খারাপ হতে বাধ্য। মহালয়ার আগের দিন তাই চারদিকে ভিড় জমছে রেডিও সারাইয়ের জীবনে। পুরনো রেডিও যেভাবেই হোক সারিয়ে দিতে হবে, এই তো এখন প্রতিটি গৃহস্থ ঘরের দাবি। অথচ সারা বছর তাঁদের দেখা মেলে না। তাই এই মহালয়ার সময়ের জন্য অপেক্ষা করে থাকেন যারা রেডিও সারাইয়ের কাজ করেন তাঁরা। এই সময়ই যেন তাঁদের লক্ষ্মীলাভের সময়। নতুন প্রজন্মও মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনী শোনে। কিন্তু তাঁদের আবার রেডিওর প্রতি তত টান নেই। এখন তো ইউটিউবে সব কিছুই পাওয়া যায়। তাই তাদের রেডিওর প্রতি টান্ন কম। তাই সারাই মিস্ত্রিরাও বলছেন দিনে দিনে রেডিও সারাইয়ের সংখ্যা কমছে। তাঁদের আশঙ্কা আগামী দিনের হয়তো রেডিও বলে কিছু আর থাকবে না।

অথচ প্খরতিটি মানুষই এক কথায় স্বীকার করেন টিভি, মোবাইল যতই আসুক, মহালয়ায় ভোরের আলো ফোটার আগে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘আশ্বিনের শারদ প্রাতে’ শোনার যে অনুভূতি তা আর কিছুতেই নেই। কোনওদিন হবেও না। প্রসঙ্গত, ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানটি ১৯৩১ সালে আকাশবাণীতে প্রথম সম্প্রচারিত হয়েছিল।পৃথিবীর বেতার ইতিহাসে দীর্ঘ সময় ধরে সম্প্রচারিত স্থায়ী বেতার অনুষ্ঠান এটি। দেড় ঘণ্টার এই অনুষ্ঠানে শ্রীশ্রীচণ্ডী বা দুর্গা সপ্তসতী থেকে গৃহীত দেবী  চণ্ডীর স্তোত্র বা চণ্ডীপাঠই মূল উপভোগ্য। প্রথমদিকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হত। ১৯৬৬ সাল থেকে রেকর্ড করা অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানটি এতটাই জনপ্রিয় হয় যে আজ প্রায় ৯২ বছর পরেও এর আমেজ ও মহিমায় বিন্দুমাত্র ভাটা পড়েনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজোর মুখে খড়্গপুর IIT-তে ফের ছাত্রমৃত্যু, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার

সিপিএম নেতার মুখে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের ভূয়সী প্রশংসা

মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ তিন পুজোর উদ্বোধন, শহরে সূচনা প্রতিমা দর্শনের

রাজ্য ভোটার তালিকায় শতায়ু কতজন, জানতে চায় নির্বাচন কমিশন

কারা মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে সাত দিনের হেফাজতে চাইল ইডি

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, দশম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ