এই মুহূর্তে




ভয়াবহ! মুম্বই থেকে ব্যাংকক পাচার হচ্ছিল ৬১টি বিরল বন্যপ্রাণী, কাস্টমসের জালে অপরাধী

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! লাগেজে ভরে ৬১টি বিরল বন্যপ্রাণী পাচারের চেষ্টা করছিলেন একজন ভারতীয়। কিন্তু তাঁর চেষ্টা সফল হল না। শনিবার (১১ অক্টোবর) ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ-সহ ওই যাত্রীকে গ্রেফতার করেছে কাস্টমস বিভাগ। যার ব্যাগ থেকে প্রায় ৬১ টি বিরল বন্যপ্রাণী নিরাপদে উদ্ধার হয়েছে। যেটি কিনা একেবারে বেআইনি। তবে সকল বন্যপ্রাণী সুস্থ আছে। যাত্রীটি বন্যপ্রাণীদের লাগেজে ভরে ব্যাঙ্ককে যাচ্ছিলেন বলে খবর। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরে নামার পর থেকেই যাত্রীটির আচরণ সন্দেহজনক বলে মনে হয়েছিল তাদের। যার ফলে তাঁর লাগেজ তল্লাশি করতে বাধ্য হন তারা। কিন্তু ব্যক্তির লাগেজ খুলতেই অবাক হয়ে যান কাস্টমস কর্মকর্তারা। যেখানে বেশ কয়েকটি জীবন্ত বন্যপ্রাণী দেখতে পান তাঁত।

এরপর ৬১টি বন্যপ্রাণীকে উদ্ধার করে চিকিৎসা ও যত্নের জন্য তাদের রেসকিউ অ্যাসোসিয়েশন ফর ওয়াইল্ডলাইফ ওয়েলফেয়ার (RAW) এর কাছে হস্তান্তর করা হয়। জব্দ করা প্রাণীগুলির মধ্যে রয়েছে বেশ কয়েকটি বিপন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। এছাড়াও সরীসৃপ, উভচর এবং পোকামাকড় রয়েছে। এর মধ্যে কালো ও সাদা টেগাস, কাস্কাস, সেন্ট্রাল বিয়ার্ড ড্রাগন এবং হন্ডুরান সাদা সাপও রয়েছে। প্রাণীগুলিকে সুস্থ করে তাদের উৎপত্তিস্থলে পাঠানো হবে। এ বিষয়ে ইতিমধ্যেই বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ সেলকে অবহিত করা হয়েছে। তবে প্রাণীগুলিকে কোথায় পেয়েছেন অভিযুক্ত ব্যক্তি? এবং কী উদ্দেশ্যে তিনি প্রানীগুলিকে ভারতে নিয়ে এসেছেন, তা জানতে তদন্ত চলছে। গ্রেফতারকৃত যাত্রীর বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইন এবং বিপন্ন প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্য কনভেনশনের (CITES) অধীনে অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে RAW-এর পরিচালক পবন শর্মা জানিয়েছেন, বর্তমানে থাইল্যান্ড বন্যপ্রাণী পাচারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এটি অনেক বিদেশী প্রাণী প্রজাতির আবাসস্থল। এবং সেখানে এই ধরনের প্রাণীর ব্যবসা বৈধ। আর ব্যাঙ্কক থেকে সরাসরি এবং সাশ্রয়ী মূল্যের বিমান চলাচলের মাধ্যমে চোরাকারবারীরা ভারতে এই ধরনের বন্যপ্রাণী নিয়ে আসে। তবে ভারতে বন্যপ্রাণী পাচার একটি গুরুতর অপরাধ। তাছাড়া এই আইনের অধীনে, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বন্যপ্রাণী ও পাখি ধরা, বিক্রি করা বা পরিবহন করাও জড়িত। এই প্রাণীগুলিকে প্রায়শই সংকীর্ণ স্থানে লুকিয়ে রাখা হয়, যার ফলে অনেক ক্ষেত্রেই তাদের মৃত্যু ঘটে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বৃহস্পতিতে দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার, কারা হবেন নতুন সরকারে মন্ত্রী?

অন্ধ্রে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ! শীর্ষনেতা হিডমার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে আরও ৭ মাওবাদী খতম

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

মর্মান্তিক! অস্ট্রেলিয়ায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় মহিলাকে পিষে মারল বিএমডাব্লু গাড়ি

দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ