এই মুহূর্তে




চরম নিষ্ঠুরতা! ২৭ বছর ধরে মেয়েকে ঘরে আটকে রেখে অত্যাচার বাবা-মায়ের

নিজস্ব প্রতিনিধি: নিষ্ঠুর বাবা-মা! ২৭ বছর ধরে মেয়েকে আটকে রেখেছিলেন পোল্যান্ডের এক দম্পতি। অবশেষে জুলাই মাসে তাঁকে উদ্ধার করা হলেও অক্টোবরে বিষয়টি সামনে এসেছে। ঘটনাটি দক্ষিণ পোল্যান্ডে। সূত্রের খবর, যখন মেয়েটির প্রতিবেশী ও শুভাকা ঙ্ক্ষীরা কোনও উৎসবের জন্যে তহবিল সংগ্রহ করছিলেন, তখনই বিষয়টি সামনে আসে। মেয়েটির নাম মিরেলা, তাঁকে প্রায় ২৭ বছর ধরে তাঁর বাবা-মা বন্দী করে রেখেছিলেন বলে অভিযোগ। পোল্যান্ডের একটি স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, সম্প্রতি ওয়ার্সা থেকে প্রায় ১৮০ মাইল দূরে অবস্থিত সুইটোক্লোইচ থেকে এই মর্মান্তিক ঘটনাটি প্রকাশ্যে আসে। যখন একটি ফ্ল্যাটে মেরিলার বাবা-মায়ের মধ্যে তীব্র অশান্তি শুরু হয়েছিল।

এরপর তাঁদের গোলমালের আওয়াজে বিরক্ত হয়ে পুলিশকে ফোন করেন প্রতিবেশীরা। তখনই পুলিশ তাদের ফ্ল্যাটে যান। এবং দেখতে পান মিরেলা আটকে রয়েছেন। তখনই তাঁকে উদ্ধার করেন পুলিশ। কিন্তু ঘটনাটি হয়েছিল জুলাই মাসে। কিন্তু তা প্রকাশ্যে এল অক্টোবরে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৫ বছর বয়স থেকেই মেরিলাকে ঘরবন্দি করে রেখেছিল তাঁর বাবা-মা। পাড়া প্রতিবেশীদের কাছে তাঁরা জানিয়েছিলেন যে, মেরিলা নিখোঁজ। প্রতিবেশীরা জানিয়েছে, পুলিশ মেরিলাকে মারাত্মক ক্ষীণ অবস্থায় উদ্ধার করেছে, তার শারীরিক অবস্থা অত্যন্ত ভঙ্গুর হয়ে গিয়েছিল। তাঁকে দেখতে একজন “বৃদ্ধা মহিলার” দেখাচ্ছিল।পুলিশ মিরেলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন যে, সংক্রমণ এবং পায়ে আঘাতের কারণে শীঘ্রই তাঁর মৃত্যু অনিবার্য ছিল। প্রতিবেশীরা মিরেলাকে একজন স্বাভাবিক মানুষ হিসেবে শেষবার দেখেছিলেন।

সেই মেরিলাকে এই অবস্থায় দেখে হতবাক হয়ে যান প্রতিবেশীর। তাঁর উপর অমানবিক আচরণ করেছেন তাঁর বাবা-মা। তাঁকে দেখেই স্পষ্ট। দীর্ঘ বন্দীদশার পর তাঁকে পুনরুদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সে এখন চিকিৎসাধীন। প্রতিবেশীদের দাবি, মেরিলার বাবা-মায়ের ফ্ল্যাটে হট্টগোল শুনেই তাঁরা পুলিশকে ফোন করে, এবং পুলিশ তাদের ফ্ল্যাটে পৌঁছে মিরেলাকে বাসভবনে খুঁজে পায়। এদিকে মিরেলার বাবা-মা অভিযোগ করেছেন যে, মেরিলা ১৫ বছর বয়সে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। এরপর তাঁরা তাঁদের মেয়েকে পুনরায় খুঁজে পান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষ বন্ধে মধ্যস্থতা করার প্রস্তাব ইরানের

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

রাস্তার মধ্যেই মহিলাকে জোরপূর্বক চুমু খেয়ে পালাল দুষ্কৃতী, সাঙ্ঘাতিক ঘটনা যোগী রাজ্যে

পদ্ম রাজ্যে সন্ত্রাসের শিকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিড়িক, আবেদন ছাড়াল ৭৫ হাজার, শুরু বাছাই

ব্রিটিশ পুলিশের হাত থেকে রক্ষা করেছিলেন স্বয়ং মা কালী, কোথায় সেই মন্দির?

৫০০ বছর আগে শ্মশানঘাটে দেবীর আবির্ভাব কীভাবে? পুরুলিয়ার শাঁকড়া গ্রামে পূজিত দেবী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ