এই মুহূর্তে




অবসরপ্রাপ্ত আবগারি কর্মকর্তার বাড়িতে টাকার পাহাড়ের সন্ধান, উদ্ধার ৭৫ লক্ষের সোনার গহনা

নিজস্ব প্রতিনিধি: ফের ঘুষখোর সরকারি কর্মকর্তার কীর্তি ফাঁস হল মধ্যপ্রদেশে। তবে এবার কোনও সরকারি ইঞ্জিনিয়ার নয়, এবার ইডির নজরে লোকায়ুক্ত পুলিশের অবসরপ্রাপ্ত আবগারি কর্মকর্তা ধর্মেন্দ্র সিংহ ভাদৌরিয়া। যিনি মধ্যপ্রদেশের মিনি মুম্বইয়ের ইন্দোরের বাসিন্দা। সম্প্রতি তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েক কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে। এবং জব্দ করা অফিসারের সমস্ত সম্পত্তির মূল্য তাঁর আনুমানিক বৈধ আয়ের চেয়ে বহুগুণ বেশি। অর্থাৎ সরকারি বেতনে তাঁর এত সম্পত্তি ক্রয় করা না মুমকিন। এখনও পর্যন্ত, তাঁর বাড়ি থেকে ৭৫ লক্ষ নগদ, দেড় কেজি সোনার বার (ইট), কোটি কোটি টাকার সোনার গহনা, দামি যানবাহন এবং দামি সুগন্ধি উদ্ধার করেছে। কিন্তু কীভাবে অফিসারকে দুর্নীতির অভিযোগে সন্দেহ করল পুলিশ?

প্রথমে গোপণ সূত্রে খবর পেয়ে ইন্দোরের পলাসিয়া এলাকার কৈলাস কুঞ্জের তাঁর ফ্ল্যাটটিতে অভিযান চালায় পুলিশ, সেখান থেকেই তাঁর সম্পত্তির সমস্ত নথিপত্র উদ্ধার করে লোকায়ুক্ত পুলিশ। এরপর লোকায়ুক্ত দলগুলি স্কাই পার্কে অবস্থিত অবসরপ্রাপ্ত আবগারি কর্মকর্তা ধর্মেন্দ্র সিংহ ভাদৌরিয়ার ব্যবসায়িক অফিস এবং গোয়ালিয়রে একটি বাড়ি-সহ সাতটি স্থানে অভিযান চালান। এরপরে ঝুলি থেকে বিড়াল বেরোয়। তাঁর কয়েক কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়। যা তাঁর আয়ের থেকেও বহুগুন বেশি ছিল বলে খবর। অভিযুক্ত ধর্মেন্দ্র সিংহ ভাদৌরিয়া গত ৩১ অগস্ট, অবসর গ্রহণ করেছেন। তার আনুমানিক আইনি আয় প্রায় ২ কোটি।

প্রাথমিক তদন্ত অনুসারে, তাঁর বাড়ি-অফিসে তল্লাশি চালিয়ে প্রায় ৮ থেকে ১০ কোটি মূল্যের সম্পদের তথ্য পাওয়া দিয়েছে, যা তার আয়ের চেয়ে চার থেকে পাঁচ গুণ বেশি। লোকায়ুক্ত দলের তদন্তে আরও উঠে এসেছে যে, ভাদৌরিয়ার ছেলে সূর্যাংশ ভাদৌরিয়া এবং মেয়ে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত। সন্দেহ, তাঁর ছেলে-মেয়ে দুজনেই বাবার অবৈধ অর্থ চলচ্চিত্রে বিনিয়োগ করেছেন। আর এই বিনিয়োগ অবৈধ আয়কে বৈধতা দেওয়ার একটি প্রচেষ্টা হতে পারে বলে সন্দেহ। ডিসিপি লোকায়ুক্ত সুনীল তালানের নেতৃত্বে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে কোটি কোটি টাকার বেনামি সম্পত্তির আরও উন্মোচনের সম্ভাবনা রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিহারে ভোটের মুখে জোর ধাক্কা ‘ইন্ডিয়া’র, জোট ভেঙে ৬ আসনে প্রার্থী দিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

রাস্তার মধ্যেই মহিলাকে জোরপূর্বক চুমু খেয়ে পালাল দুষ্কৃতী, সাঙ্ঘাতিক ঘটনা যোগী রাজ্যে

পদ্ম রাজ্যে সন্ত্রাসের শিকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিড়িক, আবেদন ছাড়াল ৭৫ হাজার, শুরু বাছাই

ব্রিটিশ পুলিশের হাত থেকে রক্ষা করেছিলেন স্বয়ং মা কালী, কোথায় সেই মন্দির?

৫০০ বছর আগে শ্মশানঘাটে দেবীর আবির্ভাব কীভাবে? পুরুলিয়ার শাঁকড়া গ্রামে পূজিত দেবী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ